ডেস্ক রিপোর্ট
পাতাল রেলে ভ্রমণ বেশ আরামদায়ক। তবে কখনো কখনো পাতাল রেলও দেখার জায়গা হয় উঠতে পারে। তেমনই কিছু পাতাল রেল নিয়ে আজকের আয়োজন।
স্পেনের নেপলসের রেলস্টেশন টলেডোকে বলা হয় আর্ট স্টেশন। ২০১২ সালে এই স্টেশনটি উন্মুক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ ফুট গভীরে অবস্থিত এই স্টেশন। ভূগর্ভ থেকে এস্কেলেটরটি ভূপৃষ্ঠের যেখানে শেষ হয়েছে, তার ঠিক ওপরের ছাদে বেগুনি-নীলরঙা মোজাইকে তৈরি চক্রাকার একটি অপূর্ব নকশা আছে। পুরো বিষয়টি এক পরিকল্পিত শিল্পকর্ম। এ অদ্ভুত শিল্পকর্মটি দেখতে যেতে পারেন স্পেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আছে আরেকটি সুন্দর মেট্রো স্টেশন। নাম জোলোটি ভোরোটা। স্টেশনটি ভূগর্ভের ৯৬ দশমিক ৫ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর ঝাড়বাতি দিয়ে। একটি পাহাড়ের ধারে অবস্থিত এ স্টেশনে ঢোকার দরজা।
উজবেকিস্তান লাইনের তাসখন্দ মেট্রোর একটি স্টেশন আলিশার নাভয়ি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ এ মেট্রো স্টেশনের একটি বর্ধিত অংশ আছে ভূপৃষ্ঠে। রাধুসেট মেট্রো স্টেশন সুইডেনের স্টকহোমে অবস্থিত। এই পাতাল রেলটি সাই-ফাই মুভি সেটের মতো। একে উজ্জ্বল রঙের জ্যাগড পাথর ও টাইলস দিয়ে ব্যতিক্রমী রূপ দেওয়া হয়েছে।
পাতাল রেলে ভ্রমণ বেশ আরামদায়ক। তবে কখনো কখনো পাতাল রেলও দেখার জায়গা হয় উঠতে পারে। তেমনই কিছু পাতাল রেল নিয়ে আজকের আয়োজন।
স্পেনের নেপলসের রেলস্টেশন টলেডোকে বলা হয় আর্ট স্টেশন। ২০১২ সালে এই স্টেশনটি উন্মুক্ত করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ ফুট গভীরে অবস্থিত এই স্টেশন। ভূগর্ভ থেকে এস্কেলেটরটি ভূপৃষ্ঠের যেখানে শেষ হয়েছে, তার ঠিক ওপরের ছাদে বেগুনি-নীলরঙা মোজাইকে তৈরি চক্রাকার একটি অপূর্ব নকশা আছে। পুরো বিষয়টি এক পরিকল্পিত শিল্পকর্ম। এ অদ্ভুত শিল্পকর্মটি দেখতে যেতে পারেন স্পেন।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে আছে আরেকটি সুন্দর মেট্রো স্টেশন। নাম জোলোটি ভোরোটা। স্টেশনটি ভূগর্ভের ৯৬ দশমিক ৫ মিটার গভীরে অবস্থিত। স্টেশনটি সাজানো হয়েছে প্রচুর ঝাড়বাতি দিয়ে। একটি পাহাড়ের ধারে অবস্থিত এ স্টেশনে ঢোকার দরজা।
উজবেকিস্তান লাইনের তাসখন্দ মেট্রোর একটি স্টেশন আলিশার নাভয়ি। এটি পৃথিবীর অন্যতম সুন্দর মেট্রো স্টেশন। ভূগর্ভস্থ এ মেট্রো স্টেশনের একটি বর্ধিত অংশ আছে ভূপৃষ্ঠে। রাধুসেট মেট্রো স্টেশন সুইডেনের স্টকহোমে অবস্থিত। এই পাতাল রেলটি সাই-ফাই মুভি সেটের মতো। একে উজ্জ্বল রঙের জ্যাগড পাথর ও টাইলস দিয়ে ব্যতিক্রমী রূপ দেওয়া হয়েছে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
৩ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
৩ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
৩ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
৩ দিন আগে