শাকেরা তাসনীম ইরা, ঢাকা
বর্ষাকালে হাওর ও বিলে কিন্তু শুধু জলরাশিই নয়, দেখার আছে অনেক কিছুই। বিশাল জলরাশিতে নৌকার ওপর বসে পূর্ণিমার চাঁদের আলো শরীরে মাখার অভিজ্ঞতা আপনাকে দেবে অতুলনীয় অনুভূতি। সেই অনুভূতি পেতে সময় করে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর অথবা চলনবিলে।
টাঙ্গুয়ার হাওর
ঢাকার সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহনের বাসে সুনামগঞ্জ যেতে হবে। এসি ও নন-এসিভেদে বাসের ভাড়ায় পার্থক্য আছে। বাস থেকে নেমে যেতে হবে সাহেববাজার ঘাট। বর্ষাকালে এই ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা বা স্পিডবোট দিয়ে সরাসরি টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়। এ ছাড়া ঢাকার ট্যুর অপারেটরগুলো টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের ব্যবস্থাপনায়ও ঢাকা থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়।
চলনবিল
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত চলনবিল। দেশের যেকোনো প্রান্ত থেকে এই তিন জেলার যেকোনো একটিতে আসতে হবে। এরপর তিন জেলা থেকেই চলনবিলের বিভিন্ন অংশ ঘুরে বেড়ানো যাবে। তবে চলনবিল জাদুঘর দেখতে হলে যেতে হবে নাটোর জেলার গুরুদাসপুরে। ঢাকা থেকে চলনবিল ঘুরে আসতে প্রতিজনের ব্যয় হতে পারে ১ হাজার ৫০০ টাকা।
বর্ষাকালে হাওর ও বিলে কিন্তু শুধু জলরাশিই নয়, দেখার আছে অনেক কিছুই। বিশাল জলরাশিতে নৌকার ওপর বসে পূর্ণিমার চাঁদের আলো শরীরে মাখার অভিজ্ঞতা আপনাকে দেবে অতুলনীয় অনুভূতি। সেই অনুভূতি পেতে সময় করে ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর অথবা চলনবিলে।
টাঙ্গুয়ার হাওর
ঢাকার সায়েদাবাদ থেকে বিভিন্ন পরিবহনের বাসে সুনামগঞ্জ যেতে হবে। এসি ও নন-এসিভেদে বাসের ভাড়ায় পার্থক্য আছে। বাস থেকে নেমে যেতে হবে সাহেববাজার ঘাট। বর্ষাকালে এই ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা বা স্পিডবোট দিয়ে সরাসরি টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়। এ ছাড়া ঢাকার ট্যুর অপারেটরগুলো টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের ব্যবস্থাপনায়ও ঢাকা থেকে সরাসরি টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়।
চলনবিল
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অবস্থিত চলনবিল। দেশের যেকোনো প্রান্ত থেকে এই তিন জেলার যেকোনো একটিতে আসতে হবে। এরপর তিন জেলা থেকেই চলনবিলের বিভিন্ন অংশ ঘুরে বেড়ানো যাবে। তবে চলনবিল জাদুঘর দেখতে হলে যেতে হবে নাটোর জেলার গুরুদাসপুরে। ঢাকা থেকে চলনবিল ঘুরে আসতে প্রতিজনের ব্যয় হতে পারে ১ হাজার ৫০০ টাকা।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে