ফিচার ডেস্ক
ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।
ত্বকের যত্নে এলাচি ব্যবহার করতে পারেন। এলাচির কথায় আঁতকে উঠবেন না। এটি ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। গরমমসলা হিসেবে ঐতিহ্যগতভাবে এটি আমাদের রান্নাঘরে ব্যবহৃত হয়ে আসছে শত শত বছর ধরে। এ ছাড়া ভেষজ হিসেবেও এর ব্যবহার আছে। এই বহুমুখী মসলাটিতে অ্যান্টি-অক্সিডেন্ট ও তেল থাকে। এটি ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করতে, প্রদাহ কমাতে ও অকালবার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এলাচি ত্বক পুষ্ট করে, পানির ভারসাম্য রক্ষা করে এবং ত্বক নরম ও কোমল করে।
ত্বকের গঠন উন্নত করে
এলাচি সেল টার্নওভার বৃদ্ধি করে ত্বকের গঠন উন্নত করতে সাহায্য করে। এর ফেস স্ক্রাব ব্যবহার করলে মৃত কোষ দূর হয়ে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। এটি অমসৃণ ত্বকের টোন কমাতে সাহায্য করে। এ ছাড়া এটি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এবং সূক্ষ্ম রেখা ও বলিরেখা কমাতে পারে।
ঠোঁটে হাইড্রেশন দেয়
এনসাইক্লোপিডিয়া অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিস্টেমসে প্রকাশিত এক গবেষণায় পাওয়া গেছে, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে এলাচি ঠোঁটের যত্নের জন্য উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁট রক্ষা করতে সাহায্য করে। এলাচির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য ঠোঁটের সমস্যা প্রশমিত করতে এবং লাল ভাব কমাতে সাহায্য করে। শুকনো ও ফাটা ঠোঁটের যত্নে এটি ব্যবহার করা যেতে পারে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে