ফারিয়া এজাজ
মেকআপের রয়েছে নানা কলাকৌশল। নিখুঁত, ফ্ললেস মেকআপের জন্য এর উপাদান, রং—সবকিছুই আপনার স্কিন টাইপ ও টোনের সঙ্গে মানানসই হওয়া জরুরি। তাই মেকআপ কেনার আগে বিবেচনায় রাখতে পারেন কিছু টিপস।
উপাদান দেখে কিনুন
শুধু মেকআপ কেন, যেকোনো ধরনের বিউটি প্রোডাক্টস কেনার সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, এতে ব্যবহৃত উপাদান। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ মেকআপ কেনার চেষ্টা করুন। নাহলেও অন্তত প্যারাবেন, পলিএথিলেন, রেটিন্যাল একিটেট–এই উপাদানগুলো যেন মেকআপে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।
কেনার আগে রিভিউ দেখে নিন
আজকাল প্রায় প্রতিটি ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টসেরই রিভিউ পাওয়া যায়। বিভিন্ন বিউটি ব্লগার, স্কিন স্পেশালিস্টের রিভিউ ভিডিও পেয়ে যাবেন তাঁদের পেজে, ফেসবুক ওয়াচ অপশন বা ইউটিউবে। আপনার ত্বকের ধরন, স্কিনটোন—সবকিছুর সঙ্গে ম্যাচ করবে কি না, তা বিস্তারিত জেনে, শুনে, বুঝে বেছে নিতে পারেন আপনার বিউটি প্রোডাক্টস। তবে খেয়াল করবেন, রিভিউগুলো পেইড কি না। পেইড হলে আপনাকে আরও কিছু ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ দেখে বুঝে-শুনে কিনতে হবে।
স্কিনটোন ও আন্ডারটোন বুঝে কিনুন
আমাদের স্কিনটোন ও আন্ডারটোন এই দুটির সংমিশ্রণই হচ্ছে আমাদের গায়ের রং। স্কিনটোন হলো আমাদের ত্বকের ওপরের অংশের রং। ফরসা, কালো, উজ্জ্বল, শ্যামলা—মূলত এই চার ধরনের স্কিনটোন হয়ে থাকে। তবে রোদে পোড়াভাব থাকলে তা সারিয়ে নেবেন। এতে ত্বকের আসল টোন নির্ধারণ করতে কোনো সমস্যা হবে না। ত্বকের ভেতরের দিকে যে রং থাকে এবং ত্বকের ভেতর থেকে যে রং বাইরের দিকে প্রতিফলিত হয়, তা-ই আন্ডারটোন। ওয়ার্ম, কুল ও নিউট্রাল এই তিন ধরনের আন্ডারটোন হয়ে থাকে। বিভিন্ন বিউটি টিপস, আর্টিকেল পড়ে বা বিউটি এক্সপার্টদের পরামর্শ নিয়ে আপনার স্কিনটোন ও আন্ডারটোন বুঝে মেকআপ প্রোডাক্টস কিনুন।
কেনার আগে লিস্ট তৈরি করুন
ফ্ললেস মেকআপ চান? তাহলে মেকআপের প্রতিটি ধাপে আপনার কী দরকার তার একটি তালিকা তৈরি করে নিন। কারণ একটি ছুটে গেলেই মিস হয়ে যেতে পারে আপনার ফ্ললেস মেকআপ লুক। সুন্দর ফ্ললেস মেকআপের জন্য ক্লিঞ্জার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, প্রাইমার, কনসিলার, কালার কারেক্টর, ফাউন্ডেশন, মেকআপ সেটিং স্প্রে আপনার লিস্টে রাখতে অবশ্যই ভুলবেন না।
সোয়াচ বা টেস্টারের সুবিধা
আপনার স্কিনটোন ও আন্ডারটোনের সঙ্গে কোন রঙের বিউটি প্রোডাক্ট মানানসই, তা সোয়াচ করে বা টেস্টার ব্যবহার করে জানতে পারবেন। তাই আপনি যে ব্র্যান্ডের যে প্রোডাক্টস কিনতে চাইছেন, সেগুলোর জন্য এই সুবিধা কোথায় পাবেন কেনার আগে সে খোঁজ নিয়ে যাবেন।
সূত্র: ইনস্টাইল
মেকআপের রয়েছে নানা কলাকৌশল। নিখুঁত, ফ্ললেস মেকআপের জন্য এর উপাদান, রং—সবকিছুই আপনার স্কিন টাইপ ও টোনের সঙ্গে মানানসই হওয়া জরুরি। তাই মেকআপ কেনার আগে বিবেচনায় রাখতে পারেন কিছু টিপস।
উপাদান দেখে কিনুন
শুধু মেকআপ কেন, যেকোনো ধরনের বিউটি প্রোডাক্টস কেনার সময় অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো, এতে ব্যবহৃত উপাদান। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ মেকআপ কেনার চেষ্টা করুন। নাহলেও অন্তত প্যারাবেন, পলিএথিলেন, রেটিন্যাল একিটেট–এই উপাদানগুলো যেন মেকআপে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।
কেনার আগে রিভিউ দেখে নিন
আজকাল প্রায় প্রতিটি ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্টসেরই রিভিউ পাওয়া যায়। বিভিন্ন বিউটি ব্লগার, স্কিন স্পেশালিস্টের রিভিউ ভিডিও পেয়ে যাবেন তাঁদের পেজে, ফেসবুক ওয়াচ অপশন বা ইউটিউবে। আপনার ত্বকের ধরন, স্কিনটোন—সবকিছুর সঙ্গে ম্যাচ করবে কি না, তা বিস্তারিত জেনে, শুনে, বুঝে বেছে নিতে পারেন আপনার বিউটি প্রোডাক্টস। তবে খেয়াল করবেন, রিভিউগুলো পেইড কি না। পেইড হলে আপনাকে আরও কিছু ব্র্যান্ডের প্রোডাক্টের রিভিউ দেখে বুঝে-শুনে কিনতে হবে।
স্কিনটোন ও আন্ডারটোন বুঝে কিনুন
আমাদের স্কিনটোন ও আন্ডারটোন এই দুটির সংমিশ্রণই হচ্ছে আমাদের গায়ের রং। স্কিনটোন হলো আমাদের ত্বকের ওপরের অংশের রং। ফরসা, কালো, উজ্জ্বল, শ্যামলা—মূলত এই চার ধরনের স্কিনটোন হয়ে থাকে। তবে রোদে পোড়াভাব থাকলে তা সারিয়ে নেবেন। এতে ত্বকের আসল টোন নির্ধারণ করতে কোনো সমস্যা হবে না। ত্বকের ভেতরের দিকে যে রং থাকে এবং ত্বকের ভেতর থেকে যে রং বাইরের দিকে প্রতিফলিত হয়, তা-ই আন্ডারটোন। ওয়ার্ম, কুল ও নিউট্রাল এই তিন ধরনের আন্ডারটোন হয়ে থাকে। বিভিন্ন বিউটি টিপস, আর্টিকেল পড়ে বা বিউটি এক্সপার্টদের পরামর্শ নিয়ে আপনার স্কিনটোন ও আন্ডারটোন বুঝে মেকআপ প্রোডাক্টস কিনুন।
কেনার আগে লিস্ট তৈরি করুন
ফ্ললেস মেকআপ চান? তাহলে মেকআপের প্রতিটি ধাপে আপনার কী দরকার তার একটি তালিকা তৈরি করে নিন। কারণ একটি ছুটে গেলেই মিস হয়ে যেতে পারে আপনার ফ্ললেস মেকআপ লুক। সুন্দর ফ্ললেস মেকআপের জন্য ক্লিঞ্জার, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, প্রাইমার, কনসিলার, কালার কারেক্টর, ফাউন্ডেশন, মেকআপ সেটিং স্প্রে আপনার লিস্টে রাখতে অবশ্যই ভুলবেন না।
সোয়াচ বা টেস্টারের সুবিধা
আপনার স্কিনটোন ও আন্ডারটোনের সঙ্গে কোন রঙের বিউটি প্রোডাক্ট মানানসই, তা সোয়াচ করে বা টেস্টার ব্যবহার করে জানতে পারবেন। তাই আপনি যে ব্র্যান্ডের যে প্রোডাক্টস কিনতে চাইছেন, সেগুলোর জন্য এই সুবিধা কোথায় পাবেন কেনার আগে সে খোঁজ নিয়ে যাবেন।
সূত্র: ইনস্টাইল
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে