সানজিদা সামরিন, ঢাকা
একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে