সানজিদা সামরিন, ঢাকা
বলতে দ্বিধা নেই, আমরা মুখ, হাত, পায়ের যত্ন যেভাবে নিই, সেভাবে পিঠের যত্ন নিই না। এর অন্যতম কারণ হলো–নিজে নিজে পিঠের যত্ন নেওয়া খানিকটা বিপাকের। কারণ, গোসলের সময় লুফা দিয়ে নিজে নিজে পিঠ ঘষে নেওয়া হয় ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করা যায় না। আবার চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের ফলে সেগুলো ধুয়ে ফেলার সময় অবশিষ্টাংশ কিন্তু পিঠে রয়েই যায়। এ কারণেও পিঠে কালচে ছোপ ছোপ দাগ পড়ে। আবার বড় গলার জামা বা ব্লাউজ পরার কারণে বা সানস্ক্রিন ব্যবহার না করার ফলে পিঠে রোদে পোড়া দাগ থাকেই। এসব সমস্যার সমাধান যে খুব কঠিন, তা কিন্তু হয়। সহজ সমাধানের কথাই হচ্ছে এখন।
গোসলের সময় যত্ন নিন
এখন যে আবহাওয়া তাতে ত্বকের কিন্তু তেলের চাহিদা রয়েছে। প্রতিদিন গোসলের আগে পিঠে নারকেল তেল ম্যাসাজ করে রেখে দিন আধা ঘণ্টা। এতে ত্বক তেল শুষে নেওয়ার সময় পাবে। এরপর লুফায় সাবান লাগিয়ে পিঠ যতটা সম্ভব ঘষে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন, সাবান, শ্যাম্পু বা কন্ডিশনারের ফেনা যেন পিঠে না থেকে যায়। অনেক সময়ই গোসলের সময় পিঠ ঠিকমতো ধোয়া না হলে পিঠে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তাই পুরো শরীরের সঙ্গে সঙ্গে পিঠও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গোসল শেষে অবশ্যই পিঠে ময়েশ্চারাইজার মাখতে হবে।
স্ক্র্যাবিংয়ের বিকল্প নেই
সপ্তাহে অন্তত দুই দিন পিঠ স্ক্র্যাব করতে হবে। সপ্তাহে এক দিন শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে পিঠ স্ক্র্যাব করে নিতে হবে। পিঠ স্ক্র্য়াব করার এটাই সবচেয়ে সহজ উপায়। বাকি অন্যদিন চালের গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে বা কফি পাউডারের সঙ্গ টকদই মিশিয়ে ব্যবহার করতে পারেন। দুধ, মধু বা টকদই একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব হিসেবে ব্যবহার করতে পারে। হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠ ম্যাসাজ করুন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন।
ডিপ ক্লিনজিং
যে নিয়মে আমরা ফেসিয়াল করি, মানে ক্লেনজিং, স্ক্রাবিং, ময়েশ্চারাইজিং, টোনিং–সেভাবে পিঠেরও যত্ন নিতে হবে এক্সপার্টের হাতে। দুই মাসে একবার ভালো কোনো পারলারে গিয়ে পিঠের ডিপ ক্লিনজিংয়ের কাজটা সেরে আসুন। পিঠের সৌন্দর্য ধরে রাখতে এক্সপার্টের হাতের ম্যাসাজ খুব ভালো কাজ করে। এতে পিঠে রক্ত চলাচল বাড়ে এবং কোষে পুষ্টি পৌঁছায়। জেল্লাও আসে খুব দ্রুত। পাশাপাশি শরীর তো রিল্যাক্স হয়ই।
রোদে পোড়া দাগ দূর করতে
পিঠের রোদে পোড়া দাগ তুলতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। পাতিলেবুর টুকরোয় চিনির দানা মাখিয়ে পিঠ ঘষতে পারেন। আবার টমেটো ও আলুর রসও রোদে পোড়া দাগ হালকা করতে খুব ভালো কাজ করে। সপ্তাহে দুই দিন পিঠে ঠান্ডা টকদই, ময়দা, কাঁচা হলুদ বাটা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে পিয়ে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর তোয়ালে দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। আর বাইরে বের হলে অবশ্যই ত্বকের যেসব অংশ উন্মুক্ত থাকবে সেসব অংশে সানস্ক্রিন মাখতে হবে।
পিঠে দাগ থাকলে
ঘাম ও অপরিচ্ছন্নতার কারণেও পিঠে জেদি কালো ছোপ ছোপ দাগ পড়তে পারে। চুল অপরিচ্ছন্ন থাকলেও, তা বারবার পিঠে ঘষা লেগেও পিঠে দাগ হতে পারে। চুলে খুশকি থাকলে যত দ্রুত সম্ভব সারিয়ে নিন। গোসলের সময় পিঠ খুব ভালোভাবে পরিষ্কার করুন। পিঠের দাগ দূর করতে কাঁচা হলুদ বাটা, দুধ, শসার রস ও মধু মিশিয়ে লাগাতে পারেন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন।
অবাঞ্ছিত লোম দূর করতে
পিঠের অবাঞ্ছিত পিঠের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়। পিঠে ঘন লোম থাকলে লিকুইড ওয়্যাক্স বা হেয়ার রিমুভাল ক্রিমও ব্যবহার করতে পারেন। তবে তাতে অনেক সময় কালচে ছোপ পড়তে পারে। তাই পিঠের লোম অপসারণে শেভিং ভালো সমাধান হতে পারে। সে ক্ষেত্রে কারও সাহায্য নিয়ে কাজটি করতে হবে। অনেকেই পিঠের লোম যাতে বোঝা না যায়, তাই ফেয়ার পলিশ করান। সে ক্ষেত্রে ভালো পারলার থেকে ভালো মানের ফেয়ার পলিশ করাতে হবে।
সূত্র: স্টাইলক্রেজ, হেলথলাইন, ফেমিনা ও অন্যান্য
বলতে দ্বিধা নেই, আমরা মুখ, হাত, পায়ের যত্ন যেভাবে নিই, সেভাবে পিঠের যত্ন নিই না। এর অন্যতম কারণ হলো–নিজে নিজে পিঠের যত্ন নেওয়া খানিকটা বিপাকের। কারণ, গোসলের সময় লুফা দিয়ে নিজে নিজে পিঠ ঘষে নেওয়া হয় ঠিকই, কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করা যায় না। আবার চুলে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের ফলে সেগুলো ধুয়ে ফেলার সময় অবশিষ্টাংশ কিন্তু পিঠে রয়েই যায়। এ কারণেও পিঠে কালচে ছোপ ছোপ দাগ পড়ে। আবার বড় গলার জামা বা ব্লাউজ পরার কারণে বা সানস্ক্রিন ব্যবহার না করার ফলে পিঠে রোদে পোড়া দাগ থাকেই। এসব সমস্যার সমাধান যে খুব কঠিন, তা কিন্তু হয়। সহজ সমাধানের কথাই হচ্ছে এখন।
গোসলের সময় যত্ন নিন
এখন যে আবহাওয়া তাতে ত্বকের কিন্তু তেলের চাহিদা রয়েছে। প্রতিদিন গোসলের আগে পিঠে নারকেল তেল ম্যাসাজ করে রেখে দিন আধা ঘণ্টা। এতে ত্বক তেল শুষে নেওয়ার সময় পাবে। এরপর লুফায় সাবান লাগিয়ে পিঠ যতটা সম্ভব ঘষে ধুয়ে ফেলুন। খেয়াল রাখবেন, সাবান, শ্যাম্পু বা কন্ডিশনারের ফেনা যেন পিঠে না থেকে যায়। অনেক সময়ই গোসলের সময় পিঠ ঠিকমতো ধোয়া না হলে পিঠে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তাই পুরো শরীরের সঙ্গে সঙ্গে পিঠও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। গোসল শেষে অবশ্যই পিঠে ময়েশ্চারাইজার মাখতে হবে।
স্ক্র্যাবিংয়ের বিকল্প নেই
সপ্তাহে অন্তত দুই দিন পিঠ স্ক্র্যাব করতে হবে। সপ্তাহে এক দিন শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে পিঠ স্ক্র্যাব করে নিতে হবে। পিঠ স্ক্র্য়াব করার এটাই সবচেয়ে সহজ উপায়। বাকি অন্যদিন চালের গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে বা কফি পাউডারের সঙ্গ টকদই মিশিয়ে ব্যবহার করতে পারেন। দুধ, মধু বা টকদই একসঙ্গে মিশিয়ে স্ক্র্যাব হিসেবে ব্যবহার করতে পারে। হালকাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠ ম্যাসাজ করুন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন।
ডিপ ক্লিনজিং
যে নিয়মে আমরা ফেসিয়াল করি, মানে ক্লেনজিং, স্ক্রাবিং, ময়েশ্চারাইজিং, টোনিং–সেভাবে পিঠেরও যত্ন নিতে হবে এক্সপার্টের হাতে। দুই মাসে একবার ভালো কোনো পারলারে গিয়ে পিঠের ডিপ ক্লিনজিংয়ের কাজটা সেরে আসুন। পিঠের সৌন্দর্য ধরে রাখতে এক্সপার্টের হাতের ম্যাসাজ খুব ভালো কাজ করে। এতে পিঠে রক্ত চলাচল বাড়ে এবং কোষে পুষ্টি পৌঁছায়। জেল্লাও আসে খুব দ্রুত। পাশাপাশি শরীর তো রিল্যাক্স হয়ই।
রোদে পোড়া দাগ দূর করতে
পিঠের রোদে পোড়া দাগ তুলতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর রস। পাতিলেবুর টুকরোয় চিনির দানা মাখিয়ে পিঠ ঘষতে পারেন। আবার টমেটো ও আলুর রসও রোদে পোড়া দাগ হালকা করতে খুব ভালো কাজ করে। সপ্তাহে দুই দিন পিঠে ঠান্ডা টকদই, ময়দা, কাঁচা হলুদ বাটা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে পিয়ে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর তোয়ালে দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। আর বাইরে বের হলে অবশ্যই ত্বকের যেসব অংশ উন্মুক্ত থাকবে সেসব অংশে সানস্ক্রিন মাখতে হবে।
পিঠে দাগ থাকলে
ঘাম ও অপরিচ্ছন্নতার কারণেও পিঠে জেদি কালো ছোপ ছোপ দাগ পড়তে পারে। চুল অপরিচ্ছন্ন থাকলেও, তা বারবার পিঠে ঘষা লেগেও পিঠে দাগ হতে পারে। চুলে খুশকি থাকলে যত দ্রুত সম্ভব সারিয়ে নিন। গোসলের সময় পিঠ খুব ভালোভাবে পরিষ্কার করুন। পিঠের দাগ দূর করতে কাঁচা হলুদ বাটা, দুধ, শসার রস ও মধু মিশিয়ে লাগাতে পারেন। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করুন।
অবাঞ্ছিত লোম দূর করতে
পিঠের অবাঞ্ছিত পিঠের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়। পিঠে ঘন লোম থাকলে লিকুইড ওয়্যাক্স বা হেয়ার রিমুভাল ক্রিমও ব্যবহার করতে পারেন। তবে তাতে অনেক সময় কালচে ছোপ পড়তে পারে। তাই পিঠের লোম অপসারণে শেভিং ভালো সমাধান হতে পারে। সে ক্ষেত্রে কারও সাহায্য নিয়ে কাজটি করতে হবে। অনেকেই পিঠের লোম যাতে বোঝা না যায়, তাই ফেয়ার পলিশ করান। সে ক্ষেত্রে ভালো পারলার থেকে ভালো মানের ফেয়ার পলিশ করাতে হবে।
সূত্র: স্টাইলক্রেজ, হেলথলাইন, ফেমিনা ও অন্যান্য
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে