ভ্রমণ ডেস্ক
ঘন সবুজে ঘেরা পাহাড়ের কোল বেয়ে জলরাশির নেমে আসা দেখা বেশ রোমাঞ্চকর। আমাদের দেশেও রয়েছে অসংখ্য ঝরনা। বর্ষাকালে এগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঝরনা দেখার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। এ সময় ভ্রমণের জন্য তাই পছন্দের তালিকায় রাখতে পারেন মনোমুগ্ধকর ৫টি ঝরনা।
খৈয়াছড়া ঝরনা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝরনা দেশের অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে অন্যতম। এটি দেখতে গেলে নদী ভ্রমণের আনন্দও উপভোগ করা যাবে।
মাধবকুণ্ড ঝরনা
দেশের বিখ্যাত ঝরনাগুলোর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড অন্যতম। প্রায় ১৬২ ফুট উঁচু থেকে এখানে মাটিতে নেমে আসে পানির ধারা। শুধু সৌন্দর্যই নয়, এটি পানির অন্যতম উৎসও বটে।
রিছাং ঝরনা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শাপমারা গ্রামের পাহাড়ি ঝরনা রিছাং। এর চূড়া প্রায় ১০০ ফুট। সেই উচ্চতা থেকে পানি পাথরের ওপর আছড়ে পড়ার শব্দ মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শনার্থীদের।
নাফাখুম ঝরনা
বান্দরবান জেলা শহর থেকে ৭৯ কিলোমিটার দূরে থানচি উপজেলার দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে নাফাখুম ঝরনার অবস্থান।
তিনাপ সাইতার জলপ্রপাত
লোকালয় থেকে বেশ খানিকটা দূরে বান্দরবানের রুমা উপজেলার রোয়াংছড়িতে পাইন্দু খালে অবস্থিত তিনাপ সাইতার জলপ্রপাত। তবে এখানে যেতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। রংধনুর খেলা দেখতে বেরিয়ে পড়তে পারেন বান্দরবানের এই
ঝরনার উদ্দেশ্যে।
ঘন সবুজে ঘেরা পাহাড়ের কোল বেয়ে জলরাশির নেমে আসা দেখা বেশ রোমাঞ্চকর। আমাদের দেশেও রয়েছে অসংখ্য ঝরনা। বর্ষাকালে এগুলো হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ঝরনা দেখার সবচেয়ে ভালো সময় জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। এ সময় ভ্রমণের জন্য তাই পছন্দের তালিকায় রাখতে পারেন মনোমুগ্ধকর ৫টি ঝরনা।
খৈয়াছড়া ঝরনা
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত খৈয়াছড়া ঝরনা দেশের অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে অন্যতম। এটি দেখতে গেলে নদী ভ্রমণের আনন্দও উপভোগ করা যাবে।
মাধবকুণ্ড ঝরনা
দেশের বিখ্যাত ঝরনাগুলোর মধ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড অন্যতম। প্রায় ১৬২ ফুট উঁচু থেকে এখানে মাটিতে নেমে আসে পানির ধারা। শুধু সৌন্দর্যই নয়, এটি পানির অন্যতম উৎসও বটে।
রিছাং ঝরনা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শাপমারা গ্রামের পাহাড়ি ঝরনা রিছাং। এর চূড়া প্রায় ১০০ ফুট। সেই উচ্চতা থেকে পানি পাথরের ওপর আছড়ে পড়ার শব্দ মন্ত্রমুগ্ধ করে রাখে দর্শনার্থীদের।
নাফাখুম ঝরনা
বান্দরবান জেলা শহর থেকে ৭৯ কিলোমিটার দূরে থানচি উপজেলার দক্ষিণে রেমাক্রি ইউনিয়নে নাফাখুম ঝরনার অবস্থান।
তিনাপ সাইতার জলপ্রপাত
লোকালয় থেকে বেশ খানিকটা দূরে বান্দরবানের রুমা উপজেলার রোয়াংছড়িতে পাইন্দু খালে অবস্থিত তিনাপ সাইতার জলপ্রপাত। তবে এখানে যেতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। রংধনুর খেলা দেখতে বেরিয়ে পড়তে পারেন বান্দরবানের এই
ঝরনার উদ্দেশ্যে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে