ড. এমদাদুল হক
কম্পিউটার প্রায়ই হ্যাং হয়ে যায়, গতি খুব ধীর, নিজেই বারবার রিস্টার্ট হয়, ঠিকমতো কাজ করে না। শরীর ভালোই। অপারেটিং সিস্টেমে গণ্ডগোল। সুতরাং নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা জরুরি হয়ে পড়েছে। সিস্টেমে গণ্ডগোল না থাকলেও আপডেট ভার্সন ইনস্টল করতে হয়। নতুন সফটওয়্যারে কাজ করা শিখতে হয়। নতুন কিছু শেখা তো কষ্টই। কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে!
জীবন এমনই।
কয়েক দিন ধরে আপনার কি খুব খারাপ লাগছে? কোনো কাজে মন বসছে না! নানা জায়গায় ঘুরে প্রতারিত হয়েছেন? লক্ষ্যের দিকে একটুও অগ্রসর হতে পারছেন না? প্রশ্ন জাগছে? এত দিনের লালিত বিশ্বাস ভেঙে যাচ্ছে? বাপদাদার ধর্ম ভুয়া মনে হচ্ছে? আপনি কি হতাশ? বিষণ্ণ?
খুব ভালো।
আমারও এমন হয়েছিল। অপারেটিং সিস্টেম বদলে ফেলেছি। সব ঠিক হয়ে গেছে। এখন একদম ফ্রেস অ্যান্ড নিউ। প্রতিদিন। প্রতিটি ক্ষণ।
আপনার অপারেটিং সিস্টেম বদলে ফেলার সময় এসেছে।
অতীত বাদ দিন। পাঁচ মিনিট আগের কথাও অতীত।
নতুন চিন্তা, নতুন বিশ্বাস নিয়ে নতুনভাবে জীবন শুরু করা সর্বদাই সম্ভব।
কম্পিউটার প্রায়ই হ্যাং হয়ে যায়, গতি খুব ধীর, নিজেই বারবার রিস্টার্ট হয়, ঠিকমতো কাজ করে না। শরীর ভালোই। অপারেটিং সিস্টেমে গণ্ডগোল। সুতরাং নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা জরুরি হয়ে পড়েছে। সিস্টেমে গণ্ডগোল না থাকলেও আপডেট ভার্সন ইনস্টল করতে হয়। নতুন সফটওয়্যারে কাজ করা শিখতে হয়। নতুন কিছু শেখা তো কষ্টই। কষ্ট ছাড়া কি কেষ্ট মেলে!
জীবন এমনই।
কয়েক দিন ধরে আপনার কি খুব খারাপ লাগছে? কোনো কাজে মন বসছে না! নানা জায়গায় ঘুরে প্রতারিত হয়েছেন? লক্ষ্যের দিকে একটুও অগ্রসর হতে পারছেন না? প্রশ্ন জাগছে? এত দিনের লালিত বিশ্বাস ভেঙে যাচ্ছে? বাপদাদার ধর্ম ভুয়া মনে হচ্ছে? আপনি কি হতাশ? বিষণ্ণ?
খুব ভালো।
আমারও এমন হয়েছিল। অপারেটিং সিস্টেম বদলে ফেলেছি। সব ঠিক হয়ে গেছে। এখন একদম ফ্রেস অ্যান্ড নিউ। প্রতিদিন। প্রতিটি ক্ষণ।
আপনার অপারেটিং সিস্টেম বদলে ফেলার সময় এসেছে।
অতীত বাদ দিন। পাঁচ মিনিট আগের কথাও অতীত।
নতুন চিন্তা, নতুন বিশ্বাস নিয়ে নতুনভাবে জীবন শুরু করা সর্বদাই সম্ভব।
এখন রাজনীতির এক গতিময়তার সময়। শেখ হাসিনার ১৫ বছরের গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন ছাত্র আন্দোলনে উচ্ছেদ হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী শাসনকালে দ্রুততার সঙ্গে নানা রকম রাজনৈতিক কথাবার্তা, চিন্তা-ভাবনা, চেষ্টা-অপচেষ্টা, ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রকাশ ঘটছে।
১ দিন আগেবহু বছর আগে সেই ব্রিটিশ যুগে কাজী নজরুল লিখেছিলেন, ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন।’ আসলে পেটের খিদে নিয়ম, আইন, বিবেক, বিচার কোনো কিছুই মানে না। তাই তো প্রবাদ সৃষ্টি হয়েছে, খিদের জ্বালা বড় জ্বালা। এর থেকে বোধ হয় আর কোনো অসহায়তা নেই। খালি পেটে কেউ তত্ত্ব শুনতে চায় না। কাওয়ালিও ন
১ দিন আগেতিন বছরের শিশু মুসা মোল্লা ও সাত বছরের রোহান মোল্লা নিষ্পাপ, ফুলের মতো কোমল। কারও সঙ্গে তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু বাবার চরম নিষ্ঠুরতায় পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। আহাদ মোল্লা নামের এক ব্যক্তি দুই ছেলেসন্তানকে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় নিজে ছুরি চালিয়েছেন।
১ দিন আগেদলীয় রাজনৈতিক সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকারের তুলনা হতে পারে কি না, সেই প্রশ্ন পাশে রেখেই ইউনূস সরকারের কাজের মূল্যায়ন হচ্ছে এর ১০০ দিন পেরিয়ে যাওয়ার সময়টায়। তবে সাধারণ মানুষ মনে হয় প্রতিদিনই তার জীবনে সরকারের ভূমিকা বিচার করে দেখছে।
২ দিন আগে