অনলাইন ডেস্ক
বিধ্বস্ত হওয়া রুশ চন্দ্রযান লুনা–২৫ চাঁদের বুকে ১০ মিটার চওড়া গর্তের সৃষ্টি করেছে। সেই গর্তের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত মাসে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সময় মহাকাশযানটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠায় রাশিয়া। মহাকাশযানটি ১৯ আগস্ট নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। অনেকে মনে করছেন, এই অভিযান সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানের সাফল্যকে ম্রিয়মাণ করেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ন্যাশনাল আরোনটিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস লুনার রিকনেসান্স অরবিটার (এলআরও) ’ চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্তের ছবি তুলেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার লুনা–২৫ মহাকাশযানটি চাঁদে বিধ্বস্তের কারণে এই গর্ত সৃষ্টি হয়েছে।
নাসা বলছে, আপাতদৃষ্টিতে নতুন এই গর্তের ব্যস ১০ মিটার। লুনা–২৫ যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছেই এই গর্ত। তাই এলআরও টিম বলছে, এই গর্ত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি বরং রুশ মহাকাশযানটি ধ্বংসের প্রভাবে তৈরি হয়েছে।
রাশিয়া বলেছে, লুনা–২৫ বিধ্বস্তের কারণ তদন্তে বিশেষ আন্তবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।
এর আগেও অনেক দেশের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীতল যুদ্ধের সময়ে মহাকাশে রাশিয়ার প্রথম মানুষ পাঠানোর সাফল্যকে এই অভিযান ম্রিয়মাণ করেছে।
উল্লেখ্য, পৃথিবীকে প্রদক্ষিণের জন্য রাশিয়া সর্বপ্রথম ১৯৫৭ সালে স্পুতনিক–১ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ১৯৬১ সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
বিধ্বস্ত হওয়া রুশ চন্দ্রযান লুনা–২৫ চাঁদের বুকে ১০ মিটার চওড়া গর্তের সৃষ্টি করেছে। সেই গর্তের ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত মাসে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের সময় মহাকাশযানটি বিধ্বস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রায় ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠায় রাশিয়া। মহাকাশযানটি ১৯ আগস্ট নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। অনেকে মনে করছেন, এই অভিযান সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানের সাফল্যকে ম্রিয়মাণ করেছে।
যুক্তরাষ্ট্রের মহাকাশযান ‘ন্যাশনাল আরোনটিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস লুনার রিকনেসান্স অরবিটার (এলআরও) ’ চাঁদের পৃষ্ঠে নতুন একটি গর্তের ছবি তুলেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার লুনা–২৫ মহাকাশযানটি চাঁদে বিধ্বস্তের কারণে এই গর্ত সৃষ্টি হয়েছে।
নাসা বলছে, আপাতদৃষ্টিতে নতুন এই গর্তের ব্যস ১০ মিটার। লুনা–২৫ যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছেই এই গর্ত। তাই এলআরও টিম বলছে, এই গর্ত প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি বরং রুশ মহাকাশযানটি ধ্বংসের প্রভাবে তৈরি হয়েছে।
রাশিয়া বলেছে, লুনা–২৫ বিধ্বস্তের কারণ তদন্তে বিশেষ আন্তবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে।
এর আগেও অনেক দেশের চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীতল যুদ্ধের সময়ে মহাকাশে রাশিয়ার প্রথম মানুষ পাঠানোর সাফল্যকে এই অভিযান ম্রিয়মাণ করেছে।
উল্লেখ্য, পৃথিবীকে প্রদক্ষিণের জন্য রাশিয়া সর্বপ্রথম ১৯৫৭ সালে স্পুতনিক–১ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ১৯৬১ সালে সোভিয়েত নভোচারী ইউরি গ্যাগারিন প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
বিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
২ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
২ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগেসৌরজগৎ থেকে ৪ হাজার আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো একটি গ্রহ আবিষ্কার করেছেন একদল জ্যোতির্বিজ্ঞানী। এই পাথুরে গ্রহটির ভর পৃথিবীর মতোই এবং এটি শ্বেতবামন তারার চারপাশে আবর্তিত হচ্ছ। সাজেটেরিয়াস নক্ষত্রমণ্ডলীতে এই তারাটি অবস্থিত।
৫ দিন আগে