শুভাগত চৌধুরী
আমরা ছোট বেলায় সংযম চর্চা দেখেছি, মুরব্বিরা আমাদের বিধিনিষেধে রাখতেন। অনাচার হতো না তেমন। যত সভ্য হচ্ছি বাঁধ ভাঙা জোয়ারের মতো সংযম টুটে যাচ্ছে সমাজ থেকে। সমাজে ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’ এমন আদর্শ আর উদাহরণ নেই। দেখা যায় মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই হাজার হাজার কোটি টাকার মালিক। অনলাইন টিকটক করে হাজার কোটি টাকা কামাই আর তাদের অনুসারী অসংখ্য তরুণ। এবার আমাদের আইনি কর্তারা একে গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তাই নিজের মনে প্রশ্ন, আমারও হবে বাড়ি গাড়ি কাঁড়ি কাঁড়ি টাকা অল্প বয়সেই? সমাজে, বাড়িতেও একই প্রশ্রয়। যে মুরব্বি শাসন করবেন তাদের কেউ নিজেও এই পথের যাত্রী তাই তার সন্তান ‘মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়।’
প্রাপ্তি যোগ আর ওপরে ওঠার নিয়ম আচার পাল্টে যাওয়াতে নিজের আচরণ আর প্রচেষ্টার ধরনও পাল্টেছে। ভালো মানুষ হয়ে ঘরে বসে নীতিবাক্য ছাড়লে যে অশ্বডিম্ব কপালে আসবে তা জানে অনেকেই। কেউ পারে, কেউ পারে না।
এখন সব কিছুর সংজ্ঞা পাল্টেছে। কাকে মানুষ মহাজ্ঞানী মহাজন মনে করে? যিনি প্রভাবশালী, বিত্তশালী, যার ভয়ে লোকে কাঁপে। কীর্তি কি তা হল অল্প বয়সে প্রচুর অর্থবিত্তের মালিক হওয়া। সমাজ, পরিবার বলবে, ‘দেখেছ ছেলে কত স্মার্ট। এই বয়সে গাড়ি বাড়ি। এবার বিয়ের আয়োজন কর। পণ পাওয়া যাবে বেশি।’
আমরা ছোট বেলায় সংযম চর্চা দেখেছি, মুরব্বিরা আমাদের বিধিনিষেধে রাখতেন। অনাচার হতো না তেমন। যত সভ্য হচ্ছি বাঁধ ভাঙা জোয়ারের মতো সংযম টুটে যাচ্ছে সমাজ থেকে। সমাজে ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’ এমন আদর্শ আর উদাহরণ নেই। দেখা যায় মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই হাজার হাজার কোটি টাকার মালিক। অনলাইন টিকটক করে হাজার কোটি টাকা কামাই আর তাদের অনুসারী অসংখ্য তরুণ। এবার আমাদের আইনি কর্তারা একে গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তাই নিজের মনে প্রশ্ন, আমারও হবে বাড়ি গাড়ি কাঁড়ি কাঁড়ি টাকা অল্প বয়সেই? সমাজে, বাড়িতেও একই প্রশ্রয়। যে মুরব্বি শাসন করবেন তাদের কেউ নিজেও এই পথের যাত্রী তাই তার সন্তান ‘মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ধ্বজা ধরি আমরাও হব বরণীয়।’
প্রাপ্তি যোগ আর ওপরে ওঠার নিয়ম আচার পাল্টে যাওয়াতে নিজের আচরণ আর প্রচেষ্টার ধরনও পাল্টেছে। ভালো মানুষ হয়ে ঘরে বসে নীতিবাক্য ছাড়লে যে অশ্বডিম্ব কপালে আসবে তা জানে অনেকেই। কেউ পারে, কেউ পারে না।
এখন সব কিছুর সংজ্ঞা পাল্টেছে। কাকে মানুষ মহাজ্ঞানী মহাজন মনে করে? যিনি প্রভাবশালী, বিত্তশালী, যার ভয়ে লোকে কাঁপে। কীর্তি কি তা হল অল্প বয়সে প্রচুর অর্থবিত্তের মালিক হওয়া। সমাজ, পরিবার বলবে, ‘দেখেছ ছেলে কত স্মার্ট। এই বয়সে গাড়ি বাড়ি। এবার বিয়ের আয়োজন কর। পণ পাওয়া যাবে বেশি।’
এখন রাজনীতির এক গতিময়তার সময়। শেখ হাসিনার ১৫ বছরের গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন ছাত্র আন্দোলনে উচ্ছেদ হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী শাসনকালে দ্রুততার সঙ্গে নানা রকম রাজনৈতিক কথাবার্তা, চিন্তা-ভাবনা, চেষ্টা-অপচেষ্টা, ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রকাশ ঘটছে।
১৬ ঘণ্টা আগেবহু বছর আগে সেই ব্রিটিশ যুগে কাজী নজরুল লিখেছিলেন, ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন।’ আসলে পেটের খিদে নিয়ম, আইন, বিবেক, বিচার কোনো কিছুই মানে না। তাই তো প্রবাদ সৃষ্টি হয়েছে, খিদের জ্বালা বড় জ্বালা। এর থেকে বোধ হয় আর কোনো অসহায়তা নেই। খালি পেটে কেউ তত্ত্ব শুনতে চায় না। কাওয়ালিও ন
১৬ ঘণ্টা আগেতিন বছরের শিশু মুসা মোল্লা ও সাত বছরের রোহান মোল্লা নিষ্পাপ, ফুলের মতো কোমল। কারও সঙ্গে তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু বাবার চরম নিষ্ঠুরতায় পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। আহাদ মোল্লা নামের এক ব্যক্তি দুই ছেলেসন্তানকে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় নিজে ছুরি চালিয়েছেন।
১৬ ঘণ্টা আগেদলীয় রাজনৈতিক সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকারের তুলনা হতে পারে কি না, সেই প্রশ্ন পাশে রেখেই ইউনূস সরকারের কাজের মূল্যায়ন হচ্ছে এর ১০০ দিন পেরিয়ে যাওয়ার সময়টায়। তবে সাধারণ মানুষ মনে হয় প্রতিদিনই তার জীবনে সরকারের ভূমিকা বিচার করে দেখছে।
২ দিন আগে