ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।
ফ্যাশন মানে আরাম, ব্যক্তিত্ব ও রুচির মেলবন্ধন
ফ্যাশনের সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। সুমির কাছেও এর একটা সংজ্ঞা আছে। তিনি জানালেন, তাঁর কাছে ফ্যাশন মানে আরাম। এর ওপরে কোনো কথা নেই। যেসব পোশাক ও অনুষঙ্গ তাঁর সঙ্গে জুতসই এবং যা ক্যারি করতে পারেন, তা-ই পরেন এবং কেনেন। সুমি বলেন, ‘আমার কাছে ফ্যাশন মানে শুধু অবয়ব নয়, এর সঙ্গে সম্পৃক্ত থাকে মানুষের ব্যক্তিত্ব ও রুচি।’
শীতে গাঢ় রঙের কাপড় বেছে নেন
কখন কেমন পোশাক পরা হবে, এর অনেকটাই নির্ভর করে তাপমাত্রার ওপর। তবে সব ঋতুতেই সুমি আরামদায়ক পোশাক বেশি প্রাধান্য দেন। সুমি বলেন, ‘আমি ঋতুর সঙ্গে মিলিয়ে পোশাকের রং ও নকশা বাছাই করি। শীতে একটু গাঢ় রঙের পোশাক পরতেই বেশি ভালো লাগে।’
ত্বক সুরক্ষিত রাখতে
ত্বক যেন আর্দ্র থাকে, সেদিকটায় বেশি নজর দেন সুমি। তবে সব ঋতুতেই তিনি ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করেন। ক্যাজুয়াল ও পার্টি ওয়্যার কখন, কোথায় কোন ধরনের পোশাক পরেন—এ প্রশ্নের উত্তরে সুমি বলেন, ‘ক্যাজুয়ালি আমি ঢিলেঢালা ও সুতির আরামদায়ক পোশাক পরি। পার্টি ওয়্যার নির্ভর করে কখন কোন ধরনের অনুষ্ঠান বা আয়োজনে যোগ দিতে যাচ্ছি, তার ওপর। সেটা শাড়ি বা ওয়েস্টার্ন—যেকোনো কিছুই হতে পারে।’
আমি ছেলেদের সুগন্ধি বেশি পছন্দ করি। কয়েক দিন পর পর আমার মুডের ওপর নির্ভর করে সুগন্ধি পরিবর্তন হয়। যখন নতুন কোনো চরিত্রে অভিনয় করি, সে সময় নতুন সুগন্ধি ব্যবহার করি, যেন শুটিংয়ে সেই ঘ্রাণে আমি চরিত্রের ভেতর ঢুকে যেতে পারি।
শীতকালে রোজ যা করেন
শীতকালে শরীরে যেন পানির ঘাটতি দেখা না দেয়, এ জন্য পর্যাপ্ত পানি পান করেন। এ ছাড়া প্রচুর ফলমূল খান। সাধারণত দিনের কোনো ভাগের খাবার তিনি বাদ দেন না, নিয়মিত খাওয়াদাওয়া করেন।
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
১ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
১ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
১ দিন আগে