অনলাইন ডেস্ক
রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। দেশটিকে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান বাবদ ৭২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে সংস্থাটি। চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের অর্থ জোগান দিচ্ছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া ও আইসল্যান্ড। আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।
এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো, যারা ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করছে, তাদের জন্যও অতিরিক্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম ব্যাঘাতের মুখে ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিশ্বব্যাংক।’
বিশ্বব্যাংক বলছে, এই তহবিল ইউক্রেনের সরকারকে কর্মকাণ্ড পরিচালনা করতে, বয়স্কদের জন্য পেনশন নিশ্চিত করতে, হাসপাতালের কর্মীদের বেতন প্রদান করতে এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে নিতে সহায়তা করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক অনুমোদিত এই তহবিলের মধ্যে ৪৮৯ মিলিয়ন ডলার ঋণ ও ২৩৪ মিলিয়ন ডলার অনুদান। ঋণদাতাদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস ও সুইডেন। আর অনুদানদাতাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ও জাপান। যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ১৩৪ মিলিয়ন ডলার ও জাপান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ার আক্রমণের মুখে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়। শরণার্থীতে পরিণত হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক নাগরিক।
রুশ আক্রমণে বিপর্যস্ত ইউক্রেন। দেশটিকে সহায়তা করতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান বাবদ ৭২ কোটি ৩০ লাখ ডলারের তহবিল বরাদ্দ দিয়েছে সংস্থাটি। চলমান পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের অর্থ জোগান দিচ্ছে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া ও আইসল্যান্ড। আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।
এছাড়া ইউক্রেনের প্রতিবেশী দেশগুলো, যারা ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করছে, তাদের জন্যও অতিরিক্ত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা এবং চরম ব্যাঘাতের মুখে ইউক্রেন এবং ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিশ্বব্যাংক।’
বিশ্বব্যাংক বলছে, এই তহবিল ইউক্রেনের সরকারকে কর্মকাণ্ড পরিচালনা করতে, বয়স্কদের জন্য পেনশন নিশ্চিত করতে, হাসপাতালের কর্মীদের বেতন প্রদান করতে এবং ঝুঁকিপূর্ণদের জন্য সামাজিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে নিতে সহায়তা করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক অনুমোদিত এই তহবিলের মধ্যে ৪৮৯ মিলিয়ন ডলার ঋণ ও ২৩৪ মিলিয়ন ডলার অনুদান। ঋণদাতাদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস ও সুইডেন। আর অনুদানদাতাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ও জাপান। যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড ১৩৪ মিলিয়ন ডলার ও জাপান ১০০ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে।
উল্লেখ্য, রাশিয়ার আক্রমণের মুখে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে ১৭ লাখেরও বেশি ইউক্রেনীয়। শরণার্থীতে পরিণত হওয়া এসব মানুষের বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক নাগরিক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
১২ মিনিট আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগে