লাইফস্টাইল ডেস্ক
এই শ্রাবণে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঝোড়ো অফার। এ আয়োজনে সব পণ্যে পাওয়া যাবে অভাবনীয় মূল্যছাড়। ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, গয়নাসহ পোশাক এবং বিভিন্ন অনুষঙ্গ। রয়েছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পাইকারি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ ছাড়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘জন্মলগ্ন থেকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য রঙ বাংলাদেশের মূল লক্ষ্য। সে জন্য আমরা বছরের নানান সময়ে দলছুট উদ্বৃত্ত সামগ্রী সাশ্রয়ে বিক্রির আয়োজন করে থাকি। বর্ষার এই সময়ে দারুণ সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে এবার আমাদের বর্ষার ঝোড়ো অফার।’
রঙ বাংলাদেশের সীমান্ত স্কয়ার, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ফেনী, ওয়ারী, মাদারীপুর এবং অনলাইনে কেনাকাটায় উপভোগ করা যাবে বর্ষার ঝোড়ো অফার। ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট থেকে।
এই শ্রাবণে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঝোড়ো অফার। এ আয়োজনে সব পণ্যে পাওয়া যাবে অভাবনীয় মূল্যছাড়। ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, গাউন, আনস্টিচ ড্রেস, স্কার্ট, ওড়না, পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া, গয়নাসহ পোশাক এবং বিভিন্ন অনুষঙ্গ। রয়েছে বাবা-ছেলে ও মা-মেয়ের ম্যাচিং পোশাক, কাপল আর পরিবারের সবার জন্য একই ডিজাইনের ফ্যামিলি প্যাকেজ। পাইকারি কেনার ক্ষেত্রে পাওয়া যাবে বিশেষ ছাড়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘জন্মলগ্ন থেকে ক্রেতার পছন্দ, সন্তুষ্টি ও স্বাচ্ছন্দ্য রঙ বাংলাদেশের মূল লক্ষ্য। সে জন্য আমরা বছরের নানান সময়ে দলছুট উদ্বৃত্ত সামগ্রী সাশ্রয়ে বিক্রির আয়োজন করে থাকি। বর্ষার এই সময়ে দারুণ সামগ্রীর বিশাল সম্ভার নিয়ে এবার আমাদের বর্ষার ঝোড়ো অফার।’
রঙ বাংলাদেশের সীমান্ত স্কয়ার, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ফেনী, ওয়ারী, মাদারীপুর এবং অনলাইনে কেনাকাটায় উপভোগ করা যাবে বর্ষার ঝোড়ো অফার। ঘরে বসে কেনাকাটার সুবিধা উপভোগ করতে ঘুরে আসতে পারেন বাংলাদেশের ই-কমার্স ওয়েবসাইট থেকে।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে