ক্রীড়া ডেস্ক
ম্যাট হেনরি বোল্ড হতেই দিনের খেলার সমাপ্তি টানলেন আম্পায়াররা। সতীর্থদের সঙ্গে হাসিমুখে ফিরে চললেন রবীন্দ্র জাদেজা। গতকালকের মতো আজও ঘূর্ণি জাদুতে নিউজিল্যান্ড ব্যাটারদের সর্ষে ফুল দেখিয়েছেন তিনি। ভারতও দ্বিতীয় দিন পার করল জয়ের আশা নিয়ে। মুম্বাই টেস্ট জিতলে হোয়াইটওয়াশও যে এড়াতে পারবে তারা।
আজ নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেনি ভারতীয় স্পিনারদের সামনে। দিন পার করেছে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। লিড নিয়েছে ১৪৩ রান। শেষ উইকেটে আগামীকাল অ্যাজাজ প্যাটেল (৭) স্কোরটাকে কততে নিয়ে যেতে পারেন সেটিই এখন দেখার। তিনি সঙ্গ পাবেন উইলিয়াম ও’রুর্কির।
কিউইদের ৯ উইকেটের ৮টিই নিয়েছেন স্পিনাররা। প্রথম দিন ৫ উইকেট নেওয়ার পর গতকাল জাদেজার শিকার আরও ৪টি। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট। বাকিটি ওয়াশিংটন সুন্দরের। তবে অধিনায়ক-ওপেনার টম লাথামকে (১) বোল্ড করে সফরকারীদের ব্যাটিং লাইনআপে ভাঙনটা ধরান পেসার আকাশ দীপ। স্কোরবোর্ডে রান তখন ২। এরপর ডেভন কনওয়ে (৫১) ছাড়া কিউইদের আর কেউ উইকেটে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ কিউই হিসেবে ভারতের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে ফিফটি পেলেন তিনি। চা বিরতির আগে নিউজিল্যান্ডের স্কোর ছিল—১/২৬। দিনের আলো ক্রমে কমে আসার সঙ্গে সঙ্গে উইকেটও হারিয়েছে তারা।
তার আগে ভারত প্রথম ইনিংসে থামে ২৬৩ রানে। যার মধ্যে ৯০ রানই এসেছে শুবমান গিলের ব্যাট থেকে। ৩১ রান নিয়ে দিন শুরু করেন তিনি। দিন শুরু করা আরেক ব্যাটার ঋষভ পন্তকে (৬০) হারালেও মধ্যাহ্নভোজের পর ক্যারিয়ারের সপ্তম ফিফটিকে সেঞ্চুরি বানানোর পথে এগিয়ে যাচ্ছিলেন গিল। তবে সেই আশা পূরণ হয়নি তাঁর। উইকেট উপহার দেন প্যাটেলকে। ভারতের প্রথম ইনিংসের ৫ উইকেটই গেছে এই কিউই স্পিনারের পকেটে। গতকাল ২ উইকেট নিয়েছিলেন তিনি। নতুন এক কীর্তিও গড়েছেন প্যাটেল। ভারতের মাটিতে এক ভেন্যুতে সফরকারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেলেন তিনি। ওয়াংখেড়েতে প্যাটেলের উইকেটসংখ্যা ১৯। এ তালিকায় শীর্ষে আছেন ইয়ান বোথাম, ওয়াংখেড়েতেই ২২ উইকেট পেয়েছেন ইংলিশ কিংবদন্তি।
৪ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শুরু করা ভারতকে চাপমুক্ত করেন মূলত উইকেটরক্ষক পন্ত। প্রতি আক্রমণে গিলের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন তিনি। ৩৬ বলে ফিফটি করেন পন্ত। কিউইদের বিপক্ষে টেস্টে এটিই এখন দ্রুততম ফিফটি। এই সিরিজের পুনে টেস্টে ৪১ বলে ফিফটি করা যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙলেন পন্ত। মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট। তার ১৩ উইকেট নিয়েছেন স্পিনররা।
ম্যাট হেনরি বোল্ড হতেই দিনের খেলার সমাপ্তি টানলেন আম্পায়াররা। সতীর্থদের সঙ্গে হাসিমুখে ফিরে চললেন রবীন্দ্র জাদেজা। গতকালকের মতো আজও ঘূর্ণি জাদুতে নিউজিল্যান্ড ব্যাটারদের সর্ষে ফুল দেখিয়েছেন তিনি। ভারতও দ্বিতীয় দিন পার করল জয়ের আশা নিয়ে। মুম্বাই টেস্ট জিতলে হোয়াইটওয়াশও যে এড়াতে পারবে তারা।
আজ নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেনি ভারতীয় স্পিনারদের সামনে। দিন পার করেছে ৯ উইকেটে ১৭১ রান নিয়ে। লিড নিয়েছে ১৪৩ রান। শেষ উইকেটে আগামীকাল অ্যাজাজ প্যাটেল (৭) স্কোরটাকে কততে নিয়ে যেতে পারেন সেটিই এখন দেখার। তিনি সঙ্গ পাবেন উইলিয়াম ও’রুর্কির।
কিউইদের ৯ উইকেটের ৮টিই নিয়েছেন স্পিনাররা। প্রথম দিন ৫ উইকেট নেওয়ার পর গতকাল জাদেজার শিকার আরও ৪টি। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট। বাকিটি ওয়াশিংটন সুন্দরের। তবে অধিনায়ক-ওপেনার টম লাথামকে (১) বোল্ড করে সফরকারীদের ব্যাটিং লাইনআপে ভাঙনটা ধরান পেসার আকাশ দীপ। স্কোরবোর্ডে রান তখন ২। এরপর ডেভন কনওয়ে (৫১) ছাড়া কিউইদের আর কেউ উইকেটে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। চতুর্থ কিউই হিসেবে ভারতের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে ফিফটি পেলেন তিনি। চা বিরতির আগে নিউজিল্যান্ডের স্কোর ছিল—১/২৬। দিনের আলো ক্রমে কমে আসার সঙ্গে সঙ্গে উইকেটও হারিয়েছে তারা।
তার আগে ভারত প্রথম ইনিংসে থামে ২৬৩ রানে। যার মধ্যে ৯০ রানই এসেছে শুবমান গিলের ব্যাট থেকে। ৩১ রান নিয়ে দিন শুরু করেন তিনি। দিন শুরু করা আরেক ব্যাটার ঋষভ পন্তকে (৬০) হারালেও মধ্যাহ্নভোজের পর ক্যারিয়ারের সপ্তম ফিফটিকে সেঞ্চুরি বানানোর পথে এগিয়ে যাচ্ছিলেন গিল। তবে সেই আশা পূরণ হয়নি তাঁর। উইকেট উপহার দেন প্যাটেলকে। ভারতের প্রথম ইনিংসের ৫ উইকেটই গেছে এই কিউই স্পিনারের পকেটে। গতকাল ২ উইকেট নিয়েছিলেন তিনি। নতুন এক কীর্তিও গড়েছেন প্যাটেল। ভারতের মাটিতে এক ভেন্যুতে সফরকারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেলেন তিনি। ওয়াংখেড়েতে প্যাটেলের উইকেটসংখ্যা ১৯। এ তালিকায় শীর্ষে আছেন ইয়ান বোথাম, ওয়াংখেড়েতেই ২২ উইকেট পেয়েছেন ইংলিশ কিংবদন্তি।
৪ উইকেটে ৮৪ রান নিয়ে দিন শুরু করা ভারতকে চাপমুক্ত করেন মূলত উইকেটরক্ষক পন্ত। প্রতি আক্রমণে গিলের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন তিনি। ৩৬ বলে ফিফটি করেন পন্ত। কিউইদের বিপক্ষে টেস্টে এটিই এখন দ্রুততম ফিফটি। এই সিরিজের পুনে টেস্টে ৪১ বলে ফিফটি করা যশস্বী জয়সওয়ালের রেকর্ড ভাঙলেন পন্ত। মুম্বাই টেস্টের দ্বিতীয় দিনে পড়েছে ১৫ উইকেট। তার ১৩ উইকেট নিয়েছেন স্পিনররা।
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১০ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৩ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন ১৬ রান। দুইবার মেরেছিলেন ডাক। সেই ব্যর্থতার ঝাল ঝাড়লেন অন্য সংস্করণ টি-টোয়েন্টিতে। ব্রিসবেনের গ্যাবায় আজ প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপর চালালেন তাণ্ডব। ম্যাক্সওয়েলের তাণ্ডবের পর অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফ
১৪ ঘণ্টা আগে