নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যানবাহনে পেট্রল, ডিজেল ও অকটেন সরবরাহের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেল ও গাড়িতে ডিজেল ও অকটেন ক্রয়ের সীমা নির্ধারণ সংবলিত একটি পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, পোস্টটি ভুয়া।
ওই পোস্টে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, জ্বালানি সাশ্রয়ের জন্য মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার অকটেন ও ডিজেল নেওয়া যাবে।
নাজমুল হক বলেন, ‘ডিজেল ও অকটেনের কোটা নির্ধারণের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আমিও পোস্টটি দেখেছি। এটা ছড়িয়ে পড়লে সকাল থেকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে জানতে।’ কিছু পেট্রল পাম্পের অতি উৎসাহী মালিক জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ভুয়া জিনিসটি ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি পণ্যের রেশনিংয়ের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হক বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। সরকার শিগগিরই আমাদের সঙ্গে বসতে পারে। তেলের কোনো সংকট দেশে নেই। বহির্নোঙরে চারটি জাহাজ তেল নিয়ে অপেক্ষা করছে।’
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারের ব্যাপারে ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জে অবস্থিত শামসু ফিলিং স্টেশনের মালিক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা আমি বলতে পারব না। আমার জানা মতে তেলের কোটা নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি।’
চলতি মাসের ১৮ তারিখে সরকার জ্বালানি তেলের ব্যবহার কমাতে ডিজেল সাশ্রয়ের সিদ্ধান্তের কথা জানান। তখন বলা হয় পরিবহন খাতে জ্বালানির রেশনিং করা হবে। একই সঙ্গে দেশব্যাপী সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখা হবে।
আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি সাশ্রয়ে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র এরই মধ্যে বন্ধ রেখেছে। সারা দেশে শিডিউল মেনে দেওয়া হচ্ছে লোডশেডিং।
যানবাহনে পেট্রল, ডিজেল ও অকটেন সরবরাহের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
আজ মঙ্গলবার সকাল থেকে মোটরসাইকেল ও গাড়িতে ডিজেল ও অকটেন ক্রয়ের সীমা নির্ধারণ সংবলিত একটি পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজকের পত্রিকার পক্ষ থেকে যোগাযোগ করা হলে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, পোস্টটি ভুয়া।
ওই পোস্টে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, জ্বালানি সাশ্রয়ের জন্য মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার অকটেন ও ডিজেল নেওয়া যাবে।
নাজমুল হক বলেন, ‘ডিজেল ও অকটেনের কোটা নির্ধারণের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আমিও পোস্টটি দেখেছি। এটা ছড়িয়ে পড়লে সকাল থেকে অনেকেই আমাকে ফোন দিচ্ছে জানতে।’ কিছু পেট্রল পাম্পের অতি উৎসাহী মালিক জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ভুয়া জিনিসটি ছড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি পণ্যের রেশনিংয়ের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি না জানতে চাইলে নাজমুল হক বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। সরকার শিগগিরই আমাদের সঙ্গে বসতে পারে। তেলের কোনো সংকট দেশে নেই। বহির্নোঙরে চারটি জাহাজ তেল নিয়ে অপেক্ষা করছে।’
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারের ব্যাপারে ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জে অবস্থিত শামসু ফিলিং স্টেশনের মালিক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের কোনো সিদ্ধান্তের কথা আমি বলতে পারব না। আমার জানা মতে তেলের কোটা নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি।’
চলতি মাসের ১৮ তারিখে সরকার জ্বালানি তেলের ব্যবহার কমাতে ডিজেল সাশ্রয়ের সিদ্ধান্তের কথা জানান। তখন বলা হয় পরিবহন খাতে জ্বালানির রেশনিং করা হবে। একই সঙ্গে দেশব্যাপী সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধ রাখা হবে।
আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি সাশ্রয়ে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র এরই মধ্যে বন্ধ রেখেছে। সারা দেশে শিডিউল মেনে দেওয়া হচ্ছে লোডশেডিং।
ফ্যাসিবাদের দোসরেরা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদের পরিহারের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ) বলেছেন, ‘খুনি ও খুনের হুকুমদাতারা যদি তাদের স্কিলের কারণে থেকে যায়, তাহলে আমরা আরেকটি যুদ্ধ করতে বাধ্য হব।
৪২ মিনিট আগেসেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন দক্ষিণ এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। প্রথম দিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে থাকবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের
৭ ঘণ্টা আগেকিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে গার্মেন্টসের ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এর তিন দিন পর দায়িত্ব গ্রহণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের ১০০ দিন পার হওয়া নিয়ে একটি মূল্যায়ন প্রকাশ করেছে বেলজিয়ামভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। মূল্যায়নে তারা বলেছে, অন্তর্বর্তী স
৯ ঘণ্টা আগে