ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটির ঘাঘড়া-বরইছড়ি সড়কের বটতলী এলাকার পূর্ব পাশের একটি পাহাড়ি পথ ধরে কিলোমিটার তিনেক হাঁটবেন। এ সময় কয়েকটি ছড়া অতিক্রম করবেন। যাবেন পাগলী মুখপাড়া, পাগলী মধ্যমপাড়ার মাঝখান দিয়ে। সাজানো–গোছানো গ্রামগুলোয় বেশ কিছু তঞ্চঙ্গ্যা পরিবারের বসবাস। তার পরই চলে আসবেন পাগলী ওপরপাড়ার অদ্ভুত সুন্দর এক ঝরনার সামনে। বর্ষায় সে রূপের ডালি মেলে দিয়েছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারা, আশপাশের সবুজ গাছগাছালি আর পাখির কলকাকলি—সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলে যাবে আপনার।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলী ওপরপাড়ায় ফকির মুরং ঝরনার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুদের আগ্রহ দিনে দিনে বাড়ছে। আশপাশের ছোট-বড় কয়েকটি ঝরনা জায়গাটির আকর্ষণ আরও বাড়িয়েছে। ঝরনার চারপাশের জঙ্গল থেকে ভেসে আসে নানা পাখির কিচিরমিচির। বিশেষ করে বর্ষায় যেন প্রাণ ফিরে পেয়েছে ঝরনাটি। প্রতিদিনই তাই এখানে ভিড় লেগে থাকে প্রকৃতিপ্রেমীদের।
এলাকার বাসিন্দা সংগীতশিল্পী সূর্য সেন তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমরা দাদুদের মুখ থেকে শুনেছি, আজ থেকে শত বছর আগে এই পাহাড়ে এক সাধক বা ফকির ধ্যান করতেন। লোকজন পূজা দিত, মানত করত। ফকির ধ্যান করতেন বলে স্থানীয়রা এই ঝরনার নাম দিয়েছেন ফকির মুরং বা ফকির কুয়া বা ফইরা মুরং ঝরনা। তঞ্চঙ্গ্যা ভাষায় মুরং শব্দের অর্থ পাহাড়।’
বুধবার ঝরনা দেখতে আসা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, এই ঝরনায় আসার পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট ছোট ঘর, ঝিরি থেকে বয়ে যাওয়া হিমশীতল পানি সত্যিই উপভোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি বেজড ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তারই আলোকে এই ঝরনার সৌন্দর্য কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবকাঠামো নির্মাণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে।
এই ঝরনা দেখতে যাওয়া কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখানে আসার পর ঝরনাটির দিকে তাকালে সত্যি প্রাণ ভরে যায়।
ঝরনা দেখতে আসা পর্যটক খন্দকার মাহমুদুল হক মুরাদ ও ঝিমি চাকমা বলেন, ফকিরা মুরং ঝরনা যেন প্রকৃতি দেবীর অপূর্ব নিদর্শন। বিশেষ করে ঝরনায় আসার সময় দূর থেকে পানি পড়ার শব্দ আমাদের মুগ্ধ করেছে।
১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার বলেন, স্থানীয় ভাষায় এটা ফইরা মুরং ঝরনা নামে পরিচিত। যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উন্নয়ন করা হয়, তাহলে পর্যটকের আগমন আরও বাড়বে।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তপন তঞ্চঙ্গ্যা বলেন, ‘এই ঝরনা দেখতে প্রচুর পর্যটক আসেন। তবে আমরা মাঝেমধ্যে দেখতে পাই অনেক পর্যটক নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন এবং আশপাশে মানুষের ফলমূল নষ্ট করেন। আমরা এলাকাবাসী এসব কাজ থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানাই। পাশাপাশি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাই, যেন এই ঝরনায় আসার পথটুকু আরও মেরামত করে দেয়। সেই সঙ্গে এখানে যেন ওয়াশ ব্লক নির্মাণ করা হয়।’
রাঙামাটির ঘাঘড়া-বরইছড়ি সড়কের বটতলী এলাকার পূর্ব পাশের একটি পাহাড়ি পথ ধরে কিলোমিটার তিনেক হাঁটবেন। এ সময় কয়েকটি ছড়া অতিক্রম করবেন। যাবেন পাগলী মুখপাড়া, পাগলী মধ্যমপাড়ার মাঝখান দিয়ে। সাজানো–গোছানো গ্রামগুলোয় বেশ কিছু তঞ্চঙ্গ্যা পরিবারের বসবাস। তার পরই চলে আসবেন পাগলী ওপরপাড়ার অদ্ভুত সুন্দর এক ঝরনার সামনে। বর্ষায় সে রূপের ডালি মেলে দিয়েছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারা, আশপাশের সবুজ গাছগাছালি আর পাখির কলকাকলি—সব মিলিয়ে অসাধারণ এক সৌন্দর্য উপভোগের সুযোগ মিলে যাবে আপনার।
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলী ওপরপাড়ায় ফকির মুরং ঝরনার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপিপাসুদের আগ্রহ দিনে দিনে বাড়ছে। আশপাশের ছোট-বড় কয়েকটি ঝরনা জায়গাটির আকর্ষণ আরও বাড়িয়েছে। ঝরনার চারপাশের জঙ্গল থেকে ভেসে আসে নানা পাখির কিচিরমিচির। বিশেষ করে বর্ষায় যেন প্রাণ ফিরে পেয়েছে ঝরনাটি। প্রতিদিনই তাই এখানে ভিড় লেগে থাকে প্রকৃতিপ্রেমীদের।
এলাকার বাসিন্দা সংগীতশিল্পী সূর্য সেন তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমরা দাদুদের মুখ থেকে শুনেছি, আজ থেকে শত বছর আগে এই পাহাড়ে এক সাধক বা ফকির ধ্যান করতেন। লোকজন পূজা দিত, মানত করত। ফকির ধ্যান করতেন বলে স্থানীয়রা এই ঝরনার নাম দিয়েছেন ফকির মুরং বা ফকির কুয়া বা ফইরা মুরং ঝরনা। তঞ্চঙ্গ্যা ভাষায় মুরং শব্দের অর্থ পাহাড়।’
বুধবার ঝরনা দেখতে আসা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, এই ঝরনায় আসার পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট ছোট ঘর, ঝিরি থেকে বয়ে যাওয়া হিমশীতল পানি সত্যিই উপভোগ্য। মাননীয় প্রধানমন্ত্রী কমিউনিটি বেজড ট্যুরিজমের মাধ্যমে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তারই আলোকে এই ঝরনার সৌন্দর্য কাজে লাগিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবকাঠামো নির্মাণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে।
এই ঝরনা দেখতে যাওয়া কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখানে আসার পর ঝরনাটির দিকে তাকালে সত্যি প্রাণ ভরে যায়।
ঝরনা দেখতে আসা পর্যটক খন্দকার মাহমুদুল হক মুরাদ ও ঝিমি চাকমা বলেন, ফকিরা মুরং ঝরনা যেন প্রকৃতি দেবীর অপূর্ব নিদর্শন। বিশেষ করে ঝরনায় আসার সময় দূর থেকে পানি পড়ার শব্দ আমাদের মুগ্ধ করেছে।
১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার বলেন, স্থানীয় ভাষায় এটা ফইরা মুরং ঝরনা নামে পরিচিত। যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উন্নয়ন করা হয়, তাহলে পর্যটকের আগমন আরও বাড়বে।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তপন তঞ্চঙ্গ্যা বলেন, ‘এই ঝরনা দেখতে প্রচুর পর্যটক আসেন। তবে আমরা মাঝেমধ্যে দেখতে পাই অনেক পর্যটক নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন এবং আশপাশে মানুষের ফলমূল নষ্ট করেন। আমরা এলাকাবাসী এসব কাজ থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানাই। পাশাপাশি উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাই, যেন এই ঝরনায় আসার পথটুকু আরও মেরামত করে দেয়। সেই সঙ্গে এখানে যেন ওয়াশ ব্লক নির্মাণ করা হয়।’
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে