অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া
কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরলেও অনেকের পরিবারকে দেওয়ার মতো সময় প্রায় থাকে না। তার ওপর প্রতিদিন বিভিন্ন ডিভাইস আমাদের পরিবারকে দেওয়া সময় অনেকটাই গিলে নিয়েছে। কিন্তু সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো কাজ শুরু হোক এ বছর থেকে। তাতে এসব সম্পর্ক তাজা থাকে, নিজেকে ফিরে পাওয়া যায়। ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস থেকেই পরিবারকে সময় দিন।
দাম্পত্য সম্পর্ক তাজা হোক
অপ্রিয় সত্য হলো, আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। বিয়ের আগে প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। কিন্তু যাঁর সঙ্গে পুরো জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে হেলা করলে চলবে কেন। সম্পর্কে প্রাণ দিন এই নতুন বছরেই।
যা করবেন
যা করবেন
শিশুর সঙ্গে সহজ হোন
যখন শিশুর কথা শুনবেন, তখন মাঝে মাঝে আগের শব্দের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক ছোট ছোট প্রশ্ন করুন, যাতে শিশুটি বোঝে যে আপনি খেয়াল করছেন। রাতে ঘুমানোর সময় সব ডিভাইস দূরে সরিয়ে রেখে শিশুটিকে হয় গল্পের বই পড়ে শোনান, না হলে সারা দিন কী হলো, তা দুজন দুজনের সঙ্গে শেয়ার করুন। শিশুকে বুঝতে দিন, তার প্রতিটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দৈনিক ২৪ ঘণ্টা সময় দিলেও অনেক সময় শিশুরা নিজেদের পরিত্যক্ত মনে করে। তার চেয়ে আধা ঘণ্টার কোয়ালিটি টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিশুর জন্য।
অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা
কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরলেও অনেকের পরিবারকে দেওয়ার মতো সময় প্রায় থাকে না। তার ওপর প্রতিদিন বিভিন্ন ডিভাইস আমাদের পরিবারকে দেওয়া সময় অনেকটাই গিলে নিয়েছে। কিন্তু সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো কাজ শুরু হোক এ বছর থেকে। তাতে এসব সম্পর্ক তাজা থাকে, নিজেকে ফিরে পাওয়া যায়। ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস থেকেই পরিবারকে সময় দিন।
দাম্পত্য সম্পর্ক তাজা হোক
অপ্রিয় সত্য হলো, আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। বিয়ের আগে প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। কিন্তু যাঁর সঙ্গে পুরো জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে হেলা করলে চলবে কেন। সম্পর্কে প্রাণ দিন এই নতুন বছরেই।
যা করবেন
যা করবেন
শিশুর সঙ্গে সহজ হোন
যখন শিশুর কথা শুনবেন, তখন মাঝে মাঝে আগের শব্দের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক ছোট ছোট প্রশ্ন করুন, যাতে শিশুটি বোঝে যে আপনি খেয়াল করছেন। রাতে ঘুমানোর সময় সব ডিভাইস দূরে সরিয়ে রেখে শিশুটিকে হয় গল্পের বই পড়ে শোনান, না হলে সারা দিন কী হলো, তা দুজন দুজনের সঙ্গে শেয়ার করুন। শিশুকে বুঝতে দিন, তার প্রতিটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দৈনিক ২৪ ঘণ্টা সময় দিলেও অনেক সময় শিশুরা নিজেদের পরিত্যক্ত মনে করে। তার চেয়ে আধা ঘণ্টার কোয়ালিটি টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিশুর জন্য।
অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা
দিগন্তবিস্তৃত ধানখেতের মাথার ওপর নীল আকাশে উঁকি দেবে সাদা মেঘ। শরৎকাল বলে ভুল হতে পারে। ভুল ভাঙলে দেখতে পাবেন, মেঘের ভেলা সূর্যের আলোয় ক্ষণে ক্ষণে রং বদলে হয়ে উঠছে গোলাপি কিংবা লাল। বুঝবেন, আপনি শরতের সাদা মেঘ নয়, দেখছেন তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
২ দিন আগেকোনো কিছু ওপর থেকে নিচে পড়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে। স্কুলের পদার্থবিজ্ঞান বইয়ে আমরা সবাই এ বিষয়ে পড়েছি। কিন্তু এমন কিছু জায়গা আছে, যেগুলোতে স্যার আইজ্যাক নিউটনের সূত্র কাজ করে না। অর্থাৎ সেসব জায়গায় কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। যেতে চান সেই সব জায়গায়?
২ দিন আগেশীত, বসন্ত আর বর্ষায় বাংলার নীল নদ সারির রূপ বদলে ফেলে। বর্ষায় পাহাড়ি ঢল নামলে দক্ষ মাঝিরাও ভয়ে ভয়ে বইঠা চালান। আর শীতে সারি নদীর নীল পানি দেয় অপার্থিব জগতের খোঁজ। নদীটি ধরে কিছুদূর উজান বাইলেই পাওয়া যাবে লালাখাল জিরো পয়েন্ট।
২ দিন আগেভ্রমণকালে রোগবালাই থেকে দূরে থাকার বিকল্প নেই। রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী না হলে ভ্রমণের আনন্দ মাঠে মারা যেতে পারে। ভ্রমণের সময় রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য বেছে নিতে পারেন কিছু উপায়।
২ দিন আগে