অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। আজ শনিবার (০২ নভেম্বর) নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী এই ব্যাডেনক। তিনি বলেন, তাঁদের দল বামপন্থী সরকারের মতো পরিচালনা করার কারণে রাজনৈতিক কেন্দ্র থেকে সরে গেছে। তাই এখন দলটির ঐতিহ্যবাহী আদর্শে ফিরে আসা উচিত।
যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী নেতা হিসেবে ব্যাডেনক কাজ শুরু করবেন। তিনি সম্ভবত রাষ্ট্রের আকার ছোট করার নীতিকে সমর্থন করবেন ও তাঁর মতে প্রতিষ্ঠানিক বামপন্থী চিন্তাকে চ্যালেঞ্জ করবেন।
মাসব্যাপী নেতৃত্ব প্রতিযোগিতার চূড়ান্ত গণনার দিন সমর্থকদের তিনি বলেন, ‘সত্য বলার সময় এসেছে’। কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে পরাজিত হয়েছিল— সেসব প্রশ্নের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়।’
২০১৬ সালের মাঝামাঝি থেকে কনজারভেটিভদের পঞ্চম নেতা হলেন ব্যাডেনক। দলের ৫৩ হাজার ৮০৬ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিকের পক্ষে ভোট পড়েছে ৪১ হাজার ৩৮৮টি।
২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কনজারভেটিভ পার্টির কেউ কেউ সেই নির্বাচন জয় নিয়ে আবার ক্ষমতায় আসাব স্বপ্ন দেখছেন। তবে মধ্যপন্থী কনজারভেটিভরা বলছেন, ব্যাডেনকের অবস্থানের কারণে দলের মধ্যপন্থী অংশ এবং গত নির্বাচনে মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটরা কিছু ভোটার নিয়ে যেতে পারে।
দলীয় সদস্যদের উদ্দেশে ব্যাডেনক বলেন, ‘আমাদের সামনে কঠিন কিন্তু সহজ কাজটি দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দায়িত্ব হলো লেবার সরকারকে জবাবদিহি করা। আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আগামী কয়েক বছর ধরে সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া।’
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। আজ শনিবার (০২ নভেম্বর) নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী এই ব্যাডেনক। তিনি বলেন, তাঁদের দল বামপন্থী সরকারের মতো পরিচালনা করার কারণে রাজনৈতিক কেন্দ্র থেকে সরে গেছে। তাই এখন দলটির ঐতিহ্যবাহী আদর্শে ফিরে আসা উচিত।
যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী নেতা হিসেবে ব্যাডেনক কাজ শুরু করবেন। তিনি সম্ভবত রাষ্ট্রের আকার ছোট করার নীতিকে সমর্থন করবেন ও তাঁর মতে প্রতিষ্ঠানিক বামপন্থী চিন্তাকে চ্যালেঞ্জ করবেন।
মাসব্যাপী নেতৃত্ব প্রতিযোগিতার চূড়ান্ত গণনার দিন সমর্থকদের তিনি বলেন, ‘সত্য বলার সময় এসেছে’। কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে পরাজিত হয়েছিল— সেসব প্রশ্নের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়।’
২০১৬ সালের মাঝামাঝি থেকে কনজারভেটিভদের পঞ্চম নেতা হলেন ব্যাডেনক। দলের ৫৩ হাজার ৮০৬ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিকের পক্ষে ভোট পড়েছে ৪১ হাজার ৩৮৮টি।
২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কনজারভেটিভ পার্টির কেউ কেউ সেই নির্বাচন জয় নিয়ে আবার ক্ষমতায় আসাব স্বপ্ন দেখছেন। তবে মধ্যপন্থী কনজারভেটিভরা বলছেন, ব্যাডেনকের অবস্থানের কারণে দলের মধ্যপন্থী অংশ এবং গত নির্বাচনে মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটরা কিছু ভোটার নিয়ে যেতে পারে।
দলীয় সদস্যদের উদ্দেশে ব্যাডেনক বলেন, ‘আমাদের সামনে কঠিন কিন্তু সহজ কাজটি দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দায়িত্ব হলো লেবার সরকারকে জবাবদিহি করা। আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আগামী কয়েক বছর ধরে সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া।’
তুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এক দিন পর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল, এবার মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও যাচ্ছে রিপাবলিকানদের হাতে। শেষমেশ তা-ই হলো। গত বুধবার মার্কিন গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, এই হাউসের নিয়ন্ত্রণও পেল নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
৭ ঘণ্টা আগেহিজাব আইন অমান্যকারীদের মানসিক রোগী হিসেবে বিবেচনার ঘোষণা দিয়েছে ইরান। এমন নারীদের জন্য ‘মানসিক চিকিৎসা কেন্দ্র’ চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ইরানের নারী ও পরিবার বিভাগের নীতি ও অনৈতিকতা প্রতিরোধ দপ্তরের প্রধান মেহরি তালেবি দারেস্তানি গত মঙ্গলবার এ ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগেজনগণের ভোটাধিকার হরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার ও সংবিধানের ২৬তম সংশোধনী পাসের প্রতিবাদে ২৪ নভেম্বর (বুধবার) দেশব্যাপী ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক দিয়েছেন কারান্তরীণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁর মুক্তি ও নির্বাচনে কথিত কারচুপির বিরুদ্ধে বিক্ষ
১১ ঘণ্টা আগে