অনলাইন ডেস্ক
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন। আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের পর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করেছে। এরপর থেকে বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার ‘বিপ্লব’ হবে।
কেজরিওয়ালকে এমন সময়ে গ্রেপ্তার করা হলো, যখন লোকসভা নির্বাচনের দ্বারপ্রান্তে ভারত। এমন ঘটনা অন্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও ঘটছে। কারও বাড়িতে তল্লাশি চলছে, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। দেশটির অন্যতম বড় দল কংগ্রেস অভিযোগ করেছে, তারা প্রচারের অর্থ জোগান দিতে পারছে না। কারণ, কর ফাঁকির অভিযোগে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
কেজরিওয়ালের গ্রেপ্তার দিল্লিতে ইতিহাস সৃষ্টি করেছে বলা যায়। কারণ এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কেউ গ্রেপ্তার হননি। কেজরিওয়াল গ্রেপ্তারের পর আম আদমি পার্টির মুখপাত্র বলেছেন, ‘মোদির নোংরা রাজনীতির শিকার কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না, জেল থেকেই দিল্লি সরকার চালাবেন।’
কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৯ বার ডাকা হয়েছিল। তিনি সাড়া দেননি। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘সব মোদির খেয়াল। এ পর্যন্ত সরকার দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁরা আরও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে, এটা সম্ভব।’
গত মাসে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয়। পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন এই নেতা। সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা। আম আদমি পার্টি, কংগ্রেসের মতো এই মোর্চাও বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে আছে। এই জোট আশা করছে, মোদির টানা তৃতীয়বার ক্ষমতায় আসা ঠেকানো যাবে এবার।
বিশ্লেষকেরা বলছেন, এই নেতাদের গ্রেপ্তার মোদি এবং তাঁর দল বিজেপির জন্য ঝুঁকির কারণ হতে পারে। এমন গ্রেপ্তারের কারণে তাঁরা জনগণের সহমর্মিতা পাবেন। বিরোধীদের জোট ভাঙার বদলে এসব গ্রেপ্তারের ঘটনা তাঁদের আরও জোটবদ্ধ করবে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অসিম আলী বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার মধ্য দিয়ে মোদি সরকার শুধু নিজের কর্তৃত্ববাদী এবং খ্যাপাটে ঘোড়া হিসেবে জাহির করল তা-ই নয়; বরং এর মাধ্যমে দোদুল্যমান ভোটারদের আম আদমিকে ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। তিনি আরও বলেন, ‘কেজরিওয়ালকে শহীদি মর্যাদা পাওয়ার সুযোগ করে দিল বিজেপি।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, ভারতে যে মানবাধিকার নির্লজ্জভাবে লঙ্ঘিত হচ্ছে, কেজরিওয়ালের গ্রেপ্তার তারই অংশ।
আল-জাজিরার থেকে সংক্ষেপিত
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন। আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের পর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) তাঁকে গ্রেপ্তার করেছে। এরপর থেকে বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে এবার ‘বিপ্লব’ হবে।
কেজরিওয়ালকে এমন সময়ে গ্রেপ্তার করা হলো, যখন লোকসভা নির্বাচনের দ্বারপ্রান্তে ভারত। এমন ঘটনা অন্য বিরোধী দলের নেতাদের সঙ্গেও ঘটছে। কারও বাড়িতে তল্লাশি চলছে, কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। দেশটির অন্যতম বড় দল কংগ্রেস অভিযোগ করেছে, তারা প্রচারের অর্থ জোগান দিতে পারছে না। কারণ, কর ফাঁকির অভিযোগে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
কেজরিওয়ালের গ্রেপ্তার দিল্লিতে ইতিহাস সৃষ্টি করেছে বলা যায়। কারণ এর আগে দিল্লিতে মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় কেউ গ্রেপ্তার হননি। কেজরিওয়াল গ্রেপ্তারের পর আম আদমি পার্টির মুখপাত্র বলেছেন, ‘মোদির নোংরা রাজনীতির শিকার কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না, জেল থেকেই দিল্লি সরকার চালাবেন।’
কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ৯ বার ডাকা হয়েছিল। তিনি সাড়া দেননি। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, ‘সব মোদির খেয়াল। এ পর্যন্ত সরকার দুজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁরা আরও মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে পারে, এটা সম্ভব।’
গত মাসে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয়। পদত্যাগের কয়েক ঘণ্টা পরই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন এই নেতা। সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা। আম আদমি পার্টি, কংগ্রেসের মতো এই মোর্চাও বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটে আছে। এই জোট আশা করছে, মোদির টানা তৃতীয়বার ক্ষমতায় আসা ঠেকানো যাবে এবার।
বিশ্লেষকেরা বলছেন, এই নেতাদের গ্রেপ্তার মোদি এবং তাঁর দল বিজেপির জন্য ঝুঁকির কারণ হতে পারে। এমন গ্রেপ্তারের কারণে তাঁরা জনগণের সহমর্মিতা পাবেন। বিরোধীদের জোট ভাঙার বদলে এসব গ্রেপ্তারের ঘটনা তাঁদের আরও জোটবদ্ধ করবে।
এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অসিম আলী বলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে খড়্গহস্ত হওয়ার মধ্য দিয়ে মোদি সরকার শুধু নিজের কর্তৃত্ববাদী এবং খ্যাপাটে ঘোড়া হিসেবে জাহির করল তা-ই নয়; বরং এর মাধ্যমে দোদুল্যমান ভোটারদের আম আদমিকে ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। তিনি আরও বলেন, ‘কেজরিওয়ালকে শহীদি মর্যাদা পাওয়ার সুযোগ করে দিল বিজেপি।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আকার প্যাটেল বলেন, ভারতে যে মানবাধিকার নির্লজ্জভাবে লঙ্ঘিত হচ্ছে, কেজরিওয়ালের গ্রেপ্তার তারই অংশ।
আল-জাজিরার থেকে সংক্ষেপিত
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৪ ঘণ্টা আগে