অনলাইন ডেস্ক
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, এত দ্রুত ইউক্রেনের ‘পাল্টা আক্রমণের’ সাফল্য নিয়ে উপসংহারে পৌঁছানো ঠিক হবে না। তিনি জানিয়েছেন, ইউক্রেন চলমান যুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য হারিয়েছে। তবে দেশটির এখনো পর্যাপ্ত সৈন্য মজুত রয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে বেসরকারি সংগঠন অ্যাসপেন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেক সুলিভান বলেন, ‘প্রকৃত পাল্টা আক্রমণ আসা এখনো বাকি।’ জেক সুলিভান বলেন, প্রথম যেদিন ইউক্রেনীয়রা তাদের জন্মভূমি রক্ষায় প্রাণ দেওয়া শুরু করেছে, সেদিন থেকেই মূলত পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে।
জেক সুলিভান বলেন, ‘এই পাল্টা আক্রমণে এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ইউক্রেনীয় যোদ্ধা হতাহত হয়েছে। তারপরও এটি ভালোভাবে চলছে এবং সামনে কঠিন সময়।’ তিনি বলেন, এখনো ইউক্রেনের যথেষ্ট পরিমাণে যুদ্ধ সক্ষমতা রয়েছে, তবে তারা এখনই লড়ার জন্য প্রস্তুত নয় বরং তারা সঠিক মুহূর্তটি বেছে নেওয়ার চেষ্টা করছে। কারণ, সে সময় পাল্টা আক্রমণ করা হলে তা যুদ্ধক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলবে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোর সহায়তায় জোট গঠনের চেষ্টা করছে পোল্যান্ড। এই জোট ইউক্রেনের পশ্চিমাংশ এমনকি বেলারুশ দখলে নেওয়ার চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন তিনি। পুতিন পোল্যান্ডকে হুমকি দিয়ে বলেছেন, পোলিশরা ইউক্রেনে প্রবেশ করলে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে। গতকাল রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন এ কথা বলেন।
পুতিন বলেন, ‘এমন জোট গঠনের একটাই উদ্দেশ্য হতে পারে তা হলো, ইউক্রেনের অঞ্চল দখল করে নেওয়া।’ এ সময় পুতিন পোল্যান্ডের প্রতি কড়া হুমকি উচ্চারণ করে বলেন, ‘যদি বিষয়টি ঘটেই অর্থাৎ পোলিশরা যদি লভিভে কিংবা ইউক্রেনের অন্য কোনো অঞ্চলে প্রবেশ করে, তবে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে এবং তারা সেখানেই চিরদিনের জন্য রয়ে যাবে।’
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, এত দ্রুত ইউক্রেনের ‘পাল্টা আক্রমণের’ সাফল্য নিয়ে উপসংহারে পৌঁছানো ঠিক হবে না। তিনি জানিয়েছেন, ইউক্রেন চলমান যুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য হারিয়েছে। তবে দেশটির এখনো পর্যাপ্ত সৈন্য মজুত রয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল শুক্রবার ওয়াশিংটনে বেসরকারি সংগঠন অ্যাসপেন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেক সুলিভান বলেন, ‘প্রকৃত পাল্টা আক্রমণ আসা এখনো বাকি।’ জেক সুলিভান বলেন, প্রথম যেদিন ইউক্রেনীয়রা তাদের জন্মভূমি রক্ষায় প্রাণ দেওয়া শুরু করেছে, সেদিন থেকেই মূলত পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে।
জেক সুলিভান বলেন, ‘এই পাল্টা আক্রমণে এরই মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে ইউক্রেনীয় যোদ্ধা হতাহত হয়েছে। তারপরও এটি ভালোভাবে চলছে এবং সামনে কঠিন সময়।’ তিনি বলেন, এখনো ইউক্রেনের যথেষ্ট পরিমাণে যুদ্ধ সক্ষমতা রয়েছে, তবে তারা এখনই লড়ার জন্য প্রস্তুত নয় বরং তারা সঠিক মুহূর্তটি বেছে নেওয়ার চেষ্টা করছে। কারণ, সে সময় পাল্টা আক্রমণ করা হলে তা যুদ্ধক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলবে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটোর সহায়তায় জোট গঠনের চেষ্টা করছে পোল্যান্ড। এই জোট ইউক্রেনের পশ্চিমাংশ এমনকি বেলারুশ দখলে নেওয়ার চেষ্টা করতে পারে বলেও জানিয়েছেন তিনি। পুতিন পোল্যান্ডকে হুমকি দিয়ে বলেছেন, পোলিশরা ইউক্রেনে প্রবেশ করলে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে। গতকাল রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন এ কথা বলেন।
পুতিন বলেন, ‘এমন জোট গঠনের একটাই উদ্দেশ্য হতে পারে তা হলো, ইউক্রেনের অঞ্চল দখল করে নেওয়া।’ এ সময় পুতিন পোল্যান্ডের প্রতি কড়া হুমকি উচ্চারণ করে বলেন, ‘যদি বিষয়টি ঘটেই অর্থাৎ পোলিশরা যদি লভিভে কিংবা ইউক্রেনের অন্য কোনো অঞ্চলে প্রবেশ করে, তবে তাদের জায়গায় পুঁতে ফেলা হবে এবং তারা সেখানেই চিরদিনের জন্য রয়ে যাবে।’
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৬ ঘণ্টা আগে