অনলাইন ডেস্ক
নতুন ‘শিবসেনা’ গঠন করতে পারে ভারতের মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার বিদ্রোহী গ্রুপ। একনাথ সিন্ধের নেতৃত্বে দলটির নাম হতে পারে ‘শিবসেনা বালসাহেব ঠাকরে’। এদিকে, শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, একনাথ সিন্ধের পক্ষে রয়েছেন প্রায় ৫০ জন বিধায়ক। এই ৫০ জনের মধ্যে আবার ৪০ জনই শিবসেনার বিধায়ক।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাহী কমিটির নেতারা উদ্ধব ঠাকরেকে বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন। মুম্বাইয়ের শিবসেনা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যদি বিদ্রোহী গ্রুপ কর্তৃক ‘শিবসেনা বালসাহেব ঠাকরে’ নামে দল গঠনের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হবে। বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, ‘সেনা এখনো শেষ হয়ে যায়নি। যারা এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। যারা যেতে চায় তারা যেতে পারে, আমি নতুন শিবসেনা গড়ব।’
এর আগে, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার বিদ্রোহী গ্রুপ কর্তৃক তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন। যদিও একনাথ সিন্ধেসহ ৩৩ জন বিধায়ক ওই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন। তবে তাঁরা সরাসরি এই অনাস্থা প্রস্তাব পাঠাননি। তার বদলে তাঁরা ই-মেইলের মাধ্যমে তাঁদের প্রস্তাব পাঠিয়ে দেন। বিপরীতে ডেপুটি স্পিকার বিদ্রোহী গ্রুপের ১৬ বিধায়কের বিরুদ্ধে কেন তাঁদের অযোগ্য ঘোষণা করা হবে না, সে মর্মে নোটিশ জারি করেছেন।
এদিকে, আজ সকালে এক টুইটে একনাথ সিন্ধে বলেছেন, রাজ্য সরকার তাঁর বাড়িসহ ১৬ জন বিদ্রোহী বিধায়কের বাড়ির নিরাপত্তা প্রত্যাহার করেছে। তিনি রাজ্য সরকারের এমন আচরণকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছেন। তবে, একনাথের দাবিকে অস্বীকার করেছেন শিবসেনার প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত।
নতুন ‘শিবসেনা’ গঠন করতে পারে ভারতের মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার বিদ্রোহী গ্রুপ। একনাথ সিন্ধের নেতৃত্বে দলটির নাম হতে পারে ‘শিবসেনা বালসাহেব ঠাকরে’। এদিকে, শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুমতি দিয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, একনাথ সিন্ধের পক্ষে রয়েছেন প্রায় ৫০ জন বিধায়ক। এই ৫০ জনের মধ্যে আবার ৪০ জনই শিবসেনার বিধায়ক।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাহী কমিটির নেতারা উদ্ধব ঠাকরেকে বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন। মুম্বাইয়ের শিবসেনা ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যদি বিদ্রোহী গ্রুপ কর্তৃক ‘শিবসেনা বালসাহেব ঠাকরে’ নামে দল গঠনের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হবে। বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, ‘সেনা এখনো শেষ হয়ে যায়নি। যারা এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। যারা যেতে চায় তারা যেতে পারে, আমি নতুন শিবসেনা গড়ব।’
এর আগে, মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার বিদ্রোহী গ্রুপ কর্তৃক তাঁর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন। যদিও একনাথ সিন্ধেসহ ৩৩ জন বিধায়ক ওই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন। তবে তাঁরা সরাসরি এই অনাস্থা প্রস্তাব পাঠাননি। তার বদলে তাঁরা ই-মেইলের মাধ্যমে তাঁদের প্রস্তাব পাঠিয়ে দেন। বিপরীতে ডেপুটি স্পিকার বিদ্রোহী গ্রুপের ১৬ বিধায়কের বিরুদ্ধে কেন তাঁদের অযোগ্য ঘোষণা করা হবে না, সে মর্মে নোটিশ জারি করেছেন।
এদিকে, আজ সকালে এক টুইটে একনাথ সিন্ধে বলেছেন, রাজ্য সরকার তাঁর বাড়িসহ ১৬ জন বিদ্রোহী বিধায়কের বাড়ির নিরাপত্তা প্রত্যাহার করেছে। তিনি রাজ্য সরকারের এমন আচরণকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে আখ্যা দিয়েছেন। তবে, একনাথের দাবিকে অস্বীকার করেছেন শিবসেনার প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত।
এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩ ঘণ্টা আগে