অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৪৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধের প্রথম ছয় মাসের মধ্যে নিহত ৩৪ হাজার ৫০০-এর বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই নারী ও শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট একজনের বয়স ছিল মাত্র এক দিন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৪৪ শতাংশই শিশু। ৫-৯ বছর বয়সী শিশু সবচেয়ে বেশি নিহত হয়েছে। নিহতের তালিকায় এর পরই আছে ১০-১৪ বছর বয়সী এবং ৪ বছর বা তার কম বয়সী শিশু। সবচেয়ে কম বয়সী নিহত একজন একদিনের শিশু এবং সবচেয়ে বেশি বয়সী নিহত একজন ৯৭ বছরের নারী।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে ইসরায়েলের একটি হামলায় হামলায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি সামরিক বাহিনী জনবহুল এলাকায় ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি সরকারের (গাজায়) মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস ও ব্যাপকভাবে মানুষকে স্থানচ্যুত করা অব্যাহত রেখেছে।’ এতে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা ও রোগব্যাধি সৃষ্টি করেছে অঞ্চলটিতে।’
গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে অঞ্চলটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে ৪৩ হাজার ৫০০ জনের বেশি। এর মধ্যে ৭০ শতাংশই শিশু ও নারী। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গতকাল শুক্রবার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধের প্রথম ছয় মাসের মধ্যে নিহত ৩৪ হাজার ৫০০-এর বেশি মানুষের মধ্যে ৮ হাজার ১১৯ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হয়েছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই নারী ও শিশু, যার মধ্যে সবচেয়ে ছোট একজনের বয়স ছিল মাত্র এক দিন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতদের মধ্যে ৪৪ শতাংশই শিশু। ৫-৯ বছর বয়সী শিশু সবচেয়ে বেশি নিহত হয়েছে। নিহতের তালিকায় এর পরই আছে ১০-১৪ বছর বয়সী এবং ৪ বছর বা তার কম বয়সী শিশু। সবচেয়ে কম বয়সী নিহত একজন একদিনের শিশু এবং সবচেয়ে বেশি বয়সী নিহত একজন ৯৭ বছরের নারী।
ওএইচসিএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৮ শতাংশ ক্ষেত্রে ইসরায়েলের একটি হামলায় হামলায় পাঁচ বা তার চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি সামরিক বাহিনী জনবহুল এলাকায় ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ইসরায়েলি সরকারের (গাজায়) মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়েছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস ও ব্যাপকভাবে মানুষকে স্থানচ্যুত করা অব্যাহত রেখেছে।’ এতে উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা ও রোগব্যাধি সৃষ্টি করেছে অঞ্চলটিতে।’
গাজা কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে অঞ্চলটিতে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৭ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১১ ঘণ্টা আগে