নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এরই মধ্যে সড়কে দেখা দিয়েছে। কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে পরিবহন মালিকেরা গাড়ি বন্ধ করে দিয়েছেন। শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। পণ্য ও যাত্রীবাহী সব পরিবহন বন্ধ আছে। তবে এটি কোনো ঘোষিত কর্মসূচি নয় বলেও উল্লেখ করেন এ পরিবহন শ্রমিক নেতা।
এ ব্যাপারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, সারা দেশের মালিক শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল শুক্রবার থেকে বন্ধ থাকবে। ঢাকায় আজ রাতে কিছু বাস চললেও কাল সকাল থেকে চলবে না।
এনায়েত উল্লাহ আরও বলেন, রোববার বিআরটিএর সঙ্গে বৈঠকে আছে। বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সারা দেশে ৬৫ হাজার যাত্রীবাহী বাস ও দেড় লাখ পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান রয়েছে উল্লেখ করে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি সৈয়দ মোহাম্মদ বখতিয়ার আজকের পত্রিকাকে বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। আমাদের সঙ্গে বসা উচিত ছিল। হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। আজ সমিতির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভোক্তা পর্যায়ে ডিজেল-কেরোসিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এরই মধ্যে সড়কে দেখা দিয়েছে। কমে গেছে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের সংখ্যা।
কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে বাস ও পণ্যবাহী যানবাহন না চালানোর ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের পত্রিকাকে বলেন, তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার প্রতিবাদে পরিবহন মালিকেরা গাড়ি বন্ধ করে দিয়েছেন। শ্রমিকেরা মালিকদের সঙ্গেই আছেন। পণ্য ও যাত্রীবাহী সব পরিবহন বন্ধ আছে। তবে এটি কোনো ঘোষিত কর্মসূচি নয় বলেও উল্লেখ করেন এ পরিবহন শ্রমিক নেতা।
এ ব্যাপারে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, সারা দেশের মালিক শ্রমিকদের ডাকে বাস ও ট্রাক চলাচল শুক্রবার থেকে বন্ধ থাকবে। ঢাকায় আজ রাতে কিছু বাস চললেও কাল সকাল থেকে চলবে না।
এনায়েত উল্লাহ আরও বলেন, রোববার বিআরটিএর সঙ্গে বৈঠকে আছে। বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সারা দেশে ৬৫ হাজার যাত্রীবাহী বাস ও দেড় লাখ পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান রয়েছে উল্লেখ করে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরি সভাপতি সৈয়দ মোহাম্মদ বখতিয়ার আজকের পত্রিকাকে বলেন, সরকার এভাবে তেলের দাম বাড়াতে পারে না। আমাদের সঙ্গে বসা উচিত ছিল। হঠাৎ করে দাম বাড়িয়ে দেওয়া যায় না।
এদিকে শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। আজ সমিতির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে না বসলেও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, নারীনেত্রী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, ইউটিউবারসহ বিভিন্ন অংশীজনের মতামত নিতে সভা করবে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। প্র
৫ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) তাঁদের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৭ জন রোগী।
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ‘কনফারেন্স অফ পার্টিস-২৯(কপ২৯)’ শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
১০ ঘণ্টা আগেবিচারপতি এম এ মতিন বলেছেন, ‘জনগণের প্রতিনিধিদের নিয়ে দেশ পরিচালিত হবে—এটাই স্বাভাবিক, এর কোনো ব্যত্যয় হওয়া উচিত নয়। কিন্তু দেশের ন্যূনতম কোনো সংস্কার না করে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া অনেকে নিরাপদ বোধ করছে না। ভালো নির্বাচন হলেও স্বৈরতন্ত্র আসবে না, তার গ্যারান্টি নেই
১২ ঘণ্টা আগে