জীবনধারা ডেস্ক
বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসচর্চাকেন্দ্রীক অনলাইন প্ল্যাল্টফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”। গত ১৬ জুলাই এই প্রতিষ্ঠানের সাত বছর পূর্ণ হলো। পা দিল অষ্টম বছরে।
২০১৬ সালের এই দিনে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সন্তান সংগ্রাহক, সমাজকর্মী ও তরুণ গবেষক গিরিধর দের হাত ধরে ব্যক্তিগত সংগ্রহের ১০ হাজার ছবি ও পেপার কাটিং নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাশ্রমে গড়া এই প্রতিষ্ঠান।
জানা যায়, ছোটবেলায় বাবা সুধীর কুমার দের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে পারিবারিক সংগ্রহের কিছু ছবি, পেপার কাটিং ও অ্যান্টিক সংগ্রহ দিয়ে যাত্রা শুরু করেন গিরিধর দে। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”।
গিরিধর দে অভিনব উপায়ে দুষ্প্রাপ্য ছবির মাধ্যমে তুলে ধরেন দেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি ও কৃষ্টিকে।
শুরুর দিকে মাত্র ১০ হাজার সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে সংগ্রহ সংখ্যা বাড়াতে অবলম্বন করেন বিভিন্ন উপায়। দেশব্যাপী দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, সেগুলো চর্চা, গবেষণা, তথ্যবিকৃতিরোধ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবে সংরক্ষণ করেন।
বর্তমানে প্রতিষ্ঠানটির সংগ্রহে রয়েছে প্রায় ৮০ হাজার দুষ্প্রাপ্য ছবি ও দলিলাদি।
তথ্য-ছবি-ভিডিও-দলিল-দস্তাবেজ-নথি-পত্রিকা সরাবরাহ, হারানো বন্ধু/পরিবার/স্বজন খুঁজে পেতে সহায়তা, গবেষকদের সহায়তা প্রদান, তথ্যসূত্র সরাবরাহ ইত্যাদি উল্লেখযোগ্য সেবামূলক কাজও করে প্রতিষ্ঠানটি। সেবাগ্রহণের ক্ষেত্রে নিবন্ধিত সদস্য কিংবা প্রতিষ্ঠান চাইলেই একটি গুগল ফরম পূরণ সেবাগুলো নিতে পারেন (আবেদন ফরম লিংক: https://forms.gle/zrzWXzGqS1fUPs84A)।
ফেসবুকে “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”-এর মোট সদস্য সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। সারা দেশে রয়েছে অসংখ্য ভলান্টিয়ার।
স্বেচ্ছাশ্রমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ নানা সম্মাননাও পেয়েছে প্রতিষ্ঠানটি। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ , নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩, , 'হিরো অ্যাওয়ার্ড ২০২২', 'অগ্রযাত্রা কর্মদীপ্ত পদক ২০২২'সহ নানা দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের সবচেয়ে বড় ইতিহাসচর্চাকেন্দ্রীক অনলাইন প্ল্যাল্টফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”। গত ১৬ জুলাই এই প্রতিষ্ঠানের সাত বছর পূর্ণ হলো। পা দিল অষ্টম বছরে।
২০১৬ সালের এই দিনে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সন্তান সংগ্রাহক, সমাজকর্মী ও তরুণ গবেষক গিরিধর দের হাত ধরে ব্যক্তিগত সংগ্রহের ১০ হাজার ছবি ও পেপার কাটিং নিয়ে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাশ্রমে গড়া এই প্রতিষ্ঠান।
জানা যায়, ছোটবেলায় বাবা সুধীর কুমার দের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে পারিবারিক সংগ্রহের কিছু ছবি, পেপার কাটিং ও অ্যান্টিক সংগ্রহ দিয়ে যাত্রা শুরু করেন গিরিধর দে। ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”।
গিরিধর দে অভিনব উপায়ে দুষ্প্রাপ্য ছবির মাধ্যমে তুলে ধরেন দেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, সংস্কৃতি ও কৃষ্টিকে।
শুরুর দিকে মাত্র ১০ হাজার সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে সংগ্রহ সংখ্যা বাড়াতে অবলম্বন করেন বিভিন্ন উপায়। দেশব্যাপী দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, সেগুলো চর্চা, গবেষণা, তথ্যবিকৃতিরোধ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবে সংরক্ষণ করেন।
বর্তমানে প্রতিষ্ঠানটির সংগ্রহে রয়েছে প্রায় ৮০ হাজার দুষ্প্রাপ্য ছবি ও দলিলাদি।
তথ্য-ছবি-ভিডিও-দলিল-দস্তাবেজ-নথি-পত্রিকা সরাবরাহ, হারানো বন্ধু/পরিবার/স্বজন খুঁজে পেতে সহায়তা, গবেষকদের সহায়তা প্রদান, তথ্যসূত্র সরাবরাহ ইত্যাদি উল্লেখযোগ্য সেবামূলক কাজও করে প্রতিষ্ঠানটি। সেবাগ্রহণের ক্ষেত্রে নিবন্ধিত সদস্য কিংবা প্রতিষ্ঠান চাইলেই একটি গুগল ফরম পূরণ সেবাগুলো নিতে পারেন (আবেদন ফরম লিংক: https://forms.gle/zrzWXzGqS1fUPs84A)।
ফেসবুকে “বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র”-এর মোট সদস্য সংখ্যা এখন প্রায় ১৫ লাখ। সারা দেশে রয়েছে অসংখ্য ভলান্টিয়ার।
স্বেচ্ছাশ্রমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ নানা সম্মাননাও পেয়েছে প্রতিষ্ঠানটি। ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ , নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২৩, , 'হিরো অ্যাওয়ার্ড ২০২২', 'অগ্রযাত্রা কর্মদীপ্ত পদক ২০২২'সহ নানা দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন প্রতিষ্ঠানটি।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে