টিস্য়ু বক্স দিয়ে বানিয়ে ফেলুন কেক টপার

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮: ১৪

খেয়াল করলে দেখবেন, এখন বাজারে যেসব টিস্য়ু বক্স পাওয়া যায়, সবই রঙিন। টিস্য়ু শেষ হয়ে যাওয়ার পর নানান নকশা আঁকা এই টিস্য়ু বক্সগুলো ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। আর বড়দিন যেহেতু সামনে, তাই টিস্য়ু বক্স কেটে বানিয়ে ফেলতে পারেন বড়দিনের থিম কেকের টপার। কীভাবে বানাবেন? জানাচ্ছেন সানজিদা সামরিন

সান্তা ক্লজ

যা যা লাগবে

  • পুরোনো টিস্য়ু বক্স
  • লাল, সাদা ও কালো রঙের কাগজ
  •  কালো মার্কার পেন
  •  সাসলিকের কাঠি 
  •  পেনসিল, কাঁচি ও আইকা

যেভাবে বানাবেন

  • প্রথমে টিস্য়ু বক্সের যতগুলো জোড়া আছে, সব খুলে নিন। এবার লাল রঙের কাগজের ওপর কোনো কৌটার মুখ বসিয়ে গোল করে বৃত্ত আঁকুন। বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিন। কেটে নেওয়া বৃত্তটি টিস্য়ু বক্স থেকে কেটে নেওয়া শক্ত কাগজের ওপর আইকা দিয়ে লাগিয়ে নিন। এবার শক্ত কাগজসহ লাগিয়ে নেওয়া লাল বৃত্তটি কাটুন। কেটে এক পাশে রেখে দিন। 
  • টিস্য়ু বক্সের শক্ত কাগজ দিয়ে ছোট করে বৃত্ত কেটে নিন। বৃত্তটি সাদা কাগজের ওপর আইকা দিয়ে লাগিয়ে নিন। এবার বৃত্ত থেকে আধা ইঞ্চির মতো জায়গা বাড়িয়ে নিয়ে সাদা কাগজ গোল করে কাটুন। কাটার পর সাদা কাগজের অংশের শেষ প্রান্তে কাঁচি দিয়ে ঝালরের মতো করে অল্প কেটে দিন। ভেতরে শক্ত সাদা কাগজটি সান্তা ক্লজের মুখ আর বাইরের সাদা কাগজটি, যার প্রান্ত ঝালরের মতো করে কাটা হয়েছে, তা সান্তা ক্লজের দাড়ি।
  • এবার লাল বৃত্তের ওপর ওভারল্যাপ করে সাদা বৃত্তটি বসিয়ে দিন।
  • লাল রঙের কাগজ তিন কোনা করে কাটুন। নিচের সমান অংশের ওপর টিস্য়ু পেপার বক্স দিয়ে কেটে নেওয়া সমান্তরাল অংশ বসিয়ে দিন। এটি সান্তা ক্লজের টুপি হতে যাচ্ছে। টুপির ওপরের অংশের শেষ প্রান্তে ছোট্ট বৃত্তের মতো কেটে নেওয়া সাদা কাগজ বসিয়ে দিন। ব্যস, এবার টুপিটা সান্তা ক্লজের মাথায় বসিয়ে দিন।
  • কালো রঙের কাগজ লম্বা করে কেটে লাল বৃত্তের ওপর মাঝামাঝি জায়গায় আইকা দিয়ে লাগিয়ে দিন। এটা সান্তা ক্লজের বেল্ট। বেল্টের বাকল তৈরি করুন টিস্য়ু বক্স থেকে কেটে নেওয়া অংশ দিয়ে। ছবিটা একবার দেখে নিলেই বুঝবেন।
  • এবার সাদা কাগজ গোল গোল করে কেটে বানিয়ে নিন চোখ। মার্কার পেন দিয়ে চোখের বর্ডার ও মণি এঁকে নিন। সাদা কাগজ কেটে বানান গোঁফ। আর লাল রঙের কাগজ দিয়ে ছোট্ট বৃত্ত কেটে বানিয়ে নিন নাক। এবার সাসলিকের কাঠির সঙ্গে লাগিয়ে নিলেই হবে। কী, হয়ে গেল তো সান্তা ক্লজ কেক টপার!

ক্র‍্যাফট: লেখক, ছবি: হাসান রাজাক্রিসমাস ট্রি

যা যা লাগবে

  • পুরোনো টিস্য়ু বক্স
  • সবুজ ও হলুদ রঙের কাগজ
  • সাসলিকের কাঠি 
  • পেনসিল, কাঁচি ও আইকা

যেভাবে বানাবেন

  • সবুজ কাগজের ওপর ক্রিসমাস ট্রি এঁকে টিস্য়ু বক্সের শক্ত কাগজের ওপর বসিয়ে নিন। এবার টিস্য়ু বক্সের সাদা কাগজটাকে লাইনিংয়ের মতো রেখে ক্রিসমাস ট্রির আদলে কেটে নিন। এই সাদা অংশটা রাখার কারণ হচ্ছে, যাতে মনে হয় সবুজ ক্রিসমাস ট্রির 
    ওপর বরফ পড়েছে। 
  • এবার হলুদ কাগজ কেটে তারা বানিয়ে নিন। তারাটি ক্রিসমাস ট্রির ওপর বসিয়ে দিন। 
  • ইদানীং টিস্য়ু বক্সগুলোর গায়ে অনেক রঙিন নকশা করা থাকে। চাইলে এই নকশা করা অংশ কেটে ক্রিসমাস ট্রির গোড়া বানিয়ে আইকা দিয়ে লাগিয়ে নেওয়া যায়। সবশেষে ক্রিসমাস ট্রি সাসলিকের কাঠির সঙ্গে লাগিয়ে নিন।

স্নো ম্যান 

যা যা লাগবে

  • পুরোনো টিস্য়ু বক্স
  • কালো রঙের কাগজ
  • সাসলিকের কাঠি 
  • কালো মার্কার, কাঁচি ও আইকা

যেভাবে বানাবেন

  • টিস্য়ু বক্সের ভেতরের সাদা অংশ কেটে বড়, মাঝারি ও ছোট আকারের তিনটি বৃত্ত তৈরি করুন। এবার বড় বৃত্তের ওপর মাঝারি, এরপর ছোট বৃত্তটি ওভারল্যাপ করে বসান আইকা দিয়ে। 
  • এবার কালো কাগজ কেটে হ্যাট বানান। এই হ্যাট টিস্য়ু বক্সের সাদা অংশের ওপর বসান। এবার সাদা অংশটি লাইনিংয়ের মতো রেখে কেটে ফেলুন। হ্যাটটি বসিয়ে দিন একত্রে জোড়া লাগানো তিনটি বৃত্তের ওপর।
  • এবার টিস্য়ু বক্সের ওপরের পিঠে নকশা করা অংশ থেকে তিন কোনা করে কাটা কাগজ দিয়ে বানান স্নো ম্যানের নাক। আইকা দিয়ে তা বসিয়ে দিন। নকশা করা অংশ গোল গোল করে কেটে বানান স্নো ম্যানের জামার বোতাম। এগুলো আইকা দিয়ে বসিয়ে দিন। ছবিটি দেখলেই বুঝবেন কীভাবে বসাতে হবে। টিস্য়ু বক্স কেটেই বানিয়ে নেওয়া যাবে স্নো ম্যানের হাত।
  • কালো মার্কার দিয়ে এঁকে নিন স্নো ম্যানের চোখ ও ঠোঁট। এবার সাসলিকের কাঠিতে স্নো ম্যানকে আটকে দিলেই কাজ সারা। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত