ফিচার ডেস্ক
হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।
হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে