ক্রীড়া ডেস্ক
ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নেমে ভারতের বোলাররা তো মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কম চেষ্টা করেনি। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। ভারত লক্ষ্য পেয়েছিল ১৪৭ রানের। এই রানটুকু করতে ব্যর্থ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
ঘরের মাঠে টেস্টে রীতিমতো উড়তে থাকে ভারত। ২০১২ থেকে শুরু করে টানা ১৮ টেস্ট সিরিজ নিজেদের ডেরায় জিতে ভারত খেলতে নেমেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই নিউজিল্যান্ডই গত সপ্তাহে থামিয়ে দেয় ভারতের জয়রথ। এক সপ্তাহ পর এবার এশিয়ার দলটিকে দিল ধবলধোলাইয়ের লজ্জা। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টেস্ট ২৫ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতল কিউইরা। তাতে ২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। এর আগে ২০০০ সালে ভারত সফরে এসে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। সেবার প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন হ্যান্সি ক্রোনিয়ে।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের স্কোরের সঙ্গে মাত্র ৩ রান যোগ করতেই গুটিয়ে যায় কিউইরা। এজাজ প্যাটেলকে ফিরিয়ে কিউইদের ইনিংসের ইতি টানেন রবীন্দ্র জাদেজা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন জাদেজা। টেস্টে এই নিয়ে জাদেজা তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ১৭৪ রানে গুটিয়ে যাওয়া কিউইদের লিড হয়েছে ১৪৬ রানের।
১৪৭ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে ব্যর্থ রোহিত। ১১ বলে ২ চারে করেন ১১ রান। যেখানে তৃতীয় ওভারের শেষ বলে রোহিত পুল করতে যান ম্যাট হেনরিকে। টপ এজ হওয়া বল মিড উইকেটে দারুণভাবে লুফে নিয়েছেন গ্লেন ফিলিপস।
হেনরির পর শুরু এজাজ-ফিলিপসের ভেলকি দেখানো শুরু। দ্রুতই শুবমান গিল, বিরাট কোহলি ভারতের এই দুই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন এজাজ। গিল, কোহলি দুজনেই ১ রান করে আউট হয়েছেন। যেখানে চতুর্থ ওভারের পঞ্চম বলে এজাজের আর্ম বল ছাড়তে গিয়েই বোল্ড গিল। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৫ রান করে ফিলিপসের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন।
ফিলিপসের পর আবার এজাজের আক্রমণ। অষ্টম ওভারের প্রথম বলটা সরফরাজ খানকে ফুলটস করেন এজাজ। লোভ সামলাতে না পেরে স্লগ সুইপ করলেন সরফরাজ। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচটা লুফে নিয়েছেন রাচীন রবীন্দ্র। ১৪৭ রানের লক্ষ্যে নেমে ভারতের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ২৯ রান।
ভারত যখন চোখে সর্ষেফুল দেখছে, তখন প্রতিরোধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঋষভ পন্ত। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পরিবর্তে নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণের পথটাই বেছে নিলেন তিনি। ৪৮ বলে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি।ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে ৫৩ বলে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন পন্ত। জাদেজাকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন প্যাটেল। যেখানে শর্ট লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন উইল ইয়ং। ২২ বলে ৬ রান করেন জাদেজা। ২০ ওভারে ৬ উইকেটে ৯২ রান করে প্রথম সেশনের খেলা শেষ করে ভারত।
মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুতই বিদায় নেন পন্ত। গুরুত্বপূর্ণ এই উইকেট নিতে অনেকটা ঝুঁকি নিয়েই রিভিউ নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ২২তম ওভারের চতুর্থ বলে প্যাটেলকে সামনে এসে ডিফেন্স করতে আসেন পন্ত। তৎক্ষণাৎ বল লুফে নেন টম ব্লান্ডেল। রিভিউতে এজ ধরা পড়লে আউট হয়ে যান। ৫৭ বলে ৬৪ রান করে বিদায় নেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। ইনিংসে মেরেছেন ৯ চার ও ১ ছক্কা। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে পন্ত ও ওয়াশিংটন সুন্দরের ৩৪ বলে ৩৫ রানের জুটি। ভারতের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১০৬ রান।
অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন জুটি বেঁধে একটু আশা জাগিয়েছিলেন ভারতীয় ভক্ত-সমর্থকদের মনে। ৪২ বলে গড়েন ১৫ রানের জুটি। যেখানে অশ্বিনের নিজের ভুলেই ভেঙে যায় এই জুটি। ২৯তম ওভারের চতুর্থ বলে ফিলিপসকে রিভার্স সুইপ করতে যান অশ্বিন। এজ হওয়া বল ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ব্লান্ডেল। ২৯ বলে ৮ রান করা অশ্বিন ফিরতেই দ্রুত গুটিয়ে যায় ভারত। ৭ উইকেটে ১২১ থেকে মুহূর্তেই ১২১ রানে শেষ রোহিতের দল। যেখানে ৩০তম ওভারের প্রথম বলে এজাজকে স্লগ করতে গেলে বোল্ড হয়ে যান ওয়াশিংটন। ভারতের বিপক্ষে তাদের মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে কিউইরা।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সেরা বোলার এজাজ প্যাটেল। ৫৭ রানে নেন ৬ উইকেট। ফিলিপস ও হেনরি নিয়েছেন ৩ ও ১ উইকেট। ম্যাচসেরা এজাজ ১৬০ রানে নিয়েছেন ১১ উইকেট। টেস্টে এই নিয়ে দুই বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এজাজ। দুটিই তিনি গড়েছেন ভারতের বিপক্ষে। একই মাঠ ওয়াংখেড়েতেই কীর্তি দুটি গড়েন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনার।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড এই ম্যাচে ২৩৫ রানে অলআউট হয়েছে। ড্যারিল মিচেল ও উইল ইয়ং করেন ৮২ রান ও ৭১ রান। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৯০ রান করেন শুবমান গিল।
তিন ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছেন ইয়ং। ৪৮.৮০ গড়ে করেন ২৪৪ রান। সিরিজে দুই ফিফটির দুটি গড়েন তৃতীয় টেস্টে। তবে সিরিজে সর্বোচ্চ ২৬১ রান করেন পন্ত। তাঁর গড় ৪৩.৫০। তিনটি ফিফটি গড়েন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে নেমে ভারতের বোলাররা তো মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কম চেষ্টা করেনি। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনদের ঘূর্ণিতে চোখে রীতিমতো সর্ষেফুল দেখতে থাকে নিউজিল্যান্ড। ভারত লক্ষ্য পেয়েছিল ১৪৭ রানের। এই রানটুকু করতে ব্যর্থ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত।
ঘরের মাঠে টেস্টে রীতিমতো উড়তে থাকে ভারত। ২০১২ থেকে শুরু করে টানা ১৮ টেস্ট সিরিজ নিজেদের ডেরায় জিতে ভারত খেলতে নেমেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই নিউজিল্যান্ডই গত সপ্তাহে থামিয়ে দেয় ভারতের জয়রথ। এক সপ্তাহ পর এবার এশিয়ার দলটিকে দিল ধবলধোলাইয়ের লজ্জা। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় টেস্ট ২৫ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতল কিউইরা। তাতে ২৪ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। এর আগে ২০০০ সালে ভারত সফরে এসে দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। সেবার প্রোটিয়াদের অধিনায়ক ছিলেন হ্যান্সি ক্রোনিয়ে।
দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। আগের স্কোরের সঙ্গে মাত্র ৩ রান যোগ করতেই গুটিয়ে যায় কিউইরা। এজাজ প্যাটেলকে ফিরিয়ে কিউইদের ইনিংসের ইতি টানেন রবীন্দ্র জাদেজা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন জাদেজা। টেস্টে এই নিয়ে জাদেজা তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ১৭৪ রানে গুটিয়ে যাওয়া কিউইদের লিড হয়েছে ১৪৬ রানের।
১৪৭ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে ব্যর্থ রোহিত। ১১ বলে ২ চারে করেন ১১ রান। যেখানে তৃতীয় ওভারের শেষ বলে রোহিত পুল করতে যান ম্যাট হেনরিকে। টপ এজ হওয়া বল মিড উইকেটে দারুণভাবে লুফে নিয়েছেন গ্লেন ফিলিপস।
হেনরির পর শুরু এজাজ-ফিলিপসের ভেলকি দেখানো শুরু। দ্রুতই শুবমান গিল, বিরাট কোহলি ভারতের এই দুই তারকা ব্যাটারের উইকেট নিয়েছেন এজাজ। গিল, কোহলি দুজনেই ১ রান করে আউট হয়েছেন। যেখানে চতুর্থ ওভারের পঞ্চম বলে এজাজের আর্ম বল ছাড়তে গিয়েই বোল্ড গিল। আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল ৫ রান করে ফিলিপসের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন।
ফিলিপসের পর আবার এজাজের আক্রমণ। অষ্টম ওভারের প্রথম বলটা সরফরাজ খানকে ফুলটস করেন এজাজ। লোভ সামলাতে না পেরে স্লগ সুইপ করলেন সরফরাজ। ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচটা লুফে নিয়েছেন রাচীন রবীন্দ্র। ১৪৭ রানের লক্ষ্যে নেমে ভারতের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ২৯ রান।
ভারত যখন চোখে সর্ষেফুল দেখছে, তখন প্রতিরোধের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ঋষভ পন্ত। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পরিবর্তে নিউজিল্যান্ডের বোলারদের ওপর পাল্টা আক্রমণের পথটাই বেছে নিলেন তিনি। ৪৮ বলে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি।ষষ্ঠ উইকেটে জাদেজার সঙ্গে ৫৩ বলে ৪২ রানের জুটি গড়তে অবদান রাখেন পন্ত। জাদেজাকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন প্যাটেল। যেখানে শর্ট লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নেন উইল ইয়ং। ২২ বলে ৬ রান করেন জাদেজা। ২০ ওভারে ৬ উইকেটে ৯২ রান করে প্রথম সেশনের খেলা শেষ করে ভারত।
মধ্যাহ্নভোজের বিরতির পর দ্রুতই বিদায় নেন পন্ত। গুরুত্বপূর্ণ এই উইকেট নিতে অনেকটা ঝুঁকি নিয়েই রিভিউ নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ২২তম ওভারের চতুর্থ বলে প্যাটেলকে সামনে এসে ডিফেন্স করতে আসেন পন্ত। তৎক্ষণাৎ বল লুফে নেন টম ব্লান্ডেল। রিভিউতে এজ ধরা পড়লে আউট হয়ে যান। ৫৭ বলে ৬৪ রান করে বিদায় নেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। ইনিংসে মেরেছেন ৯ চার ও ১ ছক্কা। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে পন্ত ও ওয়াশিংটন সুন্দরের ৩৪ বলে ৩৫ রানের জুটি। ভারতের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১০৬ রান।
অষ্টম উইকেটে ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিন জুটি বেঁধে একটু আশা জাগিয়েছিলেন ভারতীয় ভক্ত-সমর্থকদের মনে। ৪২ বলে গড়েন ১৫ রানের জুটি। যেখানে অশ্বিনের নিজের ভুলেই ভেঙে যায় এই জুটি। ২৯তম ওভারের চতুর্থ বলে ফিলিপসকে রিভার্স সুইপ করতে যান অশ্বিন। এজ হওয়া বল ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ব্লান্ডেল। ২৯ বলে ৮ রান করা অশ্বিন ফিরতেই দ্রুত গুটিয়ে যায় ভারত। ৭ উইকেটে ১২১ থেকে মুহূর্তেই ১২১ রানে শেষ রোহিতের দল। যেখানে ৩০তম ওভারের প্রথম বলে এজাজকে স্লগ করতে গেলে বোল্ড হয়ে যান ওয়াশিংটন। ভারতের বিপক্ষে তাদের মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে কিউইরা।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সেরা বোলার এজাজ প্যাটেল। ৫৭ রানে নেন ৬ উইকেট। ফিলিপস ও হেনরি নিয়েছেন ৩ ও ১ উইকেট। ম্যাচসেরা এজাজ ১৬০ রানে নিয়েছেন ১১ উইকেট। টেস্টে এই নিয়ে দুই বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এজাজ। দুটিই তিনি গড়েছেন ভারতের বিপক্ষে। একই মাঠ ওয়াংখেড়েতেই কীর্তি দুটি গড়েন নিউজিল্যান্ডের এই বাঁহাতি স্পিনার।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড এই ম্যাচে ২৩৫ রানে অলআউট হয়েছে। ড্যারিল মিচেল ও উইল ইয়ং করেন ৮২ রান ও ৭১ রান। এরপর ভারত তাদের প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ৯০ রান করেন শুবমান গিল।
তিন ম্যাচের টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছেন ইয়ং। ৪৮.৮০ গড়ে করেন ২৪৪ রান। সিরিজে দুই ফিফটির দুটি গড়েন তৃতীয় টেস্টে। তবে সিরিজে সর্বোচ্চ ২৬১ রান করেন পন্ত। তাঁর গড় ৪৩.৫০। তিনটি ফিফটি গড়েন ভারতীয় এই বাঁহাতি ব্যাটার।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৩ ঘণ্টা আগে