অনলাইন ডেস্ক
হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে দিলে প্রতি জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।
নেতানিয়াহু বলেছেন, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
নেতানিয়াহু বলেন, ‘যারা এই বিপদ থেকে বের হতে চান, তাঁরা একজন করে জিম্মিদের ফেরত আনুন। প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। আমরা আপনাদের সপরিবারে নিরাপদ থাকার ব্যবস্থা করব। জেনে রাখুন, আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, কিন্তু ফল একই হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনব।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে যায় তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির এটা সর্বশেষ পদক্ষেপ।
দীর্ঘদিন ধরে হামাস–ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় আলোচনা বন্ধ রয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতারও নিজেদের সরিয়ে নিয়েছে।
জিম্মি উদ্ধারের নতুন এই পুরস্কার ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি বার্তাও জুড়ে দিয়েছেন নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি জিম্মিকারীদের সতর্ক করে বলেন, জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। আমরা তাদের অনুসরণ করব এবং খুঁজে বের করব।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৫০ জনকে জিম্মি করে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে গত এক বছরে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর কিছু জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। এখনো হামাসের হাতে শ খানেক জিম্মি রয়েছে। যার মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করে দিলে প্রতি জিম্মির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।
নেতানিয়াহু বলেছেন, গাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
নেতানিয়াহু বলেন, ‘যারা এই বিপদ থেকে বের হতে চান, তাঁরা একজন করে জিম্মিদের ফেরত আনুন। প্রত্যেক জিম্মির জন্য ৫০ লাখ ডলার দেওয়া হবে। আমরা আপনাদের সপরিবারে নিরাপদ থাকার ব্যবস্থা করব। জেনে রাখুন, আপনার সিদ্ধান্ত যাই হোক না কেন, কিন্তু ফল একই হবে। আমরা সবাইকে ফিরিয়ে আনব।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি করে নিয়ে যায় তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে নেতানিয়াহুর প্রতিশ্রুতির এটা সর্বশেষ পদক্ষেপ।
দীর্ঘদিন ধরে হামাস–ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় আলোচনা বন্ধ রয়েছে। এরই মধ্যে মধ্যস্থতাকারী কাতারও নিজেদের সরিয়ে নিয়েছে।
জিম্মি উদ্ধারের নতুন এই পুরস্কার ঘোষণার সঙ্গে হুঁশিয়ারি বার্তাও জুড়ে দিয়েছেন নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি জিম্মিকারীদের সতর্ক করে বলেন, জিম্মিদের ক্ষতি করার চেষ্টা করলে তার মূল্য চোকাতে হবে। আমরা তাদের অনুসরণ করব এবং খুঁজে বের করব।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা। এ সময় তারা ২৫০ জনকে জিম্মি করে। বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে গত এক বছরে কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। আর কিছু জিম্মিকে ইসরায়েলি সামরিক বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। এখনো হামাসের হাতে শ খানেক জিম্মি রয়েছে। যার মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি
৪ ঘণ্টা আগেপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে গিয়ে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী। ফিজিতে থাকা নিয়োগদাতারা ন্যায়সংগত আচরণ করেনি বলে অভিযোগ তোলার পর থেকেই তাঁদের খোঁজ মিলছে না।
৪ ঘণ্টা আগে