সানজিদা সামরিন, ঢাকা
বর্ষার পানি চুলের জন্য ক্ষতিকর। বর্ষাকালে চুল ভালোভাবে পরিষ্কার করতে না পারলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ফলে বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে চুল ধুয়ে ফেলতে হবে। এ জন্য কোমল শ্যাম্পু করতে হবে ও এরপর কন্ডিশনার ব্যবহার হবে। কন্ডিশনার চুলের মসৃণতা ধরে রাখবে। আর যদি এমন হয় যে গোসল করেই বের হয়েছেন আর বৃষ্টির পানি পড়ে চুল আবার ভিজে গেল। সে ক্ষেত্রে বাড়ি ফিরে হেয়ার ড্রায়ার দিয়ে বা ফ্যানের বাতাসে চুল একেবারে শুকিয়ে ফেলতে হবে। এতে বৃষ্টির পানির যে ক্ষার থাকে, তা চুলে লেগে থাকবে না।
বর্ষার ঘরোয়া প্যাক
• ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে নিন। ফেটানো ডিমের কুসুম মাথার ত্বকে লাগিয়ে গোড়া থেকে আগা অবধি চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। এ সময় প্লাস্টিকের ক্যাপ পরে থাকতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এভাবে প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে।
• এ সময় মাথায় খুশকি বা অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। সে ক্ষেত্রে নিমপাতা ভেজানো পানি ও মেথিবাটা একসঙ্গে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে হবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে হবে।
• যাঁদের মাথায় প্রচুর খুশকি, তাঁরা আধা কাপ লেবুর রসের সঙ্গে আধা কাপ পানি ও দুই চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলে লাগিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। এরপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
• চুলের গোড়া মজবুত ও চুল ঝলমলে করতে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অ্যালোভেরা জেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল গোড়া থেকে আগা অবধি আঁচড়ে নিতে হবে। শারমিন কচি বলেন, বারবার চুল আঁচড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ, এতে প্যাকের পুষ্টি পুরো চুলে ছড়িয়ে পড়বে।
• চুলপড়া সমস্যায় ভুগলে আধা কাপ পেঁয়াজের রসের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে।
শারমিন কচি বলেন, এ সময় চুল একেবারেই ভেজা রাখা যাবে না। এ সময় যেহেতু আবহাওয়া আর্দ্র, ফলে চুল এমনিতেই ভালোভাবে শুকায় না। একটা ভেজা ভেজা ভাব থাকে। এ জন্য গোসলের পর চুল ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। অথবা হেয়ার ড্রায়ারের কুল ব্লোয়ার দিয়ে চুল শুকিয়ে নিতে হবে।
বর্ষার পানি চুলের জন্য ক্ষতিকর। বর্ষাকালে চুল ভালোভাবে পরিষ্কার করতে না পারলে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ফলে বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে চুল ধুয়ে ফেলতে হবে। এ জন্য কোমল শ্যাম্পু করতে হবে ও এরপর কন্ডিশনার ব্যবহার হবে। কন্ডিশনার চুলের মসৃণতা ধরে রাখবে। আর যদি এমন হয় যে গোসল করেই বের হয়েছেন আর বৃষ্টির পানি পড়ে চুল আবার ভিজে গেল। সে ক্ষেত্রে বাড়ি ফিরে হেয়ার ড্রায়ার দিয়ে বা ফ্যানের বাতাসে চুল একেবারে শুকিয়ে ফেলতে হবে। এতে বৃষ্টির পানির যে ক্ষার থাকে, তা চুলে লেগে থাকবে না।
বর্ষার ঘরোয়া প্যাক
• ডিমের কুসুম ভালোভাবে ফেটিয়ে নিন। ফেটানো ডিমের কুসুম মাথার ত্বকে লাগিয়ে গোড়া থেকে আগা অবধি চুল ভালোভাবে আঁচড়ে নিতে হবে। এ সময় প্লাস্টিকের ক্যাপ পরে থাকতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এভাবে প্রোটিন ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে।
• এ সময় মাথায় খুশকি বা অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। সে ক্ষেত্রে নিমপাতা ভেজানো পানি ও মেথিবাটা একসঙ্গে পেস্ট করে চুলের গোড়ায় লাগাতে হবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে হবে।
• যাঁদের মাথায় প্রচুর খুশকি, তাঁরা আধা কাপ লেবুর রসের সঙ্গে আধা কাপ পানি ও দুই চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথার ত্বক থেকে শুরু করে পুরো চুলে লাগিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে। এরপর আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
• চুলের গোড়া মজবুত ও চুল ঝলমলে করতে অ্যালোভেরা জেলের তুলনা নেই। অ্যালোভেরা জেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে চুল গোড়া থেকে আগা অবধি আঁচড়ে নিতে হবে। শারমিন কচি বলেন, বারবার চুল আঁচড়ে নেওয়ার কথা বলা হচ্ছে। কারণ, এতে প্যাকের পুষ্টি পুরো চুলে ছড়িয়ে পড়বে।
• চুলপড়া সমস্যায় ভুগলে আধা কাপ পেঁয়াজের রসের সঙ্গে আধা কাপ পানি মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগাতে হবে।
শারমিন কচি বলেন, এ সময় চুল একেবারেই ভেজা রাখা যাবে না। এ সময় যেহেতু আবহাওয়া আর্দ্র, ফলে চুল এমনিতেই ভালোভাবে শুকায় না। একটা ভেজা ভেজা ভাব থাকে। এ জন্য গোসলের পর চুল ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। অথবা হেয়ার ড্রায়ারের কুল ব্লোয়ার দিয়ে চুল শুকিয়ে নিতে হবে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে