মুফতি আনাস হুসাইন
সন্ধ্যাবেলার কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। মহানবী (সা.) সাহাবিদের এসব আমল করার উপদেশ দিতেন। এখানে কয়েকটি আমলের কথা তুলে ধরা হলো—
দোয়া পড়া: আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক লোক নবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেওয়ায় ভীষণ কষ্ট পেয়েছি।’ তিনি বললেন, ‘তুমি যদি সন্ধ্যাকালে বলতে—আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের অসিলায় আমি তাঁর কাছে তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। তাহলে তোমার কোনো ক্ষতি হতো না।’ (মুসলিম)
শিশুদের ঘরে রাখা: জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে অথবা যখন সন্ধ্যা হয়, তখন তোমরা তোমাদের শিশুদের (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে, তখন তাদেরকে ছেড়ে দিতে পারো। আর বিসমিল্লাহ বলে তোমরা ঘরের দরজা বন্ধ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (বুখারি)
অন্যান্য আমল: রাতে এশার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উত্তম। ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন হাদিসে এসেছে, নবী (সা.) বলেন, ‘পাত্রসমূহ ঢেকে রাখো, ঢাকার কিছু না পেলে কোনো কিছু আড়াআড়িভাবে হলেও পাত্রের ওপর রেখে দাও। মশকগুলোর মুখ বেঁধে রাখো। ঘরের দরজাগুলো বন্ধ রাখো। শোয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও।’ (বুখারি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
সন্ধ্যাবেলার কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। মহানবী (সা.) সাহাবিদের এসব আমল করার উপদেশ দিতেন। এখানে কয়েকটি আমলের কথা তুলে ধরা হলো—
দোয়া পড়া: আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক লোক নবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেওয়ায় ভীষণ কষ্ট পেয়েছি।’ তিনি বললেন, ‘তুমি যদি সন্ধ্যাকালে বলতে—আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের অসিলায় আমি তাঁর কাছে তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। তাহলে তোমার কোনো ক্ষতি হতো না।’ (মুসলিম)
শিশুদের ঘরে রাখা: জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে অথবা যখন সন্ধ্যা হয়, তখন তোমরা তোমাদের শিশুদের (বাইরে বের হওয়া থেকে) বিরত রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে, তখন তাদেরকে ছেড়ে দিতে পারো। আর বিসমিল্লাহ বলে তোমরা ঘরের দরজা বন্ধ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না।’ (বুখারি)
অন্যান্য আমল: রাতে এশার নামাজ আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উত্তম। ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যেমন হাদিসে এসেছে, নবী (সা.) বলেন, ‘পাত্রসমূহ ঢেকে রাখো, ঢাকার কিছু না পেলে কোনো কিছু আড়াআড়িভাবে হলেও পাত্রের ওপর রেখে দাও। মশকগুলোর মুখ বেঁধে রাখো। ঘরের দরজাগুলো বন্ধ রাখো। শোয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও।’ (বুখারি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
ইবাদতের নিয়তে করা সব কাজই নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এর মাধ্যমে পাওয়া যাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘এবং যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই জান্নাতের অধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে।’ (সুরা বাকারা: ৮২)
১ দিন আগেভ্রমণের সময় নামাজের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে ইসলাম। কোনো ব্যক্তি নিজের আবাসস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরের কোনো গন্তব্যে ভ্রমণের নিয়তে বের হয়ে তাঁর এলাকা পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
২ দিন আগেজুবাইদা বিনতে জাফর ইবনে মানসুর পঞ্চম আব্বাসি খলিফা হারুনুর রশিদের স্ত্রী ও জাফর ইবনুল মানসুরের কন্যা। তাঁর মা ছিলেন আল-খায়জুরানের বড় বোন সালসাল ইবনে আত্তা। জুবাইদার আসল নাম আমাতুল আজিজ। দাদা আল-মানসুর তাঁকে আদর করে জুবাইদা (ছোট মাখনের টুকরা) নামে ডাকতেন এবং এ নামেই তিনি ইতিহাসে বিখ্যাত।
৩ দিন আগে