অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারি ভারতের মণিপুর রাজ্য থেকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত ন্যায় যাত্রা’ শুরু হওয়ার কথা। কিন্তু এই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন মণিপুরের সরকার। রাজ্যটিতে সাম্প্রতিক সংঘাত ও অস্থিতিশীলতার দোহাই দিয়ে মণিপুর থেকে কর্মসূচি শুরুর সম্মতি দেয়নি রাজ্য সরকার।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাঝে কিছুদিন বিরতি থাকলেও আবারও অশান্তি ছড়িয়ে পড়ছে মণিপুর রাজ্যে। রাহুলের ভারত ন্যায় যাত্রাকে বাধাগ্রস্ত করতে এই অশান্তিকেই হাতিয়ার করেছে বিজেপিদলীয় বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকার।
জানা গেছে, ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্বের হাত্তা কাংজেবুং থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত ন্যায় যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় কংগ্রেস। আজ বুধবার মণিপুরের রাজ্য কংগ্রেসের সভাপতি এবং দলের বিধায়ক কে মেঘচন্দ্র এই যাত্রা শুরুর অনুমতির জন্য মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর বাংলোয় দীর্ঘ সময় বৈঠক করেও শেষ পর্যন্ত তাঁর সম্মতি পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি অনুমতি দিতে রাজি হননি বলে জানিয়েছেন মেঘচন্দ্র।
বীরেন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে মেঘচন্দ্র জানিয়েছেন, সরকার অনুমতি না দিলেও নির্ধারিত দিনে মণিপুর থেকেই ভারত ন্যায় যাত্রা শুরু হবে। তবে হাত্তা কাংজেবুংয়ের পরিবর্তে থুবাল জেলার খোংজোমের একটি বেসরকারি জায়গা থেকে যাত্রা শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছিলেন—যাত্রার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে। তবে শেষ মুহূর্তে অনুমতি দেননি তিনি।
ভারতের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’র পর পূর্ব থেকে পশ্চিমে ভারত ন্যায় যাত্রা কর্মসূচি গ্রহণ করেছেন রাহুল গান্ধী। কয়েক মাস আগে অস্থিতিশীল মণিপুর নিয়ে সংসদে তিনি দাবি করেছিলেন, কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যে বিজেপির বীরেন সরকার মণিপুরকে হতাশ করেছে। ক্ষমতাসীনেরা রাজ্যটিতে হিংসার আগুন জ্বলতে ইন্ধন জুগিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশ্ন তুলেছিলেন—গোটা পৃথিবী ঘুরে বেড়ানো প্রধানমন্ত্রী (মোদি) কেন মণিপুরে যাওয়ার সময় পাচ্ছেন না?
সংসদে মণিপুর নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজ্যটিতে সফরও করেন রাহুল গান্ধী। সেই মণিপুর থেকেই তাঁর ভারত ন্যায় যাত্রা শুরুর পরিকল্পনা বাধাগ্রস্ত হলো এবার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারত ন্যায় যাত্রার আওতায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দেবেন রাহুল। ৬৬ দিনে মোট ১১০টি জেলায় ঘুরবেন তিনি। ২০ মার্চ মুম্বাইয়ে গিয়ে শেষ হবে এই যাত্রা। তবে মণিপুর থেকে যাত্রাটি শুরু হবে কি না তা সময়ই বলে দেবে।
১৪ জানুয়ারি ভারতের মণিপুর রাজ্য থেকে বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত ন্যায় যাত্রা’ শুরু হওয়ার কথা। কিন্তু এই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন মণিপুরের সরকার। রাজ্যটিতে সাম্প্রতিক সংঘাত ও অস্থিতিশীলতার দোহাই দিয়ে মণিপুর থেকে কর্মসূচি শুরুর সম্মতি দেয়নি রাজ্য সরকার।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাঝে কিছুদিন বিরতি থাকলেও আবারও অশান্তি ছড়িয়ে পড়ছে মণিপুর রাজ্যে। রাহুলের ভারত ন্যায় যাত্রাকে বাধাগ্রস্ত করতে এই অশান্তিকেই হাতিয়ার করেছে বিজেপিদলীয় বীরেন সিংয়ের নেতৃত্বাধীন সরকার।
জানা গেছে, ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্বের হাত্তা কাংজেবুং থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত ন্যায় যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় কংগ্রেস। আজ বুধবার মণিপুরের রাজ্য কংগ্রেসের সভাপতি এবং দলের বিধায়ক কে মেঘচন্দ্র এই যাত্রা শুরুর অনুমতির জন্য মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর বাংলোয় দীর্ঘ সময় বৈঠক করেও শেষ পর্যন্ত তাঁর সম্মতি পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি অনুমতি দিতে রাজি হননি বলে জানিয়েছেন মেঘচন্দ্র।
বীরেন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করে মেঘচন্দ্র জানিয়েছেন, সরকার অনুমতি না দিলেও নির্ধারিত দিনে মণিপুর থেকেই ভারত ন্যায় যাত্রা শুরু হবে। তবে হাত্তা কাংজেবুংয়ের পরিবর্তে থুবাল জেলার খোংজোমের একটি বেসরকারি জায়গা থেকে যাত্রা শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছিলেন—যাত্রার অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে। তবে শেষ মুহূর্তে অনুমতি দেননি তিনি।
ভারতের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’র পর পূর্ব থেকে পশ্চিমে ভারত ন্যায় যাত্রা কর্মসূচি গ্রহণ করেছেন রাহুল গান্ধী। কয়েক মাস আগে অস্থিতিশীল মণিপুর নিয়ে সংসদে তিনি দাবি করেছিলেন, কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যে বিজেপির বীরেন সরকার মণিপুরকে হতাশ করেছে। ক্ষমতাসীনেরা রাজ্যটিতে হিংসার আগুন জ্বলতে ইন্ধন জুগিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশ্ন তুলেছিলেন—গোটা পৃথিবী ঘুরে বেড়ানো প্রধানমন্ত্রী (মোদি) কেন মণিপুরে যাওয়ার সময় পাচ্ছেন না?
সংসদে মণিপুর নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজ্যটিতে সফরও করেন রাহুল গান্ধী। সেই মণিপুর থেকেই তাঁর ভারত ন্যায় যাত্রা শুরুর পরিকল্পনা বাধাগ্রস্ত হলো এবার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারত ন্যায় যাত্রার আওতায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দেবেন রাহুল। ৬৬ দিনে মোট ১১০টি জেলায় ঘুরবেন তিনি। ২০ মার্চ মুম্বাইয়ে গিয়ে শেষ হবে এই যাত্রা। তবে মণিপুর থেকে যাত্রাটি শুরু হবে কি না তা সময়ই বলে দেবে।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৫ ঘণ্টা আগে