অনলাইন ডেস্ক
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেন সফরের পরিকল্পনা করেছিলেন। তবে সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জেলেনস্কি গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মূলত জাতিসংঘের মহাসচিব রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়ার তাঁর প্রতি নাখোশ হয়েছেন জেলেনস্কি। আর তাই তিনি তাঁকে কিয়েভে ঢুকতে দেবে না বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
কিয়েভ বৃহস্পতিবার ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করায় গুতেরেসের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ব্রিকস সম্মেলনে গুতেরেস ইউক্রেনে ‘ন্যায়সংগত শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং তিনি বারবার এই আগ্রাসনের নিন্দা করেছেন।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় গুতেরেস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছিল বলে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান। তিনি বলেন, ‘সেই সময় থেকে জাতিসংঘ ও ইউক্রেন একটি পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা করে যাচ্ছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের এক কর্মকর্তা জানান, ব্রিকস সম্মেলনে গুতেরেসের উপস্থিতির কারণে জেলেনস্কি এখন সেই সফর প্রত্যাখ্যান করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, গুতেরেসের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত জাতিসংঘের সুনাম ক্ষতিগ্রস্ত করেছে।
জেলেনস্কি গুতেরেসের ব্রিকস সম্মেলনে উপস্থিতির নিন্দা করে বলেছেন, ‘যদিও এর কিছু কর্মকর্তা কাজানের প্রলোভনকে জাতিসংঘ সনদের মূল চেতনার চেয়ে প্রাধান্য দিয়েছেন তবুও পৃথিবী এমনভাবেই গঠিত যে, কোনো একটি রাষ্ট্রের অধিকার এবং আন্তর্জাতিক আইনের নিয়ম সর্বদা গুরুত্বপূর্ণ থাকবে।’
এর আগে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করে। রাশিয়ার হামলায় ইউক্রেনে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বসতি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেন সফরের পরিকল্পনা করেছিলেন। তবে সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, জেলেনস্কি গুতেরেসের কিয়েভ সফরের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মূলত জাতিসংঘের মহাসচিব রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়ার তাঁর প্রতি নাখোশ হয়েছেন জেলেনস্কি। আর তাই তিনি তাঁকে কিয়েভে ঢুকতে দেবে না বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
কিয়েভ বৃহস্পতিবার ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ায় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করায় গুতেরেসের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ব্রিকস সম্মেলনে গুতেরেস ইউক্রেনে ‘ন্যায়সংগত শান্তি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং তিনি বারবার এই আগ্রাসনের নিন্দা করেছেন।
গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় গুতেরেস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ইউক্রেন সফর নিয়ে আলোচনা হয়েছিল বলে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান। তিনি বলেন, ‘সেই সময় থেকে জাতিসংঘ ও ইউক্রেন একটি পারস্পরিক সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা করে যাচ্ছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের এক কর্মকর্তা জানান, ব্রিকস সম্মেলনে গুতেরেসের উপস্থিতির কারণে জেলেনস্কি এখন সেই সফর প্রত্যাখ্যান করেছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কর্মকর্তা। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, গুতেরেসের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত জাতিসংঘের সুনাম ক্ষতিগ্রস্ত করেছে।
জেলেনস্কি গুতেরেসের ব্রিকস সম্মেলনে উপস্থিতির নিন্দা করে বলেছেন, ‘যদিও এর কিছু কর্মকর্তা কাজানের প্রলোভনকে জাতিসংঘ সনদের মূল চেতনার চেয়ে প্রাধান্য দিয়েছেন তবুও পৃথিবী এমনভাবেই গঠিত যে, কোনো একটি রাষ্ট্রের অধিকার এবং আন্তর্জাতিক আইনের নিয়ম সর্বদা গুরুত্বপূর্ণ থাকবে।’
এর আগে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন অভিযান শুরু করে। রাশিয়ার হামলায় ইউক্রেনে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বসতি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৬ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
১১ ঘণ্টা আগে