মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু কর্মব্যস্ততার জন্য দিনটি বেমালুম ভুলে গেছেন। বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কি এড়িয়ে যাওয়া যায়! তারপর কী করবেন কী করবেন, ভাবতে ভাবতে রক্তচাপ বেড়ে গেল! এমন হয়নি তেমন মানুষ বিশেষ করে পুরুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি।
ভুলে গেলেই সব শেষ, তা তো নয়। কঠিনেরে করুন আপন। ভালোবাসা বলে কথা। চমকে দেওয়া তো আর ভোলা যাবে না। তাই দেখে নিন, কী কী করতে পারেন দিনগুলো বিশেষ করে তুলতে।
ডিনার ডেটের আয়োজন করুন
দুজনের প্রিয় কোনো রেস্তোরাঁয় ডেকে নিন প্রিয় মানুষটিকে। একসঙ্গে সন্ধ্য়া কাটান। পছন্দের খাবার অর্ডার করুন। সে সময়টুকু হাতের মোবাইল ফোনটা দূরে রাখুন। ডিনারে যাওয়ার আগে প্রিয় মানুষের জন্য ফুল নিতে ভুলবেন না।
সপ্তাহান্তে ভ্রমণ পরিকল্পনা করুন
সপ্তাহান্তে দুই দিনের ছোট্ট ট্রিপ দেওয়ার আয়োজন করতে পারেন। কোনো রিসোর্ট বা শহর থেকে দূরে কোনো জায়গায় দুজনে মিলে বেড়িয়ে আসুন। একান্তে সময় কাটান। সে সময়টায় কোনো বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে না নেওয়াই ভালো। নিজেদের বোঝাপড়ার জন্য একান্ত সময় খুব জরুরি।
যা উপহার দিতে পারেন
শোপিস: উপহার যদি হয় ঘরের সৌন্দর্যের বাহক এবং সেই সঙ্গে অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো, তাহলে মন্দ কি। জীবনসঙ্গীকে এমন কিছু উপহার দিন, যা আপনার অনুপস্থিতিতে সময়-অসময় নিজের উপস্থিতি জানান দেবে। শেষ মুহূর্তে এমন উপহার নিয়ে ঘরে ফিরে দিতে পারেন সারপ্রাইজ।
ঘড়ি বা অলংকার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলংকার সব সময় জনপ্রিয়। আর সেটি যদি হয় ভ্যালেন্টাইনস ডে উপহার, তাহলে এর থেকে রোমান্টিক আর কী হতে পারে?
শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ বা শখ সম্পর্কে জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো পছন্দের বা শখের জিনিস আছে, যা এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষটির কাছে নেই? তাহলে আর দেরি কেন। শেষ মুহূর্তে শখের জিনিস নিয়ে বাসায় যেতে পারেন।
বই: আপনার সঙ্গী যদি হয় বইপ্রেমী, তাহলে তো কথাই নেই। চলছে অমর একুশে বইমেলা। একটু আগে অফিস শেষ করলেই সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে মেলায় যেতে পারেন এবং তাঁকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই।
লাল গোলাপ: যুগ যুগ ধরে ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো লাল গোলাপ। কর্মব্যস্ত জীবনে আর কিছু সম্ভব হোক না হোক, একটি লাল গোলাপ না হলে সেই ভালোবাসা হয়তো পূর্ণতা লাভ করে না।
বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু কর্মব্যস্ততার জন্য দিনটি বেমালুম ভুলে গেছেন। বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কি এড়িয়ে যাওয়া যায়! তারপর কী করবেন কী করবেন, ভাবতে ভাবতে রক্তচাপ বেড়ে গেল! এমন হয়নি তেমন মানুষ বিশেষ করে পুরুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি।
ভুলে গেলেই সব শেষ, তা তো নয়। কঠিনেরে করুন আপন। ভালোবাসা বলে কথা। চমকে দেওয়া তো আর ভোলা যাবে না। তাই দেখে নিন, কী কী করতে পারেন দিনগুলো বিশেষ করে তুলতে।
ডিনার ডেটের আয়োজন করুন
দুজনের প্রিয় কোনো রেস্তোরাঁয় ডেকে নিন প্রিয় মানুষটিকে। একসঙ্গে সন্ধ্য়া কাটান। পছন্দের খাবার অর্ডার করুন। সে সময়টুকু হাতের মোবাইল ফোনটা দূরে রাখুন। ডিনারে যাওয়ার আগে প্রিয় মানুষের জন্য ফুল নিতে ভুলবেন না।
সপ্তাহান্তে ভ্রমণ পরিকল্পনা করুন
সপ্তাহান্তে দুই দিনের ছোট্ট ট্রিপ দেওয়ার আয়োজন করতে পারেন। কোনো রিসোর্ট বা শহর থেকে দূরে কোনো জায়গায় দুজনে মিলে বেড়িয়ে আসুন। একান্তে সময় কাটান। সে সময়টায় কোনো বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে না নেওয়াই ভালো। নিজেদের বোঝাপড়ার জন্য একান্ত সময় খুব জরুরি।
যা উপহার দিতে পারেন
শোপিস: উপহার যদি হয় ঘরের সৌন্দর্যের বাহক এবং সেই সঙ্গে অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো, তাহলে মন্দ কি। জীবনসঙ্গীকে এমন কিছু উপহার দিন, যা আপনার অনুপস্থিতিতে সময়-অসময় নিজের উপস্থিতি জানান দেবে। শেষ মুহূর্তে এমন উপহার নিয়ে ঘরে ফিরে দিতে পারেন সারপ্রাইজ।
ঘড়ি বা অলংকার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলংকার সব সময় জনপ্রিয়। আর সেটি যদি হয় ভ্যালেন্টাইনস ডে উপহার, তাহলে এর থেকে রোমান্টিক আর কী হতে পারে?
শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ বা শখ সম্পর্কে জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো পছন্দের বা শখের জিনিস আছে, যা এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষটির কাছে নেই? তাহলে আর দেরি কেন। শেষ মুহূর্তে শখের জিনিস নিয়ে বাসায় যেতে পারেন।
বই: আপনার সঙ্গী যদি হয় বইপ্রেমী, তাহলে তো কথাই নেই। চলছে অমর একুশে বইমেলা। একটু আগে অফিস শেষ করলেই সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে মেলায় যেতে পারেন এবং তাঁকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই।
লাল গোলাপ: যুগ যুগ ধরে ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো লাল গোলাপ। কর্মব্যস্ত জীবনে আর কিছু সম্ভব হোক না হোক, একটি লাল গোলাপ না হলে সেই ভালোবাসা হয়তো পূর্ণতা লাভ করে না।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে