ওয়াজেদুল ইসলাম খান
সমন্বয়হীনতার কারণে এমন একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শ্রমিকদের আসার কোনো ব্যবস্থা না করে কেন গার্মেন্টস খুলে দেওয়া হলো? গণপরিবহন না থাকলে গ্রাম থেকে শ্রমিকেরা আসতে পারবেন না, এটা তাঁদের ভাবা উচিত ছিল। ঢাকামুখী শ্রমিকদের যাত্রাপথের দুর্ভোগ ও ভোগান্তির দায় আমি মনে করি গার্মেন্টস মালিকদের।
আমি মনে করি, গার্মেন্টস খোলার আগে গণপরিবহন চালু করা হলে পোশাক-শ্রমিকেরা ভোগান্তি ছাড়া আসতে পারতেন। কিন্তু সেটা না করে শ্রমিকদের আসতে বলা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের সঙ্গে বড় অন্যায় করা হয়েছে।
চলমান বিধিনিষেধে যেখানে সবকিছুই বন্ধ, সেখানে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। গার্মেন্টস মালিকেরা সরকারকে চাপ দিয়েছেন কারখানা খুলে দেওয়ার জন্য। সরকারও নতজানু হয়েছে তাঁদের কাছে। সুতরাং সেদিক বিবেচনা করলে সরকার ও মালিক দুজনেই দায়ী। আমি সরকারকে দায়ী করছি এই কারণে, সরকারের নির্দেশে সবকিছু বন্ধ ছিল। আমরাও সমর্থন করি সবকিছু বন্ধ থাকুক। কারণ করোনার এই ভয়াবহ সংক্রমণ ব্যাধি তছনছ করে দিচ্ছে সারা পৃথিবী।
আমি মালিকদের উদ্দেশে বলতে চাই, ভবিষ্যতে যেন শ্রমিকদের এই ধরনের দুর্ভোগের মধ্যে ফেলা না হয়। এ ধরনের কোনো অবস্থা তৈরি হলে শ্রমিক-মালিক-সরকার বসে একটা যৌথ সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা হবে না।
সমন্বয়হীনতার কারণে এমন একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। শ্রমিকদের আসার কোনো ব্যবস্থা না করে কেন গার্মেন্টস খুলে দেওয়া হলো? গণপরিবহন না থাকলে গ্রাম থেকে শ্রমিকেরা আসতে পারবেন না, এটা তাঁদের ভাবা উচিত ছিল। ঢাকামুখী শ্রমিকদের যাত্রাপথের দুর্ভোগ ও ভোগান্তির দায় আমি মনে করি গার্মেন্টস মালিকদের।
আমি মনে করি, গার্মেন্টস খোলার আগে গণপরিবহন চালু করা হলে পোশাক-শ্রমিকেরা ভোগান্তি ছাড়া আসতে পারতেন। কিন্তু সেটা না করে শ্রমিকদের আসতে বলা হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের সঙ্গে বড় অন্যায় করা হয়েছে।
চলমান বিধিনিষেধে যেখানে সবকিছুই বন্ধ, সেখানে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। গার্মেন্টস মালিকেরা সরকারকে চাপ দিয়েছেন কারখানা খুলে দেওয়ার জন্য। সরকারও নতজানু হয়েছে তাঁদের কাছে। সুতরাং সেদিক বিবেচনা করলে সরকার ও মালিক দুজনেই দায়ী। আমি সরকারকে দায়ী করছি এই কারণে, সরকারের নির্দেশে সবকিছু বন্ধ ছিল। আমরাও সমর্থন করি সবকিছু বন্ধ থাকুক। কারণ করোনার এই ভয়াবহ সংক্রমণ ব্যাধি তছনছ করে দিচ্ছে সারা পৃথিবী।
আমি মালিকদের উদ্দেশে বলতে চাই, ভবিষ্যতে যেন শ্রমিকদের এই ধরনের দুর্ভোগের মধ্যে ফেলা না হয়। এ ধরনের কোনো অবস্থা তৈরি হলে শ্রমিক-মালিক-সরকার বসে একটা যৌথ সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা হবে না।
এখন রাজনীতির এক গতিময়তার সময়। শেখ হাসিনার ১৫ বছরের গণতন্ত্রহীন কর্তৃত্ববাদী দুর্নীতিপরায়ণ শাসন ছাত্র আন্দোলনে উচ্ছেদ হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী শাসনকালে দ্রুততার সঙ্গে নানা রকম রাজনৈতিক কথাবার্তা, চিন্তা-ভাবনা, চেষ্টা-অপচেষ্টা, ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রকাশ ঘটছে।
১৯ ঘণ্টা আগেবহু বছর আগে সেই ব্রিটিশ যুগে কাজী নজরুল লিখেছিলেন, ‘ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটু নুন।’ আসলে পেটের খিদে নিয়ম, আইন, বিবেক, বিচার কোনো কিছুই মানে না। তাই তো প্রবাদ সৃষ্টি হয়েছে, খিদের জ্বালা বড় জ্বালা। এর থেকে বোধ হয় আর কোনো অসহায়তা নেই। খালি পেটে কেউ তত্ত্ব শুনতে চায় না। কাওয়ালিও ন
১৯ ঘণ্টা আগেতিন বছরের শিশু মুসা মোল্লা ও সাত বছরের রোহান মোল্লা নিষ্পাপ, ফুলের মতো কোমল। কারও সঙ্গে তাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু বাবার চরম নিষ্ঠুরতায় পৃথিবী ছাড়তে হয়েছে তাদের। আহাদ মোল্লা নামের এক ব্যক্তি দুই ছেলেসন্তানকে গলা কেটে হত্যা করার পর নিজের গলায় নিজে ছুরি চালিয়েছেন।
১৯ ঘণ্টা আগেদলীয় রাজনৈতিক সরকারের সঙ্গে একটি অন্তর্বর্তী সরকারের তুলনা হতে পারে কি না, সেই প্রশ্ন পাশে রেখেই ইউনূস সরকারের কাজের মূল্যায়ন হচ্ছে এর ১০০ দিন পেরিয়ে যাওয়ার সময়টায়। তবে সাধারণ মানুষ মনে হয় প্রতিদিনই তার জীবনে সরকারের ভূমিকা বিচার করে দেখছে।
২ দিন আগে