অনলাইন ডেস্ক
ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা।
লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
রেডিও পাকিস্তানের বরাতে ডন জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হঠাৎ ব্রেক ফেল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাযন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য গভীর উদ্বেগ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে এবং দ্রুত চিকিৎসা ত্রাণ ও পুনরুদ্ধার পরিষেবা প্রদানের পাশাপাশি মরদেহ পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছি। আমাদের দূতাবাস ইয়াজদ শহরের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা ইরান সরকারকে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’
ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রী বহনকারী একটি বাস উল্টে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই লারকানা, ঘোটকি ও সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা।
লারকানাভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন মারা যান।
রেডিও পাকিস্তানের বরাতে ডন জানিয়েছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি তীর্থযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হঠাৎ ব্রেক ফেল হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। দুর্ঘটনার পর আহতদের ইয়াজদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮। এ ছাড়া আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ওই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাযন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার জন্য গভীর উদ্বেগ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে সঠিক পরিস্থিতি নিশ্চিত করতে এবং দ্রুত চিকিৎসা ত্রাণ ও পুনরুদ্ধার পরিষেবা প্রদানের পাশাপাশি মরদেহ পাকিস্তানে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছি। আমাদের দূতাবাস ইয়াজদ শহরের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা ইরান সরকারকে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাই।’
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৭ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১১ ঘণ্টা আগে