অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ৭০ বছর আগে মানবতার পক্ষের জোট যেভাবে হিটলারকে থামিয়েছিল, সেভাবেই এখন নেতানিয়াহুকে থামাতে হবে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ান এ কথা বলেন। এ সময় তিনি বিশ্বনেতাদের কাছে নেতানিয়াহুর ‘হত্যাকাণ্ডের নেটওয়ার্ক বা জাল’ ছিন্নভিন্ন করে দেওয়ার আহ্বান জানান। গাজাকে ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’ আখ্যা দিয়ে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আজ থেকে ৭০ বছর আগে হিটলারকে মানবতার পক্ষের জোট যেভাবে থামিয়েছিল, ঠিক সেভাবে নেতানিয়াহু এবং তাঁর হত্যাকাণ্ডের নেটওয়ার্ক বন্ধ করতে হবে মানবতার জোটকে।’ এরদোয়ান এ সময় বলেন, নেতানিয়াহু তাঁর রাজনৈতিক ভাগ্যের স্বার্থে সমগ্র অঞ্চলকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
ভাষণে এরদোয়ান গাজায় গণহত্যা রোধে ব্যর্থতার জন্য জাতিসংঘের ব্যাপক সমালোচনা করেন এবং সংস্থাটিকে আরও প্রতিনিধিত্বমূলক ও কার্যকর করার জন্য সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ পাঁচ স্থায়ী সদস্যদের স্বার্থের প্রতি খুব বেশি মনোযোগী হওয়ায় সংস্থাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে।
এরদোয়ান ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালানোর পরও ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে অভিযুক্ত করেন। তিনি গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি-বন্দী বিনিময় এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এরদোয়ান গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তুরস্কের জনগণ ইসরায়েলের জনগণের প্রতি কোনো শত্রুতা পোষণ করে না।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘মুসলমানদের যেভাবে আমাদের বিশ্বাসের কারণে লক্ষ্যবস্তু করা হয়, আমরা এর বিরুদ্ধে। একইভাবে আমরা ইহুদিবিদ্বেষেরও বিরুদ্ধে। আমাদের সমস্যা ইসরায়েল সরকারের গণহত্যা নীতি নিয়ে। আমাদের সমস্যা নিপীড়ন ও অত্যাচার নিয়ে, ঠিক যেমনটা ছিল পাঁচ শতাব্দী আগে।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ৭০ বছর আগে মানবতার পক্ষের জোট যেভাবে হিটলারকে থামিয়েছিল, সেভাবেই এখন নেতানিয়াহুকে থামাতে হবে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ান এ কথা বলেন। এ সময় তিনি বিশ্বনেতাদের কাছে নেতানিয়াহুর ‘হত্যাকাণ্ডের নেটওয়ার্ক বা জাল’ ছিন্নভিন্ন করে দেওয়ার আহ্বান জানান। গাজাকে ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’ আখ্যা দিয়ে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেন।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আজ থেকে ৭০ বছর আগে হিটলারকে মানবতার পক্ষের জোট যেভাবে থামিয়েছিল, ঠিক সেভাবে নেতানিয়াহু এবং তাঁর হত্যাকাণ্ডের নেটওয়ার্ক বন্ধ করতে হবে মানবতার জোটকে।’ এরদোয়ান এ সময় বলেন, নেতানিয়াহু তাঁর রাজনৈতিক ভাগ্যের স্বার্থে সমগ্র অঞ্চলকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
ভাষণে এরদোয়ান গাজায় গণহত্যা রোধে ব্যর্থতার জন্য জাতিসংঘের ব্যাপক সমালোচনা করেন এবং সংস্থাটিকে আরও প্রতিনিধিত্বমূলক ও কার্যকর করার জন্য সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ পাঁচ স্থায়ী সদস্যদের স্বার্থের প্রতি খুব বেশি মনোযোগী হওয়ায় সংস্থাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়েছে।
এরদোয়ান ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা চালানোর পরও ইসরায়েলকে জবাবদিহির আওতায় না আনায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে অভিযুক্ত করেন। তিনি গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি-বন্দী বিনিময় এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এরদোয়ান গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার প্রতি তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে তিনি জোর দিয়ে বলেন, তুরস্কের জনগণ ইসরায়েলের জনগণের প্রতি কোনো শত্রুতা পোষণ করে না।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘মুসলমানদের যেভাবে আমাদের বিশ্বাসের কারণে লক্ষ্যবস্তু করা হয়, আমরা এর বিরুদ্ধে। একইভাবে আমরা ইহুদিবিদ্বেষেরও বিরুদ্ধে। আমাদের সমস্যা ইসরায়েল সরকারের গণহত্যা নীতি নিয়ে। আমাদের সমস্যা নিপীড়ন ও অত্যাচার নিয়ে, ঠিক যেমনটা ছিল পাঁচ শতাব্দী আগে।’
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৭ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১১ ঘণ্টা আগে