নাহিন আশরাফ
আশি-নব্বইয়ের দশকের স্মৃতিচারণার জন্য ছবির অ্যালবাম খুললে ড্রইংরুম কিংবা বাড়ির আঙিনায় সাজানো বেতের আসবাব চোখে পড়বে। সেই সময়ে মধ্যবিত্ত থেকে অভিজাত—ঘর সাজানোর জন্য সাধারণভাবে বেছে নিত বেতের আসবাব। দামে সাশ্রয়ী ও টেকসই হওয়ার কারণে বেতের আসবাব তখন বেশ জনপ্রিয় ছিল। সেই পুরোনো বেতের আসবাব আবারও ফিরে আসছে নতুন রূপে।
সময়ের সঙ্গে বেতের আসবাবের নকশায় এসেছে ভিন্নতা। আবার কাঠের আসবাবের মধ্যেও রাখা হচ্ছে বেতের মিশ্রণ। এখন যেকোনো আসবাবে কাঠের ব্যবহার কিছুটা কমিয়ে কাঠ ও বেতের মিশ্রণে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে।
বসার ঘর বড় হলে সেখানে রাখা যেতে পারে বেতের আর্মচেয়ার। এগুলোর হ্যান্ড রেস্ট কিংবা পায়ায় কাঠের ব্যবহার করা হলেও সিটে থাকছে বেত। কাঠের চেয়ারের সঙ্গে ব্যবহার করা হচ্ছে বেতের জালি, যা চেয়ারের নকশা পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। কাঠের বুকশেলফের নকশা করা হচ্ছে বেত দিয়ে। ঘর সাজাতে জনপ্রিয় হয়ে উঠেছে বেতের ফ্রেমে তৈরি আয়না। এগুলোর কোথাও আবার ব্যবহার করা হচ্ছে কাঠ। ফলে সেগুলো হচ্ছে দৃষ্টিনন্দন, তাতে ফুটে উঠছে আভিজাত্য। আসবাবের ক্ষেত্রে পুরোনো আমলের নকশা এখনো বেশ জনপ্রিয়। সে জন্য চিরাচরিত কাঠের খাটের মধ্যেও বেতের স্পর্শ নিয়ে আসা হচ্ছে। খাটের হেড বোর্ডের মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে বেত। দেয়াল সাজানোর জন্য কাঠের ফ্রেমের মধ্যে ব্যবহার করা হয় বেতের জালি।
সৃজনশীল নকশা, ওজনে হালকা, টেকসই ও দাম সাধ্যের মধ্য়ে হওয়ায় বর্তমানে বেতের আসবাব জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো মেরামতের ঝামেলাও কম। বাঁধন খুলে গেলে বা ছিঁড়ে গেলে বাঁশ ও বেতের দোকান থেকে খুব সহজে ঠিক করে নেওয়া যায়।
রুম্মান আরা ফারুকী
প্রধান স্থপতি, স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন, স্টুডিও স্বয়ং
বড় বড় আসবাব ছাড়াও ঘরের কোণে গাছ রাখার প্ল্যান্টার, খাবার পরিবেশনের ট্রে, টুকিটাকি জিনিস রাখার স্টোরেজ, ল্যাম্পশেড ইত্যাদি তৈরি হচ্ছে বেত দিয়ে। এতে বাড়িতে ব্যতিক্রমী লুক তো আসছেই, সঙ্গে থাকছে ঐতিহ্যের ছোঁয়া।
ব্যবহারের টিপস
আশি-নব্বইয়ের দশকের স্মৃতিচারণার জন্য ছবির অ্যালবাম খুললে ড্রইংরুম কিংবা বাড়ির আঙিনায় সাজানো বেতের আসবাব চোখে পড়বে। সেই সময়ে মধ্যবিত্ত থেকে অভিজাত—ঘর সাজানোর জন্য সাধারণভাবে বেছে নিত বেতের আসবাব। দামে সাশ্রয়ী ও টেকসই হওয়ার কারণে বেতের আসবাব তখন বেশ জনপ্রিয় ছিল। সেই পুরোনো বেতের আসবাব আবারও ফিরে আসছে নতুন রূপে।
সময়ের সঙ্গে বেতের আসবাবের নকশায় এসেছে ভিন্নতা। আবার কাঠের আসবাবের মধ্যেও রাখা হচ্ছে বেতের মিশ্রণ। এখন যেকোনো আসবাবে কাঠের ব্যবহার কিছুটা কমিয়ে কাঠ ও বেতের মিশ্রণে বৈচিত্র্য আনার চেষ্টা চলছে।
বসার ঘর বড় হলে সেখানে রাখা যেতে পারে বেতের আর্মচেয়ার। এগুলোর হ্যান্ড রেস্ট কিংবা পায়ায় কাঠের ব্যবহার করা হলেও সিটে থাকছে বেত। কাঠের চেয়ারের সঙ্গে ব্যবহার করা হচ্ছে বেতের জালি, যা চেয়ারের নকশা পুরোপুরি পরিবর্তন করে দিচ্ছে। কাঠের বুকশেলফের নকশা করা হচ্ছে বেত দিয়ে। ঘর সাজাতে জনপ্রিয় হয়ে উঠেছে বেতের ফ্রেমে তৈরি আয়না। এগুলোর কোথাও আবার ব্যবহার করা হচ্ছে কাঠ। ফলে সেগুলো হচ্ছে দৃষ্টিনন্দন, তাতে ফুটে উঠছে আভিজাত্য। আসবাবের ক্ষেত্রে পুরোনো আমলের নকশা এখনো বেশ জনপ্রিয়। সে জন্য চিরাচরিত কাঠের খাটের মধ্যেও বেতের স্পর্শ নিয়ে আসা হচ্ছে। খাটের হেড বোর্ডের মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে বেত। দেয়াল সাজানোর জন্য কাঠের ফ্রেমের মধ্যে ব্যবহার করা হয় বেতের জালি।
সৃজনশীল নকশা, ওজনে হালকা, টেকসই ও দাম সাধ্যের মধ্য়ে হওয়ায় বর্তমানে বেতের আসবাব জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো মেরামতের ঝামেলাও কম। বাঁধন খুলে গেলে বা ছিঁড়ে গেলে বাঁশ ও বেতের দোকান থেকে খুব সহজে ঠিক করে নেওয়া যায়।
রুম্মান আরা ফারুকী
প্রধান স্থপতি, স্থাপত্য ও ইন্টেরিয়র ডিজাইন, স্টুডিও স্বয়ং
বড় বড় আসবাব ছাড়াও ঘরের কোণে গাছ রাখার প্ল্যান্টার, খাবার পরিবেশনের ট্রে, টুকিটাকি জিনিস রাখার স্টোরেজ, ল্যাম্পশেড ইত্যাদি তৈরি হচ্ছে বেত দিয়ে। এতে বাড়িতে ব্যতিক্রমী লুক তো আসছেই, সঙ্গে থাকছে ঐতিহ্যের ছোঁয়া।
ব্যবহারের টিপস
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে