অনলাইন ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়নি। এটি কেবল শেষের শুরু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাফাহে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর এ কথা বললেন নেতানিয়াহু। এ সময় তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ করার শর্তও উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ‘ইয়াহইয়া সিনওয়ার মারা গেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাহসী সৈন্যরা তাঁকে রাফাহে হত্যা করেছে। যদিও এটি গাজায় যুদ্ধের শেষ নয়, বরং এটি শেষের শুরু। গাজার লোকদের কাছে আমার একটি সহজ বার্তা রয়েছে—এই যুদ্ধটি আগামীকালই শেষ হতে পারে। তবে হামাসকে অস্ত্র নামিয়ে রাখতে হবে এবং আমাদের জিম্মিদের আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে।’
ভিডিও ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামাসের কাছে এখনো ১০১ জন ইসরায়েলি জিম্মি বন্দী আছে। এই ১০১ জন বিশ্বের ২৩টি বিভিন্ন দেশের নাগরিক। তিনি বলেন, ‘হামাসের কাছে গাজায় ১০১ জন জিম্মি রয়েছেন। যারা ইসরায়েলসহ ২৩টি দেশের নাগরিক। ইসরায়েল তাদের সবাইকে ফিরিয়ে আনার জন্য সক্ষমতার মধ্যে থাকা সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যারা জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের সবাইকে ইসরায়েল সুরক্ষা দেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘তবে যারা আমাদের জিম্মিদের ক্ষতি করবে, তাদের জন্যও আমার একটি বার্তা রয়েছে—ইসরায়েল আপনাদের শিকার করবে এবং আপনাকে বিচারের আওতায় আনবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের নির্মিত “সন্ত্রাসের অক্ষ” আমাদের চোখের সামনে ভেঙে পড়ছে।’
ভিডিও ভাষণে নেতানিয়াহু হিজবুল্লাহ প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির শীর্ষ নেতাদের হত্যা করার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সরকারের আরোপিত সন্ত্রাসের রাজত্ব শেষ হয়ে যাবে শিগগির।
নেতানিয়াহু আরও বলেন, ‘নাসরুল্লাহ চলে গেছেন, তাঁর ডেপুটি মোহসেন চলে গেছেন, হানিয়া চলে গেছেন, দায়েফ চলে গেছেন, সিনওয়ার চলে গেছেন। ইরান সরকার তার নিজস্ব লোকদের ওপর এবং ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে জনগণের এবং যে সন্ত্রাসের রাজত্ব চাপিয়ে দিয়েছে—তা খুব দ্রুতই শেষ হয়ে যাবে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়নি। এটি কেবল শেষের শুরু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিওতে দেওয়া ভাষণে নেতানিয়াহু এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রাফাহে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর এ কথা বললেন নেতানিয়াহু। এ সময় তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ করার শর্তও উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, ‘ইয়াহইয়া সিনওয়ার মারা গেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাহসী সৈন্যরা তাঁকে রাফাহে হত্যা করেছে। যদিও এটি গাজায় যুদ্ধের শেষ নয়, বরং এটি শেষের শুরু। গাজার লোকদের কাছে আমার একটি সহজ বার্তা রয়েছে—এই যুদ্ধটি আগামীকালই শেষ হতে পারে। তবে হামাসকে অস্ত্র নামিয়ে রাখতে হবে এবং আমাদের জিম্মিদের আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে।’
ভিডিও ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামাসের কাছে এখনো ১০১ জন ইসরায়েলি জিম্মি বন্দী আছে। এই ১০১ জন বিশ্বের ২৩টি বিভিন্ন দেশের নাগরিক। তিনি বলেন, ‘হামাসের কাছে গাজায় ১০১ জন জিম্মি রয়েছেন। যারা ইসরায়েলসহ ২৩টি দেশের নাগরিক। ইসরায়েল তাদের সবাইকে ফিরিয়ে আনার জন্য সক্ষমতার মধ্যে থাকা সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
যারা জিম্মিদের নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের সবাইকে ইসরায়েল সুরক্ষা দেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘তবে যারা আমাদের জিম্মিদের ক্ষতি করবে, তাদের জন্যও আমার একটি বার্তা রয়েছে—ইসরায়েল আপনাদের শিকার করবে এবং আপনাকে বিচারের আওতায় আনবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইরানের নির্মিত “সন্ত্রাসের অক্ষ” আমাদের চোখের সামনে ভেঙে পড়ছে।’
ভিডিও ভাষণে নেতানিয়াহু হিজবুল্লাহ প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহসহ গোষ্ঠীটির শীর্ষ নেতাদের হত্যা করার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনে ইরান সরকারের আরোপিত সন্ত্রাসের রাজত্ব শেষ হয়ে যাবে শিগগির।
নেতানিয়াহু আরও বলেন, ‘নাসরুল্লাহ চলে গেছেন, তাঁর ডেপুটি মোহসেন চলে গেছেন, হানিয়া চলে গেছেন, দায়েফ চলে গেছেন, সিনওয়ার চলে গেছেন। ইরান সরকার তার নিজস্ব লোকদের ওপর এবং ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে জনগণের এবং যে সন্ত্রাসের রাজত্ব চাপিয়ে দিয়েছে—তা খুব দ্রুতই শেষ হয়ে যাবে।’
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৭ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১১ ঘণ্টা আগে