অনন্যা দাস
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে