ক্যাম্পাস ডেস্ক
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় সম্প্রতি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহম্মদ মাহবুবর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।
অধ্যাপক ড. লুৎফর রহমান জানিয়েছেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের বক্তৃতার মধ্যে আটকে রাখতে চায় না; বরং অধীত জ্ঞান ও পাঠকে প্রায়োগিক করে তুলতে চায়। সে বিষয়টি বিবেচনায় রেখে ডিআইইউ তার শিক্ষা কার্যক্রমকে শিল্পের কাছাকাছি নিয়ে যেতে চায়। সে জন্য ডিআইইউ ৯ বছর আগে বিসিকের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
মেলায় সারা দেশ থেকে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পী অংশ নিয়েছিলেন। তাঁদের উৎপাদিত পণ্যের মধ্যে ছিল নকশিকাঁথা, জামদানি, চামড়াজাত হস্তশিল্প, বিভিন্ন কারুপণ্য, মধু ইত্যাদি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় সম্প্রতি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহম্মদ মাহবুবর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।
অধ্যাপক ড. লুৎফর রহমান জানিয়েছেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের বক্তৃতার মধ্যে আটকে রাখতে চায় না; বরং অধীত জ্ঞান ও পাঠকে প্রায়োগিক করে তুলতে চায়। সে বিষয়টি বিবেচনায় রেখে ডিআইইউ তার শিক্ষা কার্যক্রমকে শিল্পের কাছাকাছি নিয়ে যেতে চায়। সে জন্য ডিআইইউ ৯ বছর আগে বিসিকের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
মেলায় সারা দেশ থেকে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পী অংশ নিয়েছিলেন। তাঁদের উৎপাদিত পণ্যের মধ্যে ছিল নকশিকাঁথা, জামদানি, চামড়াজাত হস্তশিল্প, বিভিন্ন কারুপণ্য, মধু ইত্যাদি।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে