মোশারফ হোসেন
গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।
গ্রীষ্মের প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে যখন বাইরে চলাফেরা করা দায়, তখন হাফহাতার শার্ট এনে দিতে পারে একটুখানি স্বস্তি। সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের এই শার্টগুলো গরমে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ঠান্ডা থাকতে সাহায্য করে। দেখতে ফ্যাশনেবল ও যুগের সঙ্গে এগুলো বেশ মানানসই। যেকোনো ইনফরমাল বা অনানুষ্ঠানিক পরিবেশে হাফহাতার শার্ট পরা যেতে পারে। সুতি, লিনেনসহ বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের হাফহাতার শার্ট বাজারে পাওয়া যায়। আছে সলিড, স্ট্রাইপ, প্রিন্ট, চেকের মতো অসংখ্য প্যাটার্ন ও ডিজাইন।
সুতি ও লিনেনের হাফশার্ট
সুতি কাপড়ের পোশাক গ্রীষ্মের জন্য উপযোগী। নরম এই পোশাকের ভেতর দিয়ে সহজে বায়ু চলাচল করতে পারে। তাই অত্যধিক গরমের দিনে সুতির জামা আরামদায়ক। এ সময় ঢিলেঢালা ও শতভাগ সুতির হাফহাতা শার্ট পরুন।
হাফ হাতা শার্টের কাপড় পছন্দের ক্ষেত্রে সুতির ভালো বিকল্প লিনেন। গরমের মাসে হালকা ওজনের লিনেনের কাপড় স্বচ্ছন্দ ভাব এনে দেবে। শর্টস, জিনস কিংবা ডেনিম–লিনেনের হাফহাতার শার্ট সবকিছুর সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়।
হাফহাতার শার্ট কতটা মানানসই
পুরুষদের জন্য ফুল ও হাফহাতার শার্ট থেকে যেকোনো একটি বাছাই করা খুবই কঠিন কাজ। অনেকের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, প্যাটার্নের কারণে এগুলো বিভিন্ন ধরনের প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পরা যায় না। তবে বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। প্রিন্টের হাফহাতার শার্ট জিনস, গ্যাবার্ডিন কিংবা ফরমাল—যেকোনো প্যান্টের সঙ্গে মানানসই।
শার্টের আকার ও রং
নকশা ও শৈলীর দিক থেকে বিবেচনা করলে অনেক ধরনের বিকল্প বাজারে পাওয়া যায়। তাই হাফহাতা শার্ট কেনার সময় নিজের পছন্দকে প্রাধান্য দিন। বেশি উজ্জ্বল রং এড়িয়ে স্ট্রাইপ ও চেকের মতো প্যাটার্ন বাছাই করুন। ফ্যাশনেবল থাকতে হালকা ঢিলেঢালা শার্ট পরতে পারেন। এ ছাড়া হাতা ঠিক কতটুকু পরতে স্বচ্ছন্দবোধ করেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।
রঙের ক্ষেত্রে উজ্জ্বল রঙের পাশাপাশি হালকা শেডের শার্ট বেছে নেওয়া যেতে পারে। ফ্লোরাল, ট্রপিক্যাল, ট্রাইবাল, টেরাকোটা, মান্ডালা—বিভিন্ন নকশার হাফহাতা শার্ট ডেনিম, ফরমাল অথবা চিনো প্যান্টের সঙ্গে মানানসই।
শরিফুল হুদা বিপ্লব
সিনিয়র ডিজাইনার, কে ক্র্যাফট
সঙ্গে যা পরবেন
প্রিন্টের ফ্যাশনেবল হাফহাতা শার্ট পছন্দের আগে উপলক্ষের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। অনুষ্ঠান, অবকাশ যাপন, ফরমাল ইভেন্ট কিংবা গরম সময়—যা-ই হোক না কেন, হাফ হাতা শার্টের সঙ্গে ডেনিম খুব ভালো মানিয়ে যায়। ফরমাল লুকের জন্য এ ধরনের শার্টের সঙ্গে ফরমাল প্যান্ট পরুন। চাইলে উজ্জ্বল রঙের হাফহাতা শার্টের সঙ্গে রঙিন প্যান্টও বাছাই করতে পারেন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে