অনলাইন ডেস্ক
সরকারি হাসপাতালে নার্সদের তুলনায় চিকিৎসকেরা হাত কম ধুয়ে থাকেন। এমনকি করোনা মহামারির প্রকোপের সময়ও মাত্র ২০ শতাংশ চিকিৎসককে হাত ধুতে দেখা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দশবারের মধ্যে মাত্র একবারের কম সময়ে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করেছেন তাঁরা। ইএসআইসি মেডিকেল কলেজ ও পিজিআইএমএসআর কমিউনিটি মেডিসিন বিভাগের এক গবেষণায় এমনটা দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, চিকিৎসকদের তুলনায় অনেক নার্স তাঁদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। অন্তত ২৪ শতাংশ নার্স সঠিকভাবে তাঁদের হাত ধুয়েছেন, যেখানে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর ২৩ শতাংশ এবং চিকিৎসকদের মাত্র ১০ শতাংশ নিয়ম মেনেছেন।
চিকিৎসাসেবায় সম্পৃক্তদের স্বাস্থ্যবিধি মেনে হাত পরিষ্কার রোগীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে প্রায়শই হাসপাতালে সংক্রমণের শিকার হয় অনেকে। এ ছাড়া চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়।
ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জনস্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর করা গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘হেলিয়নে’ প্রকাশিত হয়েছিল। গবেষকেরা ছয়টি জেলার ১৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টদের পর্যবেক্ষণ করেছেন। মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিকস এবং শিশুরোগবিদ্যার মতো বিভাগ পর্যবেক্ষণ করা হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ, ওপিডি, কন্ট্রোল রুম, এবং নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) পর্যবেক্ষণ করা হয়েছিল।
সরকারি হাসপাতালে নার্সদের তুলনায় চিকিৎসকেরা হাত কম ধুয়ে থাকেন। এমনকি করোনা মহামারির প্রকোপের সময়ও মাত্র ২০ শতাংশ চিকিৎসককে হাত ধুতে দেখা গেছে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দশবারের মধ্যে মাত্র একবারের কম সময়ে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপগুলো অনুসরণ করেছেন তাঁরা। ইএসআইসি মেডিকেল কলেজ ও পিজিআইএমএসআর কমিউনিটি মেডিসিন বিভাগের এক গবেষণায় এমনটা দেখা গেছে।
গবেষণা অনুযায়ী, চিকিৎসকদের তুলনায় অনেক নার্স তাঁদের হাত ধোয়া এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। অন্তত ২৪ শতাংশ নার্স সঠিকভাবে তাঁদের হাত ধুয়েছেন, যেখানে অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীর ২৩ শতাংশ এবং চিকিৎসকদের মাত্র ১০ শতাংশ নিয়ম মেনেছেন।
চিকিৎসাসেবায় সম্পৃক্তদের স্বাস্থ্যবিধি মেনে হাত পরিষ্কার রোগীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ফলে প্রায়শই হাসপাতালে সংক্রমণের শিকার হয় অনেকে। এ ছাড়া চিকিৎসা ব্যয়ও বেড়ে যায়।
ভারতের তামিলনাড়ুর বেশ কয়েকটি জনস্বাস্থ্যকেন্দ্রে করোনা মহামারি চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে হাত ধোয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর করা গবেষণাটি বিজ্ঞান সাময়িকী ‘হেলিয়নে’ প্রকাশিত হয়েছিল। গবেষকেরা ছয়টি জেলার ১৮টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফার্মাসিস্টদের পর্যবেক্ষণ করেছেন। মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা, অর্থোপেডিকস এবং শিশুরোগবিদ্যার মতো বিভাগ পর্যবেক্ষণ করা হয়েছে। এ ছাড়া বহির্বিভাগ, ওপিডি, কন্ট্রোল রুম, এবং নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) পর্যবেক্ষণ করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
২২ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগে