অনলাইন ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপকারীদের শাস্তির মুখোমুখি করতে ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া। আজ রোববার রাশিয়ার এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, দেশটির আইনপ্রণেতারা রাশিয়ার ভূখণ্ডে নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টাকারীদের শাস্তির মুখোমুখি করার প্রস্তাব উত্থাপন করবেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার পার্লামেন্ট স্টেট ডুমার সদস্য আন্দ্রেই ক্লিশাস বার্তা আদান-প্রদান মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘স্টেট ডুমায় আমি ও আমার সহকর্মীরা এ বিষয়ে প্রাথমিক কাজ শেষ করেছি। সোমবার আমরা রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধমূলক ব্যবস্থা (নিষেধাজ্ঞা)) বাস্তবায়নের বিরুদ্ধে ফৌজদারি আইনে সংশোধনী আনব।’
আন্দ্রেই ক্লিশাস বলেন, ‘আমরা বিষয়টি অতি দ্রুত স্টেট ডুমার মাধ্যমে সংশোধন করে আইনে পরিণত করতে উন্মুখ।’ তবে যেসব দেশ বা যারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও বাস্তবায়ন করেছে, রাশিয়া তাদের কীভাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে তা পরিষ্কার করেননি ক্লিশাস।
এর আগে গত মার্চ মাসের প্রথম দিকে রাশিয়ার আইনপ্রণেতারা ‘ভুয়া তথ্য’ ছাড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে আইন সংশোধন করেছে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, বাল্টিক দেশগুলো আর রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে না বলে জানিয়েছে। বাল্টিকভুক্ত দেশ লাটভিয়া জানিয়েছে, বাল্টিক দেশগুলো রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে না। কারণ হিসেবে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কনেক্সাস বাল্টিক গ্রিডের সিইও উলদিস বারিস শনিবার বলেন, ‘রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে আমাদের আর কোনো আস্থা নেই। বর্তমান ঘটনাগুলো আমাদের স্পষ্টভাবে দেখায় যে রাশিয়ার ওপর কোনো আস্থা রাখা উচিত নয়।’
লাটভিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে উলদিস বারিস আরও বলেন, ‘১ এপ্রিল থেকে লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আর আমদানি করছে না। বাল্টিক দেশগুলো বর্তমানে লাটভিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের মজুত থেকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাচ্ছে।’
রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপকারীদের শাস্তির মুখোমুখি করতে ব্যবস্থা নিতে যাচ্ছে রাশিয়া। আজ রোববার রাশিয়ার এক জ্যেষ্ঠ আইনপ্রণেতা জানিয়েছেন, দেশটির আইনপ্রণেতারা রাশিয়ার ভূখণ্ডে নিষেধাজ্ঞা বাস্তবায়নের চেষ্টাকারীদের শাস্তির মুখোমুখি করার প্রস্তাব উত্থাপন করবেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার পার্লামেন্ট স্টেট ডুমার সদস্য আন্দ্রেই ক্লিশাস বার্তা আদান-প্রদান মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘স্টেট ডুমায় আমি ও আমার সহকর্মীরা এ বিষয়ে প্রাথমিক কাজ শেষ করেছি। সোমবার আমরা রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে বিদেশি রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিনিষেধমূলক ব্যবস্থা (নিষেধাজ্ঞা)) বাস্তবায়নের বিরুদ্ধে ফৌজদারি আইনে সংশোধনী আনব।’
আন্দ্রেই ক্লিশাস বলেন, ‘আমরা বিষয়টি অতি দ্রুত স্টেট ডুমার মাধ্যমে সংশোধন করে আইনে পরিণত করতে উন্মুখ।’ তবে যেসব দেশ বা যারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও বাস্তবায়ন করেছে, রাশিয়া তাদের কীভাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনবে তা পরিষ্কার করেননি ক্লিশাস।
এর আগে গত মার্চ মাসের প্রথম দিকে রাশিয়ার আইনপ্রণেতারা ‘ভুয়া তথ্য’ ছাড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ গণ্য করে আইন সংশোধন করেছে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, বাল্টিক দেশগুলো আর রাশিয়া থেকে গ্যাস আমদানি করবে না বলে জানিয়েছে। বাল্টিকভুক্ত দেশ লাটভিয়া জানিয়েছে, বাল্টিক দেশগুলো রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করবে না। কারণ হিসেবে জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাটভিয়ার প্রাকৃতিক গ্যাস স্টোরেজ পরিচালনাকারী প্রতিষ্ঠান কনেক্সাস বাল্টিক গ্রিডের সিইও উলদিস বারিস শনিবার বলেন, ‘রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে আমাদের আর কোনো আস্থা নেই। বর্তমান ঘটনাগুলো আমাদের স্পষ্টভাবে দেখায় যে রাশিয়ার ওপর কোনো আস্থা রাখা উচিত নয়।’
লাটভিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে উলদিস বারিস আরও বলেন, ‘১ এপ্রিল থেকে লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়া রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আর আমদানি করছে না। বাল্টিক দেশগুলো বর্তমানে লাটভিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের মজুত থেকে নিজেদের জ্বালানি চাহিদা মেটাচ্ছে।’
শিশুরা অসংখ্য সংকটের সম্মুখীন হচ্ছে। জলবায়ু বিপর্যয় থেকে শুরু করে অনলাইনের ঝুঁকি বাড়ছে। এগুলো ভবিষ্যতে আরও তীব্র হবে। বছরের পর বছর ধরে অর্জিত সাফল্য, বিশেষ করে কমবয়সী মেয়েরা, এখন হুমকির মুখে।
২ ঘণ্টা আগেগাজার কোনো বাসিন্দা হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলে ৫০ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া তাঁকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে নিরাপদ স্থানে নিয়ে নেওয়ার ব্যবস্থাও করবে ইসরায়েলি সরকার।
২ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের ডিজিটাল মাধ্যম থেকে মুসলিমবিরোধী ভিডিও সরাতে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি
৩ ঘণ্টা আগে