দুর্ভোগের দায় মালিকদের

ওয়াজেদুল ইসলাম খান
প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১২: ০০
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩: ১৪

সমন্বয়হীনতার কারণে এমন একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শ্রমিকদের আসার কোনো ব্যবস্থা না করে কেন গার্মেন্টস খুলে দেওয়া হলো? গণপরিবহন না থাকলে গ্রাম থেকে শ্রমিকেরা আসতে পারবেন না, এটা তাঁদের ভাবা উচিত ছিল। ঢাকামুখী শ্রমিকদের যাত্রাপথের দুর্ভোগ ও ভোগান্তির দায় আমি মনে করি গার্মেন্টস মালিকদের।

আমি মনে করি, গার্মেন্টস খোলার আগে গণপরিবহন চালু করা হলে পোশাক-শ্রমিকেরা ভোগান্তি ছাড়া আসতে পারতেন। কিন্তু সেটা না করে শ্রমিকদের আসতে বলা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের সঙ্গে বড় অন্যায় করা হয়েছে। 

চলমান বিধিনিষেধে যেখানে সবকিছুই বন্ধ, সেখানে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। গার্মেন্টস মালিকেরা সরকারকে চাপ দিয়েছেন কারখানা খুলে দেওয়ার জন্য। সরকারও নতজানু হয়েছে তাঁদের কাছে। সুতরাং সেদিক বিবেচনা করলে সরকার ও মালিক দুজনেই দায়ী। আমি সরকারকে দায়ী করছি এই কারণে, সরকারের নির্দেশে সবকিছু বন্ধ ছিল। আমরাও সমর্থন করি সবকিছু বন্ধ থাকুক। কারণ করোনার এই ভয়াবহ সংক্রমণ ব্যাধি তছনছ করে দিচ্ছে সারা পৃথিবী।

আমি মালিকদের উদ্দেশে বলতে চাই, ভবিষ্যতে যেন শ্রমিকদের এই ধরনের দুর্ভোগের মধ্যে ফেলা না হয়। এ ধরনের কোনো অবস্থা তৈরি হলে শ্রমিক-মালিক-সরকার বসে একটা যৌথ সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা হবে না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত