শারমিন কচি
প্রশ্ন: ইদানীং অনেক সেলিব্রেটিকেই ভি–শেপ ফেস করেছে বলে দেখা যায়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা স্বাস্থ্যকর? আমাদের দেশে কি এই সেবা নেওয়ার ব্যবস্থাটা আছে? সার্জারির পর ভি শেপ ফেসের আর কি কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
উত্তর: ভি শেপ ট্রিটমেন্টকে হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড বলে। সার্জারি না করে থেরাপির (হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড) মাধ্যমে চেহারা সুন্দর করা বর্তমানে একটি কার্যকরী উপায়। এতে করে ঝুলে পড়া ত্বক টানটান হয় ও ত্বকের বলিরেখার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন: ভ্রু ওয়্যাক্স করলে কি একটু দেরিতে গজায়? আমার ভ্রু খুবই ঘন। প্লাকের পরিবর্তে ওয়্যাক্স করলে কী উপকার পাব?
মালিহা মমতাজ, ঢাকা
উত্তর: ওয়্যাক্সের মাধ্যমে আইব্রো রিমুভ করা যায়। এতে কোনো অসুবিধা হবে না। তবে এতে ভ্রুর আকার ঠিকঠাক হয় না।
প্রশ্ন: চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখতে ঠিক কত দিন পর পর ট্রিম করা উচিত?
মেহের আফরোজ, পটুয়াখালী
চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতি ৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: ইদানীং অনেক সেলিব্রেটিকেই ভি–শেপ ফেস করেছে বলে দেখা যায়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা স্বাস্থ্যকর? আমাদের দেশে কি এই সেবা নেওয়ার ব্যবস্থাটা আছে? সার্জারির পর ভি শেপ ফেসের আর কি কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
উত্তর: ভি শেপ ট্রিটমেন্টকে হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড বলে। সার্জারি না করে থেরাপির (হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড) মাধ্যমে চেহারা সুন্দর করা বর্তমানে একটি কার্যকরী উপায়। এতে করে ঝুলে পড়া ত্বক টানটান হয় ও ত্বকের বলিরেখার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন: ভ্রু ওয়্যাক্স করলে কি একটু দেরিতে গজায়? আমার ভ্রু খুবই ঘন। প্লাকের পরিবর্তে ওয়্যাক্স করলে কী উপকার পাব?
মালিহা মমতাজ, ঢাকা
উত্তর: ওয়্যাক্সের মাধ্যমে আইব্রো রিমুভ করা যায়। এতে কোনো অসুবিধা হবে না। তবে এতে ভ্রুর আকার ঠিকঠাক হয় না।
প্রশ্ন: চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখতে ঠিক কত দিন পর পর ট্রিম করা উচিত?
মেহের আফরোজ, পটুয়াখালী
চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতি ৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে