অনলাইন ডেস্ক
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৮ জন বাংলাদেশি কর্মী। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা আত্মগোপনে আছেন।
নিখোঁজের আগে ওই বাংলাদেশিরা অভিযোগ করেছিলেন, ফিজিতে থাকা নিয়োগদাতারা তাঁদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করেনি।
এ অবস্থায় দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী প্রকাশ্যে এসে তাঁদের অভিযোগ পুলিশের কাছে দায়ের করার অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজ ওই ৮ বাংলাদেশি হলেন—মিনহাজুল ইসলাম, আবদুল আহাদ, আরশাদুল আলী, দুরুল, ইমরান আলী, মোহাম্মদ আজিম, লিটন মিয়া ও শহীদুল ইসলাম।
ফিজির সংবাদমাধ্যম ফিজি টাইমসের প্রতিবেদন অনুসারে, দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনমন্ত্রী পিও টিকোদুয়াদুয়া ওই বাংলাদেশি নাগরিকদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা যে অভিযোগ করেছেন সে বিষয়ে তদন্তের জন্য তাঁদের তো পুলিশের কাছে যেতে হবে।
এর আগে, বাংলাদেশি এসব কর্মী অভিযোগ করেছিলেন, নিয়োগকর্তারা তাঁদের প্রতি অমানবিক আচরণ করেছেন। এরপর থেকেই তাঁরা নিখোঁজ।
মন্ত্রী টিকোদুয়াদুয়া বলেন, ‘তাঁরা পুলিশের কাছে বিষয়টি জানাক। আমি জানি না, তাঁরা কোথায় আছেন। কিন্তু আমি তাঁদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।’ তিনি আরও বলেন, ‘তাঁরা নিশ্চিত থাকতে পারেন যে, পুলিশ তাঁদের অভিযোগ সঠিকভাবে এবং ন্যায়সংগতভাবে শুনবে।’
এদিকে, বাংলাদেশি নাগরিকদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, তবে নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা সম্ভব নয়।
মন্ত্রী আরও বলেন, ‘তারা যদি আত্মপ্রকাশ না করেন, তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে না। আমরা তাঁদের প্রতি যথাযথ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’
আন্তর্জাতিক শ্রমিক অধিকার ও অভিবাসনসংক্রান্ত বিষয়ে এ ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৮ জন বাংলাদেশি কর্মী। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাঁরা আত্মগোপনে আছেন।
নিখোঁজের আগে ওই বাংলাদেশিরা অভিযোগ করেছিলেন, ফিজিতে থাকা নিয়োগদাতারা তাঁদের সঙ্গে ন্যায়সংগত আচরণ করেনি।
এ অবস্থায় দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনবিষয়ক মন্ত্রী প্রকাশ্যে এসে তাঁদের অভিযোগ পুলিশের কাছে দায়ের করার অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজ ওই ৮ বাংলাদেশি হলেন—মিনহাজুল ইসলাম, আবদুল আহাদ, আরশাদুল আলী, দুরুল, ইমরান আলী, মোহাম্মদ আজিম, লিটন মিয়া ও শহীদুল ইসলাম।
ফিজির সংবাদমাধ্যম ফিজি টাইমসের প্রতিবেদন অনুসারে, দেশটির স্বরাষ্ট্র ও অভিবাসনমন্ত্রী পিও টিকোদুয়াদুয়া ওই বাংলাদেশি নাগরিকদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা যে অভিযোগ করেছেন সে বিষয়ে তদন্তের জন্য তাঁদের তো পুলিশের কাছে যেতে হবে।
এর আগে, বাংলাদেশি এসব কর্মী অভিযোগ করেছিলেন, নিয়োগকর্তারা তাঁদের প্রতি অমানবিক আচরণ করেছেন। এরপর থেকেই তাঁরা নিখোঁজ।
মন্ত্রী টিকোদুয়াদুয়া বলেন, ‘তাঁরা পুলিশের কাছে বিষয়টি জানাক। আমি জানি না, তাঁরা কোথায় আছেন। কিন্তু আমি তাঁদের কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।’ তিনি আরও বলেন, ‘তাঁরা নিশ্চিত থাকতে পারেন যে, পুলিশ তাঁদের অভিযোগ সঠিকভাবে এবং ন্যায়সংগতভাবে শুনবে।’
এদিকে, বাংলাদেশি নাগরিকদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফিজির কর্মসংস্থান মন্ত্রী অগ্নি দেও সিং। তিনি বলেছেন, কর্মীরা যদি আত্মগোপনে থাকেন, তবে নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা সম্ভব নয়।
মন্ত্রী আরও বলেন, ‘তারা যদি আত্মপ্রকাশ না করেন, তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে না। আমরা তাঁদের প্রতি যথাযথ সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’
আন্তর্জাতিক শ্রমিক অধিকার ও অভিবাসনসংক্রান্ত বিষয়ে এ ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
২২ মিনিট আগেগাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
৩৪ মিনিট আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি
২ ঘণ্টা আগে