রুমা মোদক
প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙা অতিমারি ক্লান্ত দিনে আমিও সহযাত্রী হলাম পরিসংখ্যানের। আক্রান্তের হারে পৃথিবীর হিসাবে যুক্ত হলাম আমিও। জ্বরের ঘোরে আমার বারবার বাবার মুখটা মনে পড়ে। আমি অসুস্থ হলে বাবা ঘুমাতেন না। এক অতিমানবিক শক্তিতে তিনি অফিস সেরে ক্লান্ত শরীরে সারা রাত আমার শুশ্রূষা করে আবার পরদিন অফিসে যেতেন। আমাদের তিন ভাইবোনের বেলায়ই এটা ঘটত, আর ব্যাপারটি আমাদের খুব অস্বাভাবিক মনে হতো না। আজ নিজে যখন মা হয়ে সন্তানের জন্য কখনো রাত জাগতে হয়, পরদিন টের পাই, কী কঠিন কাজটা বাবা করতেন হাসিমুখে অবলীলায়।
আয়নাবাজি ছবিটি দেখে ভাবছিলাম, পরিচালক এই থিম পেলেন কই! এ রকম কি এ দেশে হয়? নিশ্চয়ই এটা বিদেশি কোনো কাহিনির অনুকরণ। এই নিউজটা সামনে আসার আগে পর্যন্ত আমি বিশ্বাস করিনি, এ দেশে সত্যি এটা ঘটে। একজনের হয়ে অন্যজন জেল খাটে। আমার অসুস্থতাজনিত শ্রান্তিকে আরও গভীর অমোচনীয় বিষাদে ঢেকে দিল চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত মিনু আক্তারের ঘটনাটি। আহারে, তিনটি সন্তানের তিন বেলা খাবারের নিশ্চয়তায় এক গর্ভধারিণী অনায়াসে বেছে নিলেন কারাজীবন। আহা! সন্তানের মুখে আহার তুলে দেওয়ার এই দায় তাঁকে কে দিয়েছে? এই সমাজ, সংসার, ব্যবস্থা? নাকি গর্ভে ধারণের জৈবিকতা? ইন্সটিংক্ট। যার থেকে মুক্তি নেই পৃথিবীর প্রাণিজগতের অধিকাংশ প্রাণীর। সৃষ্টির সেরা জীব দাবি করি নিজেদের; অথচ এখনো এমন সমাজ গড়ে তুলতে পারিনি, যে সমাজে সন্তান শুধু মায়ের নয়, সমাজের সম্পদ হয়। সন্তান শুধু মায়ের দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব। আমি নেটে ঘাঁটছিলাম, কোথাও এই সন্তানগুলোর পিতৃপরিচয় পাই কি না। না, পাইনি।
আমার ঘরের নবনিযুক্ত গৃহকর্মী মিনতি। তাঁর ছেলে নয়ন। বয়স ১০–১১। জিজ্ঞেস করলাম, নিজের নাম লিখতে পারো? না। স্কুলে যাওনি কোনো দিন? না। কী করো? চায়ের দোকানে কাজ করি। মাসে দুই হাজার টাকা আর এক বেলা ভাত। কী দিয়ে ভাত দেয়? এই মাছ, ডাল, সবজি—যা থাকে। সকালে কী খেয়ে দোকানে যাও? চা আর মুড়ি। রাতে ফিরে কী খাও? আলু ভর্তা আর ভাত। শোনো, লকডাউন উঠে গেলে মায়ের সঙ্গে প্রতিদিন আসবে, আমি লিখতে-পড়তে শেখাব। মাথা নেড়ে সায় দিল ছেলেটি। জানতে চাইলাম, লেখাপড়া শিখে কী করবে? একমুহূর্ত সময় নষ্ট না করে ছেলেটি জবাব দিল, ‘বাপরে গিয়া ধরুম।’ আমি থ মেরে তাকিয়ে থাকলাম ছেলেটির দিকে। আপাতনিরীহ, চুপচাপ, বিষণ্ন ছেলেটির ভেতরে কী তীব্র আগুন! মাত্র দুই বছরের ছেলেসহ মাকে বিদায় করে তার বাপ আরেকটা বিয়ে করেছে।
আমি কোভিড পজিটিভ জেনে নিউইয়র্ক থেকে ফোন করেছে জুহেনা। আমার স্কুলজীবনের বন্ধু। বিয়ে করে ও আমাদের ছেড়ে গেছে প্রায় ত্রিশ বছর আগে। তখন স্কুলের পাট ফুরিয়েছে কি ফুরায়নি! তারপর সাকল্যে দেখা হয়েছে হয়তো বার দুয়েক। আমি যেবার নিউইয়র্কে গেলাম, সেবার ও পারিবারিক প্রোগ্রামে ফ্লোরিডায়। ফেসবুক থাকায় তবু দূরত্বটা দূরত্ব মনে হয় না ইদানীং। স্কুল লাগোয়া বাড়ি ওদের। সেই বালিকাবেলা থেকে দেখি জুহেনারা পরির মতো কয়েকজন বোন। ঘরে মা নেই। গেল বছর এমন দিনে, নিউইয়র্ক যখন লকডাউনে, জুহেনা গভীর রাতে ফোন দিত। ওর তখন সকাল। ওর আব্বার গল্প করছিল একদিন। বলছিল : ‘জানিস, আব্বা এখানে যখন ছিলেন, একদিন দেখি জায়নামাজে বসে কাঁদছেন। আমাকে বলছেন, “মা রে, আমারে মাফ করে দিস।” আমি জিজ্ঞেস করলাম, “কেন আব্বা?” আব্বা বললেন, “ঘরে তোমাদের মা ছিল না।
তোমরা অপূর্ব রূপবতী মেয়ে আমার। যদি ঠিকমতো দেখাশোনা করতে না পারি, ভয়ে সবাইকে কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছি। লেখাপড়া করাতে পারিনি বেশি।” জুহেনার আম্মা যখন মারা যান, তখন ওর আব্বার বয়স আটত্রিশ। ছয় বোন আর এক ভাইয়ের সংসার আগলে রেখেছেন মাতৃস্নেহেই। প্রায় নব্বই বছর বয়সে গত বছর তিনি মারা গেছেন। ‘আমার, বোনদের ছেলেমেয়েরা সব উচ্চশিক্ষিত—আব্বা দেখে গেছেন।’ বলতে বলতে কাঁদছিল জুহেনা।
শুনতে শুনতে ভাবছিলাম, পিতৃত্ব কী অসীম মায়াময়, মানবিক এক সম্পর্ক। শুধু গড়তে জানলে।
(এখানে ব্যবহৃত সবই ছদ্মনাম)
লেখক: সাহিত্যিক
প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙা অতিমারি ক্লান্ত দিনে আমিও সহযাত্রী হলাম পরিসংখ্যানের। আক্রান্তের হারে পৃথিবীর হিসাবে যুক্ত হলাম আমিও। জ্বরের ঘোরে আমার বারবার বাবার মুখটা মনে পড়ে। আমি অসুস্থ হলে বাবা ঘুমাতেন না। এক অতিমানবিক শক্তিতে তিনি অফিস সেরে ক্লান্ত শরীরে সারা রাত আমার শুশ্রূষা করে আবার পরদিন অফিসে যেতেন। আমাদের তিন ভাইবোনের বেলায়ই এটা ঘটত, আর ব্যাপারটি আমাদের খুব অস্বাভাবিক মনে হতো না। আজ নিজে যখন মা হয়ে সন্তানের জন্য কখনো রাত জাগতে হয়, পরদিন টের পাই, কী কঠিন কাজটা বাবা করতেন হাসিমুখে অবলীলায়।
আয়নাবাজি ছবিটি দেখে ভাবছিলাম, পরিচালক এই থিম পেলেন কই! এ রকম কি এ দেশে হয়? নিশ্চয়ই এটা বিদেশি কোনো কাহিনির অনুকরণ। এই নিউজটা সামনে আসার আগে পর্যন্ত আমি বিশ্বাস করিনি, এ দেশে সত্যি এটা ঘটে। একজনের হয়ে অন্যজন জেল খাটে। আমার অসুস্থতাজনিত শ্রান্তিকে আরও গভীর অমোচনীয় বিষাদে ঢেকে দিল চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত মিনু আক্তারের ঘটনাটি। আহারে, তিনটি সন্তানের তিন বেলা খাবারের নিশ্চয়তায় এক গর্ভধারিণী অনায়াসে বেছে নিলেন কারাজীবন। আহা! সন্তানের মুখে আহার তুলে দেওয়ার এই দায় তাঁকে কে দিয়েছে? এই সমাজ, সংসার, ব্যবস্থা? নাকি গর্ভে ধারণের জৈবিকতা? ইন্সটিংক্ট। যার থেকে মুক্তি নেই পৃথিবীর প্রাণিজগতের অধিকাংশ প্রাণীর। সৃষ্টির সেরা জীব দাবি করি নিজেদের; অথচ এখনো এমন সমাজ গড়ে তুলতে পারিনি, যে সমাজে সন্তান শুধু মায়ের নয়, সমাজের সম্পদ হয়। সন্তান শুধু মায়ের দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব। আমি নেটে ঘাঁটছিলাম, কোথাও এই সন্তানগুলোর পিতৃপরিচয় পাই কি না। না, পাইনি।
আমার ঘরের নবনিযুক্ত গৃহকর্মী মিনতি। তাঁর ছেলে নয়ন। বয়স ১০–১১। জিজ্ঞেস করলাম, নিজের নাম লিখতে পারো? না। স্কুলে যাওনি কোনো দিন? না। কী করো? চায়ের দোকানে কাজ করি। মাসে দুই হাজার টাকা আর এক বেলা ভাত। কী দিয়ে ভাত দেয়? এই মাছ, ডাল, সবজি—যা থাকে। সকালে কী খেয়ে দোকানে যাও? চা আর মুড়ি। রাতে ফিরে কী খাও? আলু ভর্তা আর ভাত। শোনো, লকডাউন উঠে গেলে মায়ের সঙ্গে প্রতিদিন আসবে, আমি লিখতে-পড়তে শেখাব। মাথা নেড়ে সায় দিল ছেলেটি। জানতে চাইলাম, লেখাপড়া শিখে কী করবে? একমুহূর্ত সময় নষ্ট না করে ছেলেটি জবাব দিল, ‘বাপরে গিয়া ধরুম।’ আমি থ মেরে তাকিয়ে থাকলাম ছেলেটির দিকে। আপাতনিরীহ, চুপচাপ, বিষণ্ন ছেলেটির ভেতরে কী তীব্র আগুন! মাত্র দুই বছরের ছেলেসহ মাকে বিদায় করে তার বাপ আরেকটা বিয়ে করেছে।
আমি কোভিড পজিটিভ জেনে নিউইয়র্ক থেকে ফোন করেছে জুহেনা। আমার স্কুলজীবনের বন্ধু। বিয়ে করে ও আমাদের ছেড়ে গেছে প্রায় ত্রিশ বছর আগে। তখন স্কুলের পাট ফুরিয়েছে কি ফুরায়নি! তারপর সাকল্যে দেখা হয়েছে হয়তো বার দুয়েক। আমি যেবার নিউইয়র্কে গেলাম, সেবার ও পারিবারিক প্রোগ্রামে ফ্লোরিডায়। ফেসবুক থাকায় তবু দূরত্বটা দূরত্ব মনে হয় না ইদানীং। স্কুল লাগোয়া বাড়ি ওদের। সেই বালিকাবেলা থেকে দেখি জুহেনারা পরির মতো কয়েকজন বোন। ঘরে মা নেই। গেল বছর এমন দিনে, নিউইয়র্ক যখন লকডাউনে, জুহেনা গভীর রাতে ফোন দিত। ওর তখন সকাল। ওর আব্বার গল্প করছিল একদিন। বলছিল : ‘জানিস, আব্বা এখানে যখন ছিলেন, একদিন দেখি জায়নামাজে বসে কাঁদছেন। আমাকে বলছেন, “মা রে, আমারে মাফ করে দিস।” আমি জিজ্ঞেস করলাম, “কেন আব্বা?” আব্বা বললেন, “ঘরে তোমাদের মা ছিল না।
তোমরা অপূর্ব রূপবতী মেয়ে আমার। যদি ঠিকমতো দেখাশোনা করতে না পারি, ভয়ে সবাইকে কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছি। লেখাপড়া করাতে পারিনি বেশি।” জুহেনার আম্মা যখন মারা যান, তখন ওর আব্বার বয়স আটত্রিশ। ছয় বোন আর এক ভাইয়ের সংসার আগলে রেখেছেন মাতৃস্নেহেই। প্রায় নব্বই বছর বয়সে গত বছর তিনি মারা গেছেন। ‘আমার, বোনদের ছেলেমেয়েরা সব উচ্চশিক্ষিত—আব্বা দেখে গেছেন।’ বলতে বলতে কাঁদছিল জুহেনা।
শুনতে শুনতে ভাবছিলাম, পিতৃত্ব কী অসীম মায়াময়, মানবিক এক সম্পর্ক। শুধু গড়তে জানলে।
(এখানে ব্যবহৃত সবই ছদ্মনাম)
লেখক: সাহিত্যিক
এখন রাজনীতির এক গতিময়তার সময়। শেখ হাসিনার ১৫ বছরের গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন ছাত্র আন্দোলনে উচ্ছেদ হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী শাসনকালে দ্রুততার সঙ্গে নানা রকম রাজনৈতিক কথাবার্তা, চিন্তা-ভাবনা, চেষ্টা-অপচেষ্টা, ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রকাশ ঘটছে।
৮ ঘণ্টা আগেবহু বছর আগে সেই ব্রিটিশ যুগে কাজী নজরুল লিখেছিলেন, ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন।’ আসলে পেটের খিদে নিয়ম, আইন, বিবেক, বিচার কোনো কিছুই মানে না। তাই তো প্রবাদ সৃষ্টি হয়েছে, খিদের জ্বালা বড় জ্বালা। এর থেকে বোধ হয় আর কোনো অসহায়তা নেই। খালি পেটে কেউ তত্ত্ব শুনতে চায় না। কাওয়ালিও ন
৮ ঘণ্টা আগেতিন বছরের শিশু মুসা মোল্লা ও সাত বছরের রোহান মোল্লা নিষ্পাপ, ফুলের মতো কোমল। কারও সঙ্গে তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু বাবার চরম নিষ্ঠুরতায় পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। আহাদ মোল্লা নামের এক ব্যক্তি দুই ছেলেসন্তানকে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় নিজে ছুরি চালিয়েছেন।
৮ ঘণ্টা আগেদলীয় রাজনৈতিক সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকারের তুলনা হতে পারে কি না, সেই প্রশ্ন পাশে রেখেই ইউনূস সরকারের কাজের মূল্যায়ন হচ্ছে এর ১০০ দিন পেরিয়ে যাওয়ার সময়টায়। তবে সাধারণ মানুষ মনে হয় প্রতিদিনই তার জীবনে সরকারের ভূমিকা বিচার করে দেখছে।
১ দিন আগে