অনলাইন ডেস্ক
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটোর নেতৃত্বাধীন মিত্ররা ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এসব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ন্যাটো মিত্রদের প্রতিশ্রুত অস্ত্রের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও রাডার। যুক্তরাষ্ট্র এর আগে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। জার্মানির একটি হাইটেক সিস্টেম ইতিমধ্যে ইউক্রেনে রয়েছে।
বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ৫০টি দেশের শীর্ষ সম্মেলনে এই অস্ত্রগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিয়েভ এই শীর্ষ সম্মেলনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।
ইউক্রেন বলেছে, গত সোম ও মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম দিনের ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এসব হামলার কারণে বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানী কিয়েভে রেশনিং ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনে এসব হামলা করা হয়েছে। রাশিয়া অভিযোগ করে বলেছে, কিয়েভের গোয়েন্দা বাহিনীর আয়োজনে সেতুটিতে ইউক্রেন হামলা করেছে।
এদিকে যুক্তরাজ্য বলেছে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনের তথ্য সংগ্রহব্যবস্থা উন্নত করতে তারা শত শত এরিয়াল ড্রোন দেবে। ইতিমধ্যে ৬৪টি হাউইটজার কামান বন্দুক দিয়েছে। আরও ১৮টি দেবে বলে ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার সর্বশেষ নির্বিচার হামলা বলে দিচ্ছে ইউক্রেনকে রক্ষায় আমাদের আরও বেশি সমর্থন দেওয়া উচিত। আমরা মনে করি, এই অস্ত্রগুলো ইউক্রেনকে তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবে।’
বুধবার ব্রাসেলসের বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘তাদের (ইউক্রেনীয়দের) বাঁচিয়ে রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন, তা করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্যারিস ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে। তবে কী ধরনের অস্ত্র তিনি পাঠাবেন, তা নিশ্চিত করে বলেননি। তিনি বলেছেন, ফ্রান্সের প্রধান কাজ হবে ইউক্রেনের মানুষকে ড্রোন হামলা থেকে রক্ষা করা।
নেদারল্যান্ডস বলেছে, তারা ইউক্রেনকে ১ কোটি ৫০ লাখ ইউরো মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।
অন্যদিকে কানাডা স্যাটেলাইট যোগাযোগ, ড্রোন ক্যামেরাসহ ৪ কোটি ৭০ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী গতকাল বুধবার বলেছে, বেশ কয়েকটি অত্যাধুনিক আইআরআইএস-টি এসএলএম অস্ত্র জার্মানি থেকে ইউক্রেনে সরবরাহ করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরেই ইউক্রেনের মিত্রদের ইউক্রেনের জন্য একটি ‘এয়ার শিল্ড’ তৈরি করতে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করতে বলছিলেন।
তবে রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের মিত্রদের কিয়েভকে উন্নত অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্ক করে আসছে।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর ন্যাটোর নেতৃত্বাধীন মিত্ররা ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এসব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
ন্যাটো মিত্রদের প্রতিশ্রুত অস্ত্রের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও রাডার। যুক্তরাষ্ট্র এর আগে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। জার্মানির একটি হাইটেক সিস্টেম ইতিমধ্যে ইউক্রেনে রয়েছে।
বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ৫০টি দেশের শীর্ষ সম্মেলনে এই অস্ত্রগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিয়েভ এই শীর্ষ সম্মেলনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।
ইউক্রেন বলেছে, গত সোম ও মঙ্গলবার ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম দিনের ড্রোন হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এসব হামলার কারণে বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। রাজধানী কিয়েভে রেশনিং ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুতে হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনে এসব হামলা করা হয়েছে। রাশিয়া অভিযোগ করে বলেছে, কিয়েভের গোয়েন্দা বাহিনীর আয়োজনে সেতুটিতে ইউক্রেন হামলা করেছে।
এদিকে যুক্তরাজ্য বলেছে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনের তথ্য সংগ্রহব্যবস্থা উন্নত করতে তারা শত শত এরিয়াল ড্রোন দেবে। ইতিমধ্যে ৬৪টি হাউইটজার কামান বন্দুক দিয়েছে। আরও ১৮টি দেবে বলে ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক এলাকায় রাশিয়ার সর্বশেষ নির্বিচার হামলা বলে দিচ্ছে ইউক্রেনকে রক্ষায় আমাদের আরও বেশি সমর্থন দেওয়া উচিত। আমরা মনে করি, এই অস্ত্রগুলো ইউক্রেনকে তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়তা করবে।’
বুধবার ব্রাসেলসের বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘তাদের (ইউক্রেনীয়দের) বাঁচিয়ে রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন, তা করতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্যারিস ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে। তবে কী ধরনের অস্ত্র তিনি পাঠাবেন, তা নিশ্চিত করে বলেননি। তিনি বলেছেন, ফ্রান্সের প্রধান কাজ হবে ইউক্রেনের মানুষকে ড্রোন হামলা থেকে রক্ষা করা।
নেদারল্যান্ডস বলেছে, তারা ইউক্রেনকে ১ কোটি ৫০ লাখ ইউরো মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে।
অন্যদিকে কানাডা স্যাটেলাইট যোগাযোগ, ড্রোন ক্যামেরাসহ ৪ কোটি ৭০ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী গতকাল বুধবার বলেছে, বেশ কয়েকটি অত্যাধুনিক আইআরআইএস-টি এসএলএম অস্ত্র জার্মানি থেকে ইউক্রেনে সরবরাহ করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরেই ইউক্রেনের মিত্রদের ইউক্রেনের জন্য একটি ‘এয়ার শিল্ড’ তৈরি করতে আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহ করতে বলছিলেন।
তবে রাশিয়া শুরু থেকেই ইউক্রেনের মিত্রদের কিয়েভকে উন্নত অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্ক করে আসছে।
অপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৪ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেকোভিড-১৯ মহামারির প্রভাব এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই পতনের প্রধান কারণ। জাতীয় দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণ টিমের নীতি বিশেষজ্ঞ এগা কুরনিয়া ইয়াজিদ বলেন, ‘বিভিন্ন আন্তঃসংযুক্ত কারণ মধ্যবিত্ত শ্রেণির সংকোচনের জন্য দায়ী। মধ্যবিত্তরা মূলত কর রাজস্বে বড় অবদান রাখে। কিন্তু তারা খুবই সীমিত
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন প্রায় ৯০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনবিরোধী সহিংসতার অভিযোগে গতকাল বৃহস্পতিবার এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। বার্তা
৬ ঘণ্টা আগে