ক্রীড়া ডেস্ক
সিরিজে টিকে থাকতে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে হারাতে যে কতটা মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, সেটা রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় দিনের খেলা দেখলে বোঝা যাবে। টিভি স্ক্রিন থেকে চোখ সরতে না সরতেই একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে এক দিন নষ্ট হওয়ায় গতকাল দ্বিতীয় দিনে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট পাকিস্তান এবার ছড়ি ঘোরাচ্ছে বোলিংয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ১২ ওভারে ৬ উইকেটে ২৭ রান। সাকিব আল হাসান ২ রানে ব্যাটিং করছেন। উইকেটে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১ রান মিরাজ করলেও রানের খাতা খুলতে পারেননি লিটন।
কোনো উইকেট না হারিয়ে ১০ রানে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। খেলা শুরু হতে না হতেই জীবন পান জাকির হাসান। পঞ্চম ওভারের প্রথম বলে খুররম শাহজাদকে ফ্লিক করেন জাকির। স্কয়ার লেগে বাঁ দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন আবরার আহমেদ। জাকির আউট হয়েছেন কি না, সেটা যাচাই করেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় আবরারের কাছে যাওয়ার আগেই বল ঘাস স্পর্শ করেছে। তবে ভুল থেকে তো শিক্ষা নেননি জাকির। ষষ্ঠ ওভারের শেষ বলে খুররমকে ফ্লিক করতে গিয়ে জাকির ধরা পড়েন শর্ট মিড উইকেটে। এবার সহজেই তালুবন্দী করেন আবরার।
জাকিরের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে জোড়া ধাক্কা দিলেন খুররম। অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে খুররম ফিরিয়েছেন সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্ত দুজনেই হয়েছেন বোল্ড। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে একমাত্র সাদমান দুই অঙ্ক ছুঁয়েছেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। জাকির ও শান্ত করেন ১ ও ৪ রান। বাংলাদেশ অধিনায়কের রানটি এসেছে বাউন্ডারি থেকে।
সতীর্থ খুররমকে দেখে মীর হামজাও যেন উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। যেখানে মুমিনুল ক্যাচিং অনুশীলন করিয়েছেন পাকিস্তানকে। নবম ওভারের প্রথম বলে আলতো ফ্লিক করেন মুমিনুল। মিড অনে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ আলী। অন্যদিকে মুশফিক দ্বিধাদ্বন্দ্বে থেকে নিজের উইকেট হারিয়েছেন। ১১তম ওভারের তৃতীয় বলে মুশফিক ডিফেন্স করতে গেলে এজ হওয়া বল তালুবন্দী করেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিক এবার আউট হয়েছেন ৩ রানে।
মুশফিক আউট হতে না হতেই ফিরেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। ১২তম ওভারের তৃতীয় বলে সাকিবের বিপক্ষে খুররম এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে আউট হয়েছেন। তাতে ১১.৩ ওভারে ৬ উইকেটে ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ।
সিরিজে টিকে থাকতে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে হারাতে যে কতটা মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান, সেটা রাওয়ালপিন্ডিতে আজ তৃতীয় দিনের খেলা দেখলে বোঝা যাবে। টিভি স্ক্রিন থেকে চোখ সরতে না সরতেই একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ।
রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে এক দিন নষ্ট হওয়ায় গতকাল দ্বিতীয় দিনে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট পাকিস্তান এবার ছড়ি ঘোরাচ্ছে বোলিংয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ১২ ওভারে ৬ উইকেটে ২৭ রান। সাকিব আল হাসান ২ রানে ব্যাটিং করছেন। উইকেটে আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১ রান মিরাজ করলেও রানের খাতা খুলতে পারেননি লিটন।
কোনো উইকেট না হারিয়ে ১০ রানে বাংলাদেশ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে। খেলা শুরু হতে না হতেই জীবন পান জাকির হাসান। পঞ্চম ওভারের প্রথম বলে খুররম শাহজাদকে ফ্লিক করেন জাকির। স্কয়ার লেগে বাঁ দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন আবরার আহমেদ। জাকির আউট হয়েছেন কি না, সেটা যাচাই করেন তৃতীয় আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় আবরারের কাছে যাওয়ার আগেই বল ঘাস স্পর্শ করেছে। তবে ভুল থেকে তো শিক্ষা নেননি জাকির। ষষ্ঠ ওভারের শেষ বলে খুররমকে ফ্লিক করতে গিয়ে জাকির ধরা পড়েন শর্ট মিড উইকেটে। এবার সহজেই তালুবন্দী করেন আবরার।
জাকিরের উইকেট পতনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশকে জোড়া ধাক্কা দিলেন খুররম। অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে খুররম ফিরিয়েছেন সাদমান ও নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্ত দুজনেই হয়েছেন বোল্ড। টপ অর্ডারের তিন ব্যাটারের মধ্যে একমাত্র সাদমান দুই অঙ্ক ছুঁয়েছেন। ২৩ বলে ১ চারে ১০ রান করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। জাকির ও শান্ত করেন ১ ও ৪ রান। বাংলাদেশ অধিনায়কের রানটি এসেছে বাউন্ডারি থেকে।
সতীর্থ খুররমকে দেখে মীর হামজাও যেন উদ্দীপ্ত হয়ে উঠলেন। নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। যেখানে মুমিনুল ক্যাচিং অনুশীলন করিয়েছেন পাকিস্তানকে। নবম ওভারের প্রথম বলে আলতো ফ্লিক করেন মুমিনুল। মিড অনে সহজ ক্যাচ ধরেন মোহাম্মদ আলী। অন্যদিকে মুশফিক দ্বিধাদ্বন্দ্বে থেকে নিজের উইকেট হারিয়েছেন। ১১তম ওভারের তৃতীয় বলে মুশফিক ডিফেন্স করতে গেলে এজ হওয়া বল তালুবন্দী করেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টে ১৯১ রান করা মুশফিক এবার আউট হয়েছেন ৩ রানে।
মুশফিক আউট হতে না হতেই ফিরেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। ১২তম ওভারের তৃতীয় বলে সাকিবের বিপক্ষে খুররম এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। সাকিব রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলে আউট হয়েছেন। তাতে ১১.৩ ওভারে ৬ উইকেটে ২৬ রানে পরিণত হয় বাংলাদেশ।
নভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৪ মিনিট আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
১৬ মিনিট আগেকদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
২৯ মিনিট আগেগোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
৪১ মিনিট আগে