ফারিয়া রহমান খান
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন।
টুকটুকে লাল ঠোঁট
এই পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্লাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন।
এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়।
ক্ল্যাসিক স্মোকি চোখ
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে হবে, সঙ্গে চোখের সাজটাও হতে পারে স্মোকি। এ ক্ষেত্রে চোখের পাতায় কালো ও নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য।
ডানাকাটা চোখ
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়।
ন্যাচারাল মেকআপ লুক
খুব হালকা করে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়।
সাজের সঙ্গে অলংকার
সোনালি বা লাল রঙের সঙ্গে খুব মানায়। লাল রঙের পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে সোনালি ব্রেসলেট, কানে ছোট টপ, গলায় একটা গোল্ডেন চেইন ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না।
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য
অফিস শেষে কোনো একটা পার্টি আছে। বাড়ি ফিরে দ্রুত তৈরি হয়ে নিতে কাবার্ডে ঝোলানো লাল শাড়ি বা লাল রঙের পোশাকই এযাত্রায় আপনাকে বাঁচিয়ে দেবে। লাল যেহেতু আভিজাত্য়ের রং। তাই এ রঙের পোশাকে গর্জিয়াস লুক নিয়ে খুব একটা ভাবতে হয় না। লাল যেহেতু বোল্ড রং, তাই এর সঙ্গে পোশাকের সাজসজ্জা কেমন হবে, সেটা অবশ্যই জানা প্রয়োজন।
টুকটুকে লাল ঠোঁট
এই পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকের ব্যবহার একই সঙ্গে ক্লাসিক এবং ক্লাসি একটা লুক দেয়। লাল লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে আপনার বেজ মেকআপ অবশ্যই খুব ন্যাচারাল হতে হবে। হালকা মেকআপে লাল লিপস্টিক ব্যবহার করলে মুখের মূল আকর্ষণ হবে আপনার ঠোঁট। এ ক্ষেত্রে লাল লিপলাইনার দিয়ে ঠোঁটের কিনারা এঁকে নিয়ে তারপর লিপস্টিক দিয়ে বাকি অংশ পূরণ করবেন।
এভাবে লিপস্টিক দিলে ঠোঁটের আকারটা সুন্দরমতো ফুটে ওঠে এবং দীর্ঘ সময় পর্যন্ত লিপস্টিক স্থায়ী হয়।
ক্ল্যাসিক স্মোকি চোখ
সন্ধ্য়াবেলায় যদি পশ্চিমা ঘরানার কোনো লাল পোশাক পরেন, তাহলে ঠোঁটে লাল লিপস্টিক দিতে হবে, সঙ্গে চোখের সাজটাও হতে পারে স্মোকি। এ ক্ষেত্রে চোখের পাতায় কালো ও নিউট্রাল টোনের আইশ্যাডো ব্যবহার করে সাজটাকে করে তুলতে পারেন অনবদ্য।
ডানাকাটা চোখ
যদি আপনার চোখকে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে চোখের ওপর মোটা করে আইলাইনার টেনে দিন। আইলাইনার চোখের সীমা ছেড়ে খানিকটা বেশিই টানুন। কালো উইং আইলাইন যাকে বলে। এ ক্ষেত্রে লিপস্টিকের রং লাল বাদে অন্য যেকোনো নিউট্রাল রং হলে ভালো হয়। টানা কাজল বা ডানাকাটা চোখ যেকোনো পোশাকের সঙ্গেই খুব সুন্দর মানিয়ে যায়।
ন্যাচারাল মেকআপ লুক
খুব হালকা করে ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন। সঙ্গে ব্লাশ, কনসিলার ও হাইলাইটার খুবই হালকা করে ব্যবহার করুন, যাতে একটা ন্যাচারাল লুক তৈরি হয়।
সাজের সঙ্গে অলংকার
সোনালি বা লাল রঙের সঙ্গে খুব মানায়। লাল রঙের পোশাকের সঙ্গে অলংকার হালকা পরলেই ভালো। এ ক্ষেত্রে হাতে সোনালি ব্রেসলেট, কানে ছোট টপ, গলায় একটা গোল্ডেন চেইন ও আঙুলে আংটি পরলেই দেখতে চমৎকার লাগবে। বেশি কিছুর দরকার নেই। তবে লাল শাড়ি হলে হাতভর্তি লাল রেশমি চুরি ও একটু ভারী অলংকার পরলে বেশ মানাবে। সঙ্গে কপালে একটা টিপ দিতে যেন ভুলবেন না।
সূত্র: লঁরিয়েল প্যারিস ইউএসএ ও অন্যান্য
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে