অনলাইন ডেস্ক
রাশিয়ার সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে ‘তুলনামূলক পরিকল্পনা’ প্রস্তুত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার তিনি বলেছেন, কীভাবে চলতি বছর শেষ হওয়ার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করা যায় সে বিষয়ে একটি তুলনামূলক পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুজারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই পরিকল্পনা প্রস্তুতের কথা জানান।
বর্তমান সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা চলছে না এবং দুই দেশের প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের জেলেনস্কি যে ধরনের বক্তব্য জনসমক্ষে দিচ্ছেন তাতে মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো শান্তি আসবে এমনটা ভাবাও কষ্টকর। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্য আশার আলো হয়ে এসেছে।
কিয়েভের সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমাদের এমন একটি পরিকল্পনা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে যা বিশ্বের বেশির ভাগ দেশ সমর্থন করবে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা কূটনৈতিক পথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
চলতি মাসের শুরুতে ইউক্রেনের জেলেনস্কি মিত্র দেশ সুইজারল্যান্ডের আয়োজনে একটি শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোই যোগ দিয়েছিল এবং সেখানে রাশিয়াকে আমন্ত্রণই জানানো হয়নি। মূলত ইউক্রেনের অবস্থানের প্রতি পশ্চিমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত সেই সম্মেলনে অংশ নেওয়া বেশির ভাগ দেশই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতি জোর আরোপ করে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঠিক একই সময়ে দাবি করেন, ইউক্রেন যদি রাশিয়ার দখল করা অঞ্চলের দাবি ছেড়ে দেয়, তবেই শান্তি আলোচনা হতে পারে এবং তৎক্ষণাৎ যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
তবে ইউক্রেন বারবার বলেছে, শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপকেও মস্কোকে ছেড়ে দিতে হবে।
এর আগে, গত বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে জেলেনস্কি বলেন, তিনি কয়েক মাসের মধ্যে একটি ‘বিশদ পরিকল্পনা’ উপস্থাপন করবেন। ইউক্রেনের সামরিক ও বেসামরিক প্রাণহানির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে খুব বেশি সময় নেই।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেনারা ইউক্রেনের রণক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল শুক্রবারও একটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। রাশিয়া বর্তমানে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। বিপরীতে ইউক্রেনের সেনাসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে এবং অস্ত্র-গোলাবারুদও ফুরিয়ে আসছে। ফলে রণক্ষেত্রে রাশিয়ার বিপরীতে ইউক্রেন ক্রমেই পিছিয়ে পড়ছে।
রাশিয়ার সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে ‘তুলনামূলক পরিকল্পনা’ প্রস্তুত করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার তিনি বলেছেন, কীভাবে চলতি বছর শেষ হওয়ার আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করা যায় সে বিষয়ে একটি তুলনামূলক পরিকল্পনা নিয়ে কাজ করছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পির্ক মুজারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই পরিকল্পনা প্রস্তুতের কথা জানান।
বর্তমান সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো আলোচনা চলছে না এবং দুই দেশের প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের জেলেনস্কি যে ধরনের বক্তব্য জনসমক্ষে দিচ্ছেন তাতে মনে হচ্ছে, অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো শান্তি আসবে এমনটা ভাবাও কষ্টকর। এই অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্য আশার আলো হয়ে এসেছে।
কিয়েভের সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমাদের এমন একটি পরিকল্পনা প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি পরিকল্পনা প্রস্তুত করতে হবে যা বিশ্বের বেশির ভাগ দেশ সমর্থন করবে।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা কূটনৈতিক পথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
চলতি মাসের শুরুতে ইউক্রেনের জেলেনস্কি মিত্র দেশ সুইজারল্যান্ডের আয়োজনে একটি শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোই যোগ দিয়েছিল এবং সেখানে রাশিয়াকে আমন্ত্রণই জানানো হয়নি। মূলত ইউক্রেনের অবস্থানের প্রতি পশ্চিমাদের সমর্থন পুনর্ব্যক্ত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত সেই সম্মেলনে অংশ নেওয়া বেশির ভাগ দেশই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রতি জোর আরোপ করে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ঠিক একই সময়ে দাবি করেন, ইউক্রেন যদি রাশিয়ার দখল করা অঞ্চলের দাবি ছেড়ে দেয়, তবেই শান্তি আলোচনা হতে পারে এবং তৎক্ষণাৎ যুদ্ধ বন্ধ হয়ে যাবে।
তবে ইউক্রেন বারবার বলেছে, শান্তি আলোচনা শুরুর আগে রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপকেও মস্কোকে ছেড়ে দিতে হবে।
এর আগে, গত বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে জেলেনস্কি বলেন, তিনি কয়েক মাসের মধ্যে একটি ‘বিশদ পরিকল্পনা’ উপস্থাপন করবেন। ইউক্রেনের সামরিক ও বেসামরিক প্রাণহানির দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে খুব বেশি সময় নেই।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেনারা ইউক্রেনের রণক্ষেত্রে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল শুক্রবারও একটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। রাশিয়া বর্তমানে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। বিপরীতে ইউক্রেনের সেনাসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে এবং অস্ত্র-গোলাবারুদও ফুরিয়ে আসছে। ফলে রণক্ষেত্রে রাশিয়ার বিপরীতে ইউক্রেন ক্রমেই পিছিয়ে পড়ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ মিনিট আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২৮ মিনিট আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৯ ঘণ্টা আগে